বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম করো। কথাসাহিত্যিক হিসেবে তাঁর বিশিষ্টতার দিকগুলি উল্লেখ করো ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম করো। কথাসাহিত্যিক হিসেবে তাঁর বিশিষ্টতার দিকগুলি উল্লেখ করো ।
class 12 bengali question answer
উত্তর: প্রকৃতির মুগ্ধ দর্শক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) মানবজীবনকে প্রকৃতির প্রেক্ষাপটেই বিচার করেছেন। প্রাত্যহিক জীবনে মানুষের সাধারণ ঘটনা, কথাবার্তা, হাঁটাচলা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা- এসবই তাঁর গল্প-উপন্যাসের বিষয়। তাঁর প্রধান উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—'পথের পাঁচালী' (১৯২৯), ‘অপরাজিত' (১৯৩২), 'আরণ্যক' (১৯৩৮), ‘আদর্শ হিন্দু হোটেল' (১৯৪০), 'ইছামতী' (১৯৫০), 'অশনি সংকেত' (১৯৫০) প্রভৃতি ।
বিভূতিভূষণের উপন্যাসের বিশিষ্টতার দিকগুলি হল—
ক পরিচিত বিষয়, দৃশ্য, বিবর্ণ দেশ-কাল—এসবের মধ্যে লুকিয়ে থাকা রসবস্তু, কঠোর বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা রূপলোকের স্বপ্ন-মাধুরীকে বিভূতিভূষণ আবিষ্কার করেছেন।
খ) প্রকৃতির সঙ্গে মানবহৃদয়ের যে একটি গোপন সংযোগ আছে, তা তিনি তাঁর লেখায় বারেবারে উপস্থাপিত করেছেন। যেমন—'আরণ্যক' উপন্যাসে তাঁর ভাবতন্ময়তা লক্ষ করা যায়।
(গ) সমসাময়িক যুগের রাজনৈতিক অস্থিরতা তাঁর লেখার মধ্যে সেভাবে পাওয়া যায় না। তিনি একান্তভাবেই প্রকৃতির রূপকার।
(ঘ) বিভূতিভূষণের রচনার চরিত্রগুলি সহজ-সরল ও অনাড়ম্বর জীবনরীতিতে অভ্যস্ত। তাঁর রচনার মধ্যে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, তাত্ত্বিক সংঘাত—এসবের বাহুল্য নেই। আছে চেনা পৃথিবী, পরিচিত মানুষ এবং প্রতিদিনের জীবনযাপনের মধ্যে এক বিচিত্র সৌন্দর্যময় ইঙ্গিত ও রহস্যময় ব্যঞ্জনার প্রকাশ। প্রচলিত ছকের মধ্যে তাই তাঁর কথাসাহিত্যকে বিচার করা যায় না।
(ঙ) বিভূতিভূষণের রচনায় শিশু-চরিত্রগুলি আবহমানকালের শৈশবের প্রতিনিধিত্ব করেছে, যেমন—'পথের পাঁচালী'-র অপু।
এভাবেই উপন্যাস সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতার দিকগুলিকে আমরা চিহ্নিত করতে পারি।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন