বাংলা নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের নাট্যপ্রতিভার পরিচয় দাও ।
class 12 bengali question answer
বিংশ শতাব্দীর চারের দশকের বাংলা গণনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তাঁর নাটকের মধ্য দিয়ে সমাজের বঞ্চিত, লাঞ্ছিত, দারিদ্র্যক্লিষ্ট জনমানসের মর্মবেদনাকে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটিয়েছেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে। বিজন ভট্টাচার্য ছিলেন প্রকৃতই সাম্যবাদের আদর্শে বিশ্বাসী।
বিজন ভট্টাচার্য-এর প্রথম দুটি নাটক 'আগুন' ও 'জবানবন্দী'-তে বাংলার কৃষক সমাজের দুর্দশার করুণ নির্মম চিত্র দেখানো হয়েছে। তবে 'নবান্ন' নাটকের মাধ্যমেই বিজনবাবুর খ্যাতি প্রচারিত হয়েছিল। ১৯৪৪ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় 'শ্রীরাম' রঙ্গমঞ্চে 'নবান্ন' নাটক প্রথম অভিনীত হয়। এই নাটকটি মূলত বিষয়বস্তুর অভিনবত্ব ও অভিনয়ের প্রাঞ্জলতার গুণে বাংলা নাট্যাভিনয়ের জগতে বিপুল সাড়া ফেলে। ১৯৪২ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন, বন্যা, মহামারি ও ভয়ানক দুর্ভিক্ষের পটভূমিতে নাটকটি রচিত। এর মধ্য দিয়েই নাট্য আন্দোলন দেশব্যাপী গণআন্দোলনের সঙ্গে যুক্ত হয়।
'নবান্ন'-এর পরে বিজন ভট্টাচার্য রচিত নাটকগুলির মধ্যে ‘গোত্রান্তর', ‘ছায়াপথ’, ‘মাস্টারমশাই', 'ধর্মগোলা', 'দেবীগর্জন', ‘গর্ভবতী জননী' প্রভৃতি উল্লেখযোগ্য প্রশংসার দাবি রাখে। উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা 'গোত্রান্তর', ঝুপড়িবাসীদের জীবন নিয়ে রচিত 'ছায়াপথ', কৃষক আন্দোলনের পটভূমিতে লেখা 'দেবীগর্জন'-এ বিজন ভট্টাচার্যের সামাজিক চেতনার প্রকাশ ঘটেছে। জীবন সম্পর্কে প্রবল আশাবাদ, আদর্শবাদ ও একইসঙ্গে রাজনৈতিক চেতনার উজ্জ্বল্যে বাংলা নাটককে জনগণের কাছে নিয়ে যাওয়ার সার্বিক কৃতিত্ব বিজন ভট্টাচার্যের অবশ্যপ্রাপ্য।
পূর্বপ্রচলিত ও গতানুগতিক পেশাদারি পথ পরিহার করে বাংলা নাটককে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কঠিন, বাস্তব জীবনের অনুসারী করে তোলার নেপথ্য কারিগর অবশ্যই বিজন ভট্টাচার্য। তাঁর নাটকে শোষিত, নিপীড়িত, নির্যাতিত শ্রেণির সংগ্রামের কথা যেমন উঠে এসেছে, তেমনিই প্রকাশ পেয়েছে গভীর আশাবাদ। নিবান্ন' নাটকের অভিনয়ের মধ্য দিয়ে গণনাট্য আন্দোলনের সূচনায় গঠিত হয় ‘ভারতীয় প্রগতি লেখক সংঘ'। বর্তমান গ্রুপ থিয়েটারের জন্ম নবনাট্য আন্দোলনেরই প্রত্যক্ষ ফল। এ সমস্ত ইতিবাচক ইতিহাস সৃষ্টির নেপথ্যে বিজন ভট্টাচার্য-এর কৃতিত্ব বাংলা নাটক ও নাট্যমঞ্চের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন