রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালংকার-এর কৃতিত্ব বাংলা গদ্যের বিকাশে কতটুকু তা আলোচনা করো।
উচ্চ মাধ্যমিক বাংলা বড় প্রশ্ন উত্তর 2023
class 12 bengali question answer 2023
রামরাম বসু: বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা যাঁদের জন্য চিরস্মরণীয় হয়ে আছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন উইলিয়াম কেরি-র ভাষাশিক্ষক রামরাম বসু।
পণ্ডিত রামরাম বসুর 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) বাংলায় প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ। আরবি ও ফারসি শব্দসমন্বিত এই গদ্যের সাধু গদ্যরীতি যথেষ্ট স্বচ্ছন্দ। এই গ্রন্থ বাংলা ভাষায় প্রথম ইতিহাসমূলক গ্রন্থও বটে। বাংলাদেশের তথা ভারতবর্ষের ইতিহাসের কাহিনি রূপায়ণে রামরাম বসুর দক্ষতা প্রশংসনীয়। তাঁর দ্বিতীয় রচনা—চল্লিশটি পত্রের সংকলন 'লিপিমালা' (১৮০২) গ্রন্থে রামরাম বসু আরবি ও ফারসি শব্দের বাহুল্য কমিয়ে বাংলা গদ্যের সম্পর্ককে সহজ করে তুলেছিলেন। স্বল্প সময়ের ব্যবধানে বাংলা গদ্যের বিবর্তনের ছবিটি স্পষ্ট হয়ে ওঠে তাঁর দুটি গদ্যগ্রন্থের গদ্যরীতির তুলনাতে।
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার বাংলা গদ্যসাহিত্যের ইতিহাসে একজন যথার্থ ভাষাশিল্পী এবং ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালংকার। তাঁর রচিত 'বত্রিশ সিংহাসন' (১৮০২) গ্রন্থটি বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের অন্যতম সৃষ্টি। 'বেতাল পঞ্চবিংশতি'-র ভাষার সঙ্গে তুলনা করলে যাকে কোনো অংশেই নিকৃষ্ট বলা যাবে না। মৃত্যুঞ্জয়ের দ্বিতীয় গ্রন্থ 'হিতোপদেশ' (১৮০৮)। এই গ্রন্থে সংস্কৃত ভাষা প্রয়োগের আধিক্য থাকায় গ্রন্থটি বেশ গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাস-আশ্রিত ঘটনায় বিধৃত 'রাজাবলি' (১৮০৮) তাঁর তৃতীয় গ্রন্থ। চতুর্থ গ্রন্থ 'প্রবোধচন্দ্রিকা'-য় (১৮১৩) জ্যোতির্বিজ্ঞান, তর্কশাস্ত্র, ব্যাকরণ, রাজনীতি, আইন প্রভৃতি জ্ঞানবিজ্ঞানের নানান বিষয়ের অবতারণা করেছেন লেখক। মৃত্যুঞ্জয় বিদ্যালংকার।
গদ্যকার হিসেবে মৃত্যুঞ্জয়ের বিশেষত্ব এই যে, তিনি ভাষা প্রয়োগ করেছেন বিষয়ের দিকে লক্ষ রেখে। তাঁর রচনায় বাংলা গদ্যের বিবর্তনের রূপ স্পষ্ট। তাঁর 'বত্রিশ সিংহাসন-এর গদ্যে আড়ষ্টতা থাকলেও 'রাজাবলি' ও 'প্রবোধচন্দ্রিকা'-র ক্লাসিক গদ্যনির্মাণ রীতি বিদ্যাসাগরের আগমনবার্তাকেই যেন সূচিত করে। মৃত্যুঞ্জয় বিদ্যালংকারের সরল বাংলা ও আলংকারিক বাংলা ভাষার এক অপূর্ব সমন্বয় বাংলা গদ্যের বিকাশে তাঁকে যে স্মরণীয় করে রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন