উচ্চ মাধ্যমিক বাংলা mcq প্রশ্ন উত্তর 2023
ছোটোগল্প অযান্ত্রিক
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ) প্রশ্নমান ১
১. বিমলের গাড়িটি কোন্ কোম্পানির তৈরি ?
(ক) ফোর্ড-কোম্পানির
(খ) অস্টিন কোম্পানির
(গ) মারুতি কোম্পানির
(ঘ) হুন্ডাই কোম্পানির
উত্তর: (ক) ফোর্ড-কোম্পানির।
২. বিমল ভালোবেসে গাড়িটির নাম দিয়েছিল—
(ক) জগাই
(খ) জগদল
(গ) জগদ্দল
(ঘ) গণেশ
উত্তর: (গ) জগদ্দল।
৩. লেখক বিমলের গাড়ির হর্নকে বলেছেন—
(ক) হর্ষ
(খ) ভৈরব হর্ষ
(গ) ক্যাঁচক্যাঁচ
(ঘ) লোহার হর্ন
উত্তর: (খ) ভৈরব হর্ষ।
৪. কার্তিক পূর্ণিমায় মেলা বসে—
(ক) নরসিংহ দেবের
(খ) রথের মেলা
(গ) মহেশের রথের
(ঘ) হনুমানজির
উত্তর: (ক) নরসিংহ দেবের।
৫. “ভাঙ্গা মন্দিরে চুনকাম” – কথাটি বলেছিল—
(ক) নিতাই
(খ) গৌর
(গ) পিয়ারাসিং
(ঘ) মাড়োয়ারি লোকটি
উত্তর: (খ) গৌর।
৬. বিমল মেলার সন্ধ্যায় যাত্রী নিয়েছিল—
(ক) চৌদ্দজন
(খ) পনেরো জন
(গ) দশ জন
(ঘ) বারো জন
উত্তর: (ক) চৌদ্দজন ।
৭. জগদ্দশ প্রতি গ্যালনে দৌড়ে যায়—
(ক) একুশ মাইল
(খ) বাইশ মাইল
(গ) তিরিশ মাইল
(ঘ) কুড়ি মাইল
উত্তর: (খ) বাইশ মাইল ।
৮. জগদ্দল প্রমত্ত বেগে ছুটে চলেছে—
(ক) বাঘের মতো
(খ) ঘোড়ার মতো
(গ) চিতাবাঘের মতো
(ঘ) ট্যাক্সির মতো
উত্তর: (খ) ঘোড়ার মতো।
৯. গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ করা হয়েছিল—
(ক) মাদ্রাজ থেকে
(খ) দিল্লি থেকে
(গ) কলকাতা থেকে
(ঘ) মুম্বাই থেকে
উত্তর: (গ) কলকাতা থেকে।
১০. মাড়োয়ারি ভদ্রলোক পুরোনো লোহার দাম বলেছিল—
(ক) বারো আনা
(খ) চৌদ্দ আনা
(গ) দশ আনা
(ঘ) পনেরো আনা
উত্তর: (খ) চৌদ্দ আনা ।
নীচের প্রশ্নগুলি এক-একটি শব্দে পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও
প্রশ্নমান ১
১. ‘অযান্ত্রিক' গল্পের কাহিনি কোন অঞ্চলের ?
উত্তর: 'অযান্ত্রিক' গল্পের কাহিনি বিহারের রাঁচির অভ্রখনি অঞ্চলের।
২. ট্যাক্সিটির গঠন কীরূপ ?
উত্তর: ট্যাক্সিটির গঠন প্রাগৈতিহাসিক, সর্বাঙ্গে কদর্য দীনতার ছাপ।
৩. বিমলের গাড়িটির শ্রী কীরূপ ?
উত্তর: বিমলের গাড়ির তালিমারা হুড, সামনের আয়নাটা ভাঙা, তোবড়ানো বনেট, কালিঝুলি মাখা পর্দা ও চারটে টায়ারে পটি লাগিয়ে সে এক অপূর্ব শ্রী পেয়েছে।
৪. সাধারণ মানুষদের কাছ থেকে বিমলের গাড়িটি কী কী নামে বিশেষিত হয়েছে ?
উত্তর: সাধারণ মানুষদের কাছ থেকে বিমলের গাড়িটি নাম পেয়েছে—বুঢ়া ঘোড়া, খোঁড়া হাঁস, কানা ভঁইস।
৫. জগদ্দল সম্পর্কে বিমল কী ভাবে ?
উত্তর: জগদ্দলকে বিমল সেবক, বন্ধু ও অন্নদাতা মনে করে ।
৬. “কি গো বিমলবাবু, একটাও ভাড়া পেলে না।”—উক্তিটি কার ?
উত্তর: “কি গো বিমলবাবু, একটাও ভাড়া পেলে না।”—উক্তিটি গোবিন্দের।
৭. জগদ্দলের সঙ্গে কার এক্সচেঞ্জের কথা বলা হয়েছে ?
উত্তর: জগদ্দলের সঙ্গে মগনলালের গাড়িটার এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। যেটা ছিল ছুটি চোঙ বিশিষ্ট সিডান কোম্পানির গাড়ি ।
৮. পুজোয় রিজার্ভ পেলে বিমল কী করবে?
উত্তর: পুজোয় রিজার্ভ পেলে বিমল জগদ্দলকে নতুন রেক্সিনের হুড পরাবে।
৯. “গাড়ভি ঘরকা আওরাত হ্যায় ক্যা ?"-কার উক্তি ?
উত্তর: উদ্ধৃতাংশটি পিয়ারা সিং-এর উক্তি।
১০. বুলাকি পাগলার কীসের উপর স্নেহান্ধতা ছিল ?
উত্তরঃ বুলাকি পাগলা তার টিনের ভাঙা গামলাকে ছাতা দিয়ে ঢেকে রেখে নিজে বৃষ্টিতে ভিজত। টিনের ভাঙা গামলাটির প্রতি স্নেহান্ধতায় সেটিকে ভিজতে দিত না।
১১. জগদ্দলের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে বলে বিমলের মনে হয় ?
উত্তর: জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে বলে বিমলের মনে হয়।
১২. “কুছ পরোয়া নেই। আমি আর তুই আছি।”—কার প্রতি কার উক্তি করা হয়েছে ?
উত্তর: ‘অযান্ত্রিক” গল্পে 'জগদ্দলের' প্রতি বিমলের এই উক্তি ।
১৩. সমব্যবসায়ী ট্যাক্সিচালক মহলে ঈর্ষার কারণ কী ছিল ?
উত্তর: জগদ্দলের নিয়মিত ও নিশ্চিত উপস্থিতি সমব্যবসায়ী ট্যাক্সিচালক মহলে ঈর্ষার কারণ ছিল।
১৪. “এত বড় বিশ্বাসের পাহাড়টা বুঝি টলে উঠল”—কার প্রতি কার বিশ্বাসের কথা বলা হয়েছে ?
উত্তর: জগদ্দলের প্রতি বিমলের বিশ্বাসের কথা বলা হয়েছে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন