সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

জেনারেল নলেজ বাংলা জিকে

general awareness questions answers 2023 bengali 

কোন্ ভ্যাকসিন উৎপাদক কোম্পানি জরুরি ভিত্তিতে কোভিড - 19 - এর ভ্যাকসিন তৈরি করার অধিকার অর্জন করেছে ?

 ফাইজার কোম্পানি ।

 ভারতে কবে কোভিড -19 টীকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় ?

 2021 - এর 16 জানুয়ারি ।

 ভারতের কোন রাজ্য কোভিড -19 মহামারির জন্য মুখে মাস্ক ব্যবহার না করলে 2000 টাকা জরিমানা ধার্য করেছে ?

 দিল্লি ।

 বিশ্বের কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডি সিনের উপর সার্বজনীন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ?

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) ।

 কোন জাতীয় রাজধানী অঞ্চল 33 টি প্রাইভেট হসপিটালে ICU বেডের 80 % কোভিড -19 রোগীদের সংরক্ষণের জন্য হাইকোর্টে আবেদন করেছে ?

 দিল্লি ।

 কোভিড সুরক্ষা মিশন - এর জন্য কেন্দ্র কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ?

 900 কোটি টাকা ।

 ভারতের কোন রাজ্য সরকার গবাদিপশুদের রক্ষা করার জন্য ‘ গো - মন্ত্রনালয় ' গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ?

 মধ্যপ্রদেশ সরকার ।

 13 নভেম্বর , 2020 সমগ্র দেশজুড়ে পালিত হওয়া ‘ আয়ুর্বেদ ডে’র থিম কী ?

 ‘ আয়ুর্বেদ ফর কোভিড -19 ’ ।

 ডিজিট্যাল পেমেন্ট সলিউশন সংস্থা পেটিএম ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে সম্প্রতি যে পরিসেবা চালু করেছে তার নাম কী ?

 ' Payout Links . I

 10 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম— ' Science for and with Society in dealing with the global pandemic ' ?

 ওয়ার্ল্ড সায়েন্স ডে ( World Science Day ) ।

 সম্প্রতি প্রকাশিত রাসকিন বন্ডের রচিত গ্রন্থের নাম কী ?

 ' How to be a writer .

 সম্প্রতি চিন বিশ্বের প্রথম 6G কমিউনিকেশনস্ স্যাটেলাইটের যে সফল উৎক্ষেপণটি সম্পূর্ণ করেছে , তার নাম কী ?

 UESTC ( University of Electronic Seience and Technology of China ) .

 ভারত ও রাশিয়ার স্কুল শিশুদের জন্য 7-21 নভেম্বর যৌথভাবে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং যেটি ভারতের নীতি আয়োগের ও রাশিয়ার সাইরিয়াস কর্তৃক যৌথভাবে আয়োজিত হয়েছে , তার নাম কী ?

 AIM ( Atal Innovation Mission ) -Sirius Innovation Programme 3.0 .

 9 নভেম্বর , 2020 প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলারের নাম কী ? ( তিনি দীর্ঘদিন মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছেন এবং 1985 খ্রিস্টাব্দের নেহরু কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ) ।

 সত্যজিৎ ঘোষ ।

 নভেম্বর 9 , 2020 সারা দেশজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 1995 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে ?

 ন্যাশনাল লিগাল সার্ভিস ডে ( National Legal Service Day ) ।

 সম্প্রতি কেরলের কোন এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার বিশ্বের বৃহত্তম যত্ন ও নিরাময় কেন্দ্র ( Care and Cure Centre ) - এর তকমা লাভ করেছে ?

 কুটুর এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার ।

 এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া উত্তরপ্রদেশের ডিজ কোন্ বিমানবন্দরকে 50 বছরের জন্য আদানি গ্রুপকে লিজে দিয়েছে ?

 লখনউ বিমানবন্দর ।

 এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া বিমানবন্দরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ( এটি NTPC Ltd.- এর সম্পূর্ণ সহযোগী সংস্থা ?

 NTPC Vidyut Vyper Nigam Ltd.

 শিখ গুরু তেগবাহাদুরের 400 তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বাধীন 70 সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ?

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

 সম্প্রতি প্রকাশিত " The Fixer : Winning Has A Price . How Much Will You Pay ' গ্রন্থের রচয়িতা কে ?

 সুমন দুবে ।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 24 অক্টোবর , 2020 ভার্চুয়াল প্লাটফর্মে কোথায় ' কিষাণ সূর্যোদয় যোজনা ' , ' প্যাডিয়াট্রিক হার্ট হসপিটাল ' এবং ' গিরনার রোপওয়ে ' নামক তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছেন ?

 গুজরাটে ।

 24 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ছিল- " The Future We Want , The United Nation We Need Re - affirming Our Collective Commitment to Multilateralism ' ?

 রাষ্ট্রসংঘ দিবস ।

 রাষ্ট্রসংঘের বার্ষিক সমীক্ষায় চতুর্থব ারের জন্য কোন্ দেশটি ‘ বিশ্বের সবচেয়ে সুখী দেশ ' হিসেবে চিহ্নিত হয়েছে ?

 ফিনল্যান্ড ।

 তেলেঙ্গানা সরকার ভূমি ও সম্পত্তির নিবন্ধীকরণের জন্য সম্প্রতি যে ওয়েব পোর্টাল চালু করেছে তার নাম কী ?

 ধরণী ।

 অক্টোবর 29 , 2020 সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ‘ ওয়ার্ল্ড স্ট্রোক ডে ’ - র থিম কী ?

 ' Get ready to the join the movement' .

 নীতি আয়োগ ভারতের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নের জন্য কোন সংস্থার সহায়তায় ‘ National Project Management Policy Frame Work ( NPMPF ) ' চালু করেছে ?

 Quality Council of India .

 সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভের তকমালাভকারী ‘ পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?

 মধ্যপ্রদেশে ।

 29 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 2005 খ্রিস্টাব্দে প্রথম পালন করা শুরু হয়েছে ?

 ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে ।

 সম্প্রতি বিহারের কোন্ জলাভূমি রামসার সাইটের তকমা লাভ করেছে যেটির মোট আয়তন 2620 হেক্টর ?

 কাবারতাল জলাভূমি ( কানোয়ার ঝিল ) ।

 অক্টোবর 29 , 2020 প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কী ( তিনি 1995 খ্রিস্টাব্দ এবং 1998-2011 খ্রিস্টাব্দ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ) ?

 কেশুভাই দাশুভাই প্যাটেল ।

 সম্প্রতি Maple 11 B.V. সংস্থাটি RBL Bank Ltd. এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ?

 9.9 % শেয়ার ।

 নিউইয়র্কের ' Global Finance ' কর্তৃক প্রকাশিত ‘ World's 50 Safest Banks 2020 ' অনুযায়ী কোন্ ব্যাংকটি প্রথম স্থানে রয়েছে যে তালিকায় DBS Bank এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে ?

 Kfw Bank ( জার্মানি ) ।

 সম্প্রতি ভারতের উপকূলরক্ষী বাহিনীতে ( মহারাষ্ট্রের রত্নাগিরিতে ) যে নতুন উপকূলরক্ষী জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে তার নাম কী ?

 ' C - 452 ' .

 সম্প্ৰতি কে ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস - এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ( তিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী জন লফ হাজেন - এর স্থলাভিষিক্ত হলেন ?

 বিমল জুলকা ।

 World Wide Fund- এর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2050 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট কয়টি শহরে প্রবল জলসংকটের সম্মুখীন হবে যে তালিকায় রাজস্থানের জয়পুর প্রথম স্থানে রয়েছে ?

 30 টি শহরে ।

 4 নভেম্বর , 2020 ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যান সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন যিনি সমগ্র ক্রিকেট জীবনে 71 টি টেস্ট ম্যাচ , 207 টি একদিবসীয় ম্যাচ , 67 টি T - 20 ক্রিকেট ম্যাচ খেলেছেন ?

 মার্লন স্যামুয়েলস ।

 অক্টোবর 31 , 2000 খ্রিস্টাব্দে সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম ছিল— ” Valuing Our Communities and Cities ? "

 World Cities Day .

 কেন্দ্রীয় সরকার মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে কত টাকা প্রদান করেছে ?

 670 কোটি টাকা ।

 সম্প্রতি কোথায় ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন পরিসেবা চালু হয়েছে ?

 ভেলি টুরিস্ট ভিলেজ , কেরল ।

 সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সোলোমন দ্বীপপুঞ্জে কে নিযুক্ত হয়েছেন ?

 সুশীল কুমার সিংঘল ।

 সম্প্রতি প্রকাশিত " The Age of Pendemic ( 1817-1920 ) How they shaped India and the World ' গ্রন্থটির রচয়িতা কে ?

 চিন্ময় তুম্বে ।

 কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক 2406 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে কোন সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?

 Indian Renewable Energy Development Agency Limited .

 কোন্ মহাতারকা ফুটবলার 2021 পর্যন্ত ' সিরি লিগ ’ - এ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন ( এই নিয়ে তিনবার ) ?

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।

 13 তম আই পি এল ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় কোন্ দল দিল্লি ক্যাপিট্যালসকে পরাজিত করে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ?

 মুম্বই ইন্ডিয়ানস ।

 9 নভেম্বর , 2020 প্রয়াত বিশিষ্ট গুজরাটি সাহিত্যিকের নাম কী যিনি গুজরাট সরকার কর্তৃক একাধিকবার সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ?

 কার্লোস গঞ্জালেস ভ্যালেস এস জে ।

 সম্প্রতি প্রকাশিত ‘ Majhi Bhint ' গ্রন্থের রচয়িতার নাম কী ( যেটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ) ?

 রাজেন্দ্র দারা ।

 25 নভেম্বর , 2020 প্রয়াত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদের নাম কী ( তিনি 1977-1989 লোকসভার সাংসদ এবং 1993-2020 রাজ্যসভার সাংসদ ছিলেন ) ?

 আহমেদ প্যাটেল ।

 21 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 1996 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে ?

 ওয়ার্ল্ড টেলিভিশন ডে ।

 তাঞ্জানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি ( 2021 ) কে নিযুক্ত হয়েছেন ?

 সামিয়া সুলুহু হাসান ।

 সম্প্রতি 18 নভেম্বর , 2020 গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল প্রয়াত হয়েছেন । তিনি বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন । তাঁর নাম কী ?

 মৃদুলা সিনহা ।

 18 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম ‘ Living well with COPD - Everybody ' ?

 World Chronic Obstructive Pulmonary Disease Day .

 সম্প্রতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনুপম খের যে নতুন গ্রন্থটি রচনা করেছেন তার নাম কী ?

 Your Best Day is Today .

 সম্প্রতি কোন্ মালয়ালাম লেখক তাঁর লেখা ' Moustache ' গ্রন্থের জন্য 2020 খ্রিস্টাব্দের জে সি বি প্রাইজে ভূষিত হয়েছেন ?

 এস হরিশ ।

 সম্প্রতি ' Hurun India and Edelgive Founda ition ' কর্তৃক প্রকাশিত সপ্তম ‘ Edelgive Hurun India Philanthropy'- র তালিকায় প্রথম স্থানে কোন্ ব্যক্তি রয়েছেন ?

 আজিম প্রেমজি ।

 সম্প্রতি কে , 2020 খ্রিস্টাব্দের ডক্টর তুলসীদাস চুঘ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ( তিনি CSIR - CDRI এর প্রধান বিজ্ঞানী হিসেবে বর্তমানে কর্মরত আছেন ) ?

 ডক্টর সতীশ মিশ্র ।

 কর্ণাটক ব্যাংক সম্প্রতি গ্রাহকদের জন্য যে কন্ট্যাক্টলেস রূপে ডেবিট কার্ড চালু করেছে তার নাম কী ?

 National Common Mobility Debit Card .

 রাজস্থান সরকার ভারত - পাকিস্তান সীমান্ত অঞ্চলে আলোকিত করার উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম রিনিওয়েবেল পার্ক গড়ে তুলতে কোন্ কোন্ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ?

 NTPC এবং SECI |

 2021 খ্রিস্টাব্দে ‘ একা একা একাশি ’ নামক গ্রন্থের জন্য কোন্ ব্যক্তি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার’এ ভূষিত হয়েছেন ?

 মণিশঙ্কর মুখোপাধ্যায় ।

 কেরল সরকার মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন্ স্কিম চালু করেছে ?

 ‘ পরিবর্তনম স্কিম ' ।

 ভারতের প্রধানমন্ত্রী কবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশে করোনা টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন ?

 16 জানুয়ারি , 2021 ।

 7 নভেম্বর , 2020 সারা দেশ জুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?

 National Cancer Awareness Day .

 এয়ারটেল পেমেন্টস ব্যাংক সম্প্রতি কোন্ বিমা সংস্থার যৌথ সহযোগিতায় গ্রাহকদের জন্য ' Smart Drive Private Car Insurance পরিসেবা চালু করেছে ?

 AXA General Insurance Co. Ltd.

 সম্প্রতি প্রকাশিত ' Thavaasmi : Life and Skills Through the lens of Ramayana ' গ্রন্থের রচয়িতা কে ?

 আর এস চন্দ্রধর ।

 সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের 46 তম রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হয়েছেন , যেখানে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস ?

 জো বাইডেন ।

 সম্প্রতি ভারতের কোন্ মহিলা কূটনীতিবিদ রাষ্ট্রসংঘের ‘ অ্যাডভাইজরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোশ্চেনস ' ( ACABQ ) - এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ?

 বিদিশা মৈত্র ।

 ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো , শ্রীহরিকোটা থেকে সম্প্রতি পৃথিবী পর্যবেক্ষণকারী কোন্ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ?

 EOS - 01 Satellite .

 সম্প্রতি কে ভারতের 11 তম মুখ্য তথ্য কমিশনার হিসেবে পূর্ববর্তী পদাধিকারী বিমল জুলকার স্থলাভিষিক্ত হয়েছেন ?

 যশোবর্ধন কুমার সিনহা ।

 রোলেক্স মাস্টার টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছেন ?

 ফেলিক্স আউজার অ্যালিয়ামি ( কানাডা ) এবং হুবার্ট হুরকাজ ( পোল্যান্ড ) ।

 SBI YONO কৃষিজ ফসলের গুণমান নির্ণয়ের জন্য সম্প্রতি কোন সংস্থার সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ?

 IFFCO Bazar .

 রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে , জার্মানির আলেকজান্ডার জাভরেভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন ?

 ড্যানিল মেদভেদেভ ।

 International Criminal Police Organisation ( INTERPOL ) সম্প্রতি যে দুটি সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে সংযোগরক্ষাকারী পরিসেবা চালু করেছে তার নাম কী ?

 Cyber Crime Knowledge Exchange Work space and Cybercrime Collaborative Plat form Operation .

 4 নভেম্বর , 2020 প্রয়াত সিকিমের প্রাক্তন মুখ্য মন্ত্রীর নাম কী ?

 সঞ্চমান লিম্বো ।

 5 নভেম্বর , 2020 ভার্চুয়ালি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া ' India- Nordic Baltic C11 Conclave 2020 ' - এর এ বছরের থিম কী ( এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ) ।

 An Innovation - driven Partnership for growth in a New World .

 সম্প্রতি প্রকাশিত ' Archaeology and the public purpose : Writings on and by M N Deshpande ' গ্রন্থটির রচয়িতা কে ?

 নয়নজোট লাহিড়ি ।

 3-6 নভেম্বর , 2020 বঙ্গোপসাগরে ভারত , মার্কিন যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনীর মধ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে তার নাম কী ?

 Malabar Naval Exercise 2020 .

 8 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ছিল— ' Radiologists and radiographers supporting Patients during COVID - 19 ' ?

 International Day of Radiology .

 সম্প্রতি কোথায় ভারতের প্রথম ' Solar based Integrated Multi - Village Water Supply Project ' চালু হয়েছে ?

 অরুণাচলপ্রদেশে ।

 সম্প্রতি কে , বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী জে অ্যানেজ চ্যাভেজের স্থলাভিষিক্ত হয়েছেন ?

 লুইস আলবার্টো আর্ক ক্যাটাকোরা ।

 2021 খ্রিস্টাব্দে পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে কে চতুর্থবারের জন্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ?

 মার্ক রুটে ।

 সম্প্রতি অনুষ্ঠিত পোর্তুগিজ গ্ৰাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কোন্ মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন ?

 লুইস হ্যামিল্টন ( ব্রিটেন ) ।

 খড়্গপুর আইআইটি এবং টিসিএস যৌথভাবে ভারতের উন্নততর উৎপাদন ক্ষেত্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ প্রযুক্তি পরিসেবা গড়ে তুলেছে যার সহায়তায় দূর থেকে কোন্ ফ্যাক্টরিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ?

 Novel Industry 4.0 Technology .

 সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সমস্ত ধরনের ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ( তিনি 2008 খ্রিস্টাব্দের অনুর্ধ -19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ?

 তন্ময় মনোজ শ্রীবাস্তব ।

 দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মেট্রো যাত্রীদের জন্য কোন ব্যাংকের সহায়তায় ' Delhi Metro SBI Card ' চালু করেছে ?

 স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ।

 25 অক্টোবর , 2020 প্রয়াত গুজরাটের জনপ্রিয় সংগীতশিল্পী ও রাজনীতিবিদের নাম কী ( তিনি বিজেপি দলের হয়ে লোকসভার সাংসদ হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন ) ?

 মহেশ কানোড়িয়া ।

 সম্প্রতি গোয়ায় ভারতের মধ্যে ' স্যান্ডডিউন পার্ক ’ গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্বব্যাংক কত পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করেছে ?

 3 কোটি টাকা ।

 13 নভেম্বর , 2020 সারা দেশজুড়ে পালিত হওয়া আয়ুর্বেদ দিবসের এ বছরের থিম কী ?

 Ayurved for COVID - 19 Pandemic .

 সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ‘ ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার -2020 ' তালিকায় নি ভারতের কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং যেটি সমগ্র তালিকার 261 নং স্থানে অবস্থান করছে ?

 NTPC Limited .

 সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কর্তৃক প্রকাশিত ' India Tourism Statistics ( ITS ) At A Glance - 2020 ' অনুযায়ী ডোমেস্টিক টুরিস্ট ভিজিট লিস্টের তালিকা - 2019 - এ কোন্ রাজ্য প্রথম স্থানে রয়েছে ?

 উত্তরপ্রদেশ ।

 সম্প্রতি কোন্ বলিউড চলচ্চিত্র অভিনেত্রী পার্লে অ্যাগ্রো'র বিপনন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?

 → প্রিয়াঙ্কা চোপড়া ।

 2020 আই পি এল ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে ছিলেন ?

 রোহিত শর্মা ।

 2020 খ্রিস্টাব্দের এটিপি ফাইনাল টেনিস টুর্নামেন্টে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন—

 ড্যানিল মাদভেদেভ ।

 2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে ছিলেন ?

 ইয়ন মর্গ্যান ।

 2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট ‘ এমার্জিং প্লেয়ার ’ সম্মান কে অর্জন করেছেন ?

 দেবদূত পাড়িকল ।

 সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট ( 2020 ) সৰ্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারের নাম কী ?

 কে এল রাহুল ( 14 ম্যাচে 670 রান ) ।

 2020 খ্রিস্টাব্দে আইপিএল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

 আরব আমিরশাহী ।

 সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট ( 2020 ) প্রতিযোগিতায় সর্বাধিক শতরান সংগ্রহকারী কে ছিলেন ?

 শিখর ধাওয়ান ( 2 টি ) ।

 2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় Most Valuable Cricketer কে ছিলেন ?

 জোফরা আর্চার ।

 মোট কটি দল 2020 আইপিএল ক্রিকেটে অংশ গ্রহণ করেছে ?

 ৪ টি ।

 3 নভেম্বর , 2020 কোন্ বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার ভারতের জনপ্রিয় আইপিএল প্রতিযোগিতা থেকে অবসর ঘোষণা করেছেন ?

 অস্ট্রেলিয়ান শ্যেন ওয়ার্টসন ।

 আপার অস্ট্রিয়া লেডিজ লিনজ টেনিস টুর্নামেন্ট 2020 মহিলাদের সিঙ্গলস - এ কে জয়ী হয়েছেন ?

 এরিনা সাবালেঙ্কা ( বেলারুশ ) ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...