general awareness questions answers 2023 bengali
কোন্ ভ্যাকসিন উৎপাদক কোম্পানি জরুরি ভিত্তিতে কোভিড - 19 - এর ভ্যাকসিন তৈরি করার অধিকার অর্জন করেছে ?
→ ফাইজার কোম্পানি ।
ভারতে কবে কোভিড -19 টীকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় ?
→ 2021 - এর 16 জানুয়ারি ।
ভারতের কোন রাজ্য কোভিড -19 মহামারির জন্য মুখে মাস্ক ব্যবহার না করলে 2000 টাকা জরিমানা ধার্য করেছে ?
→ দিল্লি ।
বিশ্বের কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডি সিনের উপর সার্বজনীন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে ?
→ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) ।
কোন জাতীয় রাজধানী অঞ্চল 33 টি প্রাইভেট হসপিটালে ICU বেডের 80 % কোভিড -19 রোগীদের সংরক্ষণের জন্য হাইকোর্টে আবেদন করেছে ?
→ দিল্লি ।
কোভিড সুরক্ষা মিশন - এর জন্য কেন্দ্র কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ?
→ 900 কোটি টাকা ।
ভারতের কোন রাজ্য সরকার গবাদিপশুদের রক্ষা করার জন্য ‘ গো - মন্ত্রনালয় ' গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ?
→ মধ্যপ্রদেশ সরকার ।
13 নভেম্বর , 2020 সমগ্র দেশজুড়ে পালিত হওয়া ‘ আয়ুর্বেদ ডে’র থিম কী ?
→ ‘ আয়ুর্বেদ ফর কোভিড -19 ’ ।
ডিজিট্যাল পেমেন্ট সলিউশন সংস্থা পেটিএম ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে সম্প্রতি যে পরিসেবা চালু করেছে তার নাম কী ?
→ ' Payout Links . I
10 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম— ' Science for and with Society in dealing with the global pandemic ' ?
→ ওয়ার্ল্ড সায়েন্স ডে ( World Science Day ) ।
সম্প্রতি প্রকাশিত রাসকিন বন্ডের রচিত গ্রন্থের নাম কী ?
→ ' How to be a writer .
সম্প্রতি চিন বিশ্বের প্রথম 6G কমিউনিকেশনস্ স্যাটেলাইটের যে সফল উৎক্ষেপণটি সম্পূর্ণ করেছে , তার নাম কী ?
→ UESTC ( University of Electronic Seience and Technology of China ) .
ভারত ও রাশিয়ার স্কুল শিশুদের জন্য 7-21 নভেম্বর যৌথভাবে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং যেটি ভারতের নীতি আয়োগের ও রাশিয়ার সাইরিয়াস কর্তৃক যৌথভাবে আয়োজিত হয়েছে , তার নাম কী ?
→ AIM ( Atal Innovation Mission ) -Sirius Innovation Programme 3.0 .
9 নভেম্বর , 2020 প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলারের নাম কী ? ( তিনি দীর্ঘদিন মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছেন এবং 1985 খ্রিস্টাব্দের নেহরু কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ) ।
→ সত্যজিৎ ঘোষ ।
নভেম্বর 9 , 2020 সারা দেশজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 1995 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে ?
→ ন্যাশনাল লিগাল সার্ভিস ডে ( National Legal Service Day ) ।
সম্প্রতি কেরলের কোন এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার বিশ্বের বৃহত্তম যত্ন ও নিরাময় কেন্দ্র ( Care and Cure Centre ) - এর তকমা লাভ করেছে ?
→ কুটুর এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার ।
এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া উত্তরপ্রদেশের ডিজ কোন্ বিমানবন্দরকে 50 বছরের জন্য আদানি গ্রুপকে লিজে দিয়েছে ?
→ লখনউ বিমানবন্দর ।
এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া বিমানবন্দরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ( এটি NTPC Ltd.- এর সম্পূর্ণ সহযোগী সংস্থা ?
→ NTPC Vidyut Vyper Nigam Ltd.
শিখ গুরু তেগবাহাদুরের 400 তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বাধীন 70 সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ?
→ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
সম্প্রতি প্রকাশিত " The Fixer : Winning Has A Price . How Much Will You Pay ' গ্রন্থের রচয়িতা কে ?
→ সুমন দুবে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 24 অক্টোবর , 2020 ভার্চুয়াল প্লাটফর্মে কোথায় ' কিষাণ সূর্যোদয় যোজনা ' , ' প্যাডিয়াট্রিক হার্ট হসপিটাল ' এবং ' গিরনার রোপওয়ে ' নামক তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছেন ?
→ গুজরাটে ।
24 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ছিল- " The Future We Want , The United Nation We Need Re - affirming Our Collective Commitment to Multilateralism ' ?
→ রাষ্ট্রসংঘ দিবস ।
রাষ্ট্রসংঘের বার্ষিক সমীক্ষায় চতুর্থব ারের জন্য কোন্ দেশটি ‘ বিশ্বের সবচেয়ে সুখী দেশ ' হিসেবে চিহ্নিত হয়েছে ?
→ ফিনল্যান্ড ।
তেলেঙ্গানা সরকার ভূমি ও সম্পত্তির নিবন্ধীকরণের জন্য সম্প্রতি যে ওয়েব পোর্টাল চালু করেছে তার নাম কী ?
→ ধরণী ।
অক্টোবর 29 , 2020 সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ‘ ওয়ার্ল্ড স্ট্রোক ডে ’ - র থিম কী ?
→ ' Get ready to the join the movement' .
নীতি আয়োগ ভারতের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নের জন্য কোন সংস্থার সহায়তায় ‘ National Project Management Policy Frame Work ( NPMPF ) ' চালু করেছে ?
→ Quality Council of India .
সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভের তকমালাভকারী ‘ পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
→ মধ্যপ্রদেশে ।
29 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 2005 খ্রিস্টাব্দে প্রথম পালন করা শুরু হয়েছে ?
→ ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে ।
সম্প্রতি বিহারের কোন্ জলাভূমি রামসার সাইটের তকমা লাভ করেছে যেটির মোট আয়তন 2620 হেক্টর ?
→ কাবারতাল জলাভূমি ( কানোয়ার ঝিল ) ।
অক্টোবর 29 , 2020 প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কী ( তিনি 1995 খ্রিস্টাব্দ এবং 1998-2011 খ্রিস্টাব্দ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ) ?
→ কেশুভাই দাশুভাই প্যাটেল ।
সম্প্রতি Maple 11 B.V. সংস্থাটি RBL Bank Ltd. এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ?
→ 9.9 % শেয়ার ।
নিউইয়র্কের ' Global Finance ' কর্তৃক প্রকাশিত ‘ World's 50 Safest Banks 2020 ' অনুযায়ী কোন্ ব্যাংকটি প্রথম স্থানে রয়েছে যে তালিকায় DBS Bank এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে ?
→ Kfw Bank ( জার্মানি ) ।
সম্প্রতি ভারতের উপকূলরক্ষী বাহিনীতে ( মহারাষ্ট্রের রত্নাগিরিতে ) যে নতুন উপকূলরক্ষী জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে তার নাম কী ?
→ ' C - 452 ' .
সম্প্ৰতি কে ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস - এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ( তিনি এই পদে পূর্ববর্তী পদাধিকারী জন লফ হাজেন - এর স্থলাভিষিক্ত হলেন ?
→ বিমল জুলকা ।
World Wide Fund- এর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2050 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট কয়টি শহরে প্রবল জলসংকটের সম্মুখীন হবে যে তালিকায় রাজস্থানের জয়পুর প্রথম স্থানে রয়েছে ?
→ 30 টি শহরে ।
4 নভেম্বর , 2020 ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যান সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন যিনি সমগ্র ক্রিকেট জীবনে 71 টি টেস্ট ম্যাচ , 207 টি একদিবসীয় ম্যাচ , 67 টি T - 20 ক্রিকেট ম্যাচ খেলেছেন ?
→ মার্লন স্যামুয়েলস ।
অক্টোবর 31 , 2000 খ্রিস্টাব্দে সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম ছিল— ” Valuing Our Communities and Cities ? "
→ World Cities Day .
কেন্দ্রীয় সরকার মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে কত টাকা প্রদান করেছে ?
→ 670 কোটি টাকা ।
সম্প্রতি কোথায় ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন পরিসেবা চালু হয়েছে ?
→ ভেলি টুরিস্ট ভিলেজ , কেরল ।
সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সোলোমন দ্বীপপুঞ্জে কে নিযুক্ত হয়েছেন ?
→ সুশীল কুমার সিংঘল ।
সম্প্রতি প্রকাশিত " The Age of Pendemic ( 1817-1920 ) How they shaped India and the World ' গ্রন্থটির রচয়িতা কে ?
→ চিন্ময় তুম্বে ।
কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক 2406 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে কোন সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?
→ Indian Renewable Energy Development Agency Limited .
কোন্ মহাতারকা ফুটবলার 2021 পর্যন্ত ' সিরি লিগ ’ - এ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন ( এই নিয়ে তিনবার ) ?
→ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।
13 তম আই পি এল ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় কোন্ দল দিল্লি ক্যাপিট্যালসকে পরাজিত করে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ?
→ মুম্বই ইন্ডিয়ানস ।
9 নভেম্বর , 2020 প্রয়াত বিশিষ্ট গুজরাটি সাহিত্যিকের নাম কী যিনি গুজরাট সরকার কর্তৃক একাধিকবার সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ?
→ কার্লোস গঞ্জালেস ভ্যালেস এস জে ।
সম্প্রতি প্রকাশিত ‘ Majhi Bhint ' গ্রন্থের রচয়িতার নাম কী ( যেটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ) ?
→ রাজেন্দ্র দারা ।
25 নভেম্বর , 2020 প্রয়াত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদের নাম কী ( তিনি 1977-1989 লোকসভার সাংসদ এবং 1993-2020 রাজ্যসভার সাংসদ ছিলেন ) ?
→ আহমেদ প্যাটেল ।
21 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি 1996 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে ?
→ ওয়ার্ল্ড টেলিভিশন ডে ।
তাঞ্জানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি ( 2021 ) কে নিযুক্ত হয়েছেন ?
→ সামিয়া সুলুহু হাসান ।
সম্প্রতি 18 নভেম্বর , 2020 গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল প্রয়াত হয়েছেন । তিনি বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন । তাঁর নাম কী ?
→ মৃদুলা সিনহা ।
18 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এ বছরের থিম ‘ Living well with COPD - Everybody ' ?
→ World Chronic Obstructive Pulmonary Disease Day .
সম্প্রতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনুপম খের যে নতুন গ্রন্থটি রচনা করেছেন তার নাম কী ?
→ Your Best Day is Today .
সম্প্রতি কোন্ মালয়ালাম লেখক তাঁর লেখা ' Moustache ' গ্রন্থের জন্য 2020 খ্রিস্টাব্দের জে সি বি প্রাইজে ভূষিত হয়েছেন ?
→ এস হরিশ ।
সম্প্রতি ' Hurun India and Edelgive Founda ition ' কর্তৃক প্রকাশিত সপ্তম ‘ Edelgive Hurun India Philanthropy'- র তালিকায় প্রথম স্থানে কোন্ ব্যক্তি রয়েছেন ?
→ আজিম প্রেমজি ।
সম্প্রতি কে , 2020 খ্রিস্টাব্দের ডক্টর তুলসীদাস চুঘ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ( তিনি CSIR - CDRI এর প্রধান বিজ্ঞানী হিসেবে বর্তমানে কর্মরত আছেন ) ?
→ ডক্টর সতীশ মিশ্র ।
কর্ণাটক ব্যাংক সম্প্রতি গ্রাহকদের জন্য যে কন্ট্যাক্টলেস রূপে ডেবিট কার্ড চালু করেছে তার নাম কী ?
→ National Common Mobility Debit Card .
রাজস্থান সরকার ভারত - পাকিস্তান সীমান্ত অঞ্চলে আলোকিত করার উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম রিনিওয়েবেল পার্ক গড়ে তুলতে কোন্ কোন্ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ?
→ NTPC এবং SECI |
2021 খ্রিস্টাব্দে ‘ একা একা একাশি ’ নামক গ্রন্থের জন্য কোন্ ব্যক্তি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার’এ ভূষিত হয়েছেন ?
→ মণিশঙ্কর মুখোপাধ্যায় ।
কেরল সরকার মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন্ স্কিম চালু করেছে ?
→ ‘ পরিবর্তনম স্কিম ' ।
ভারতের প্রধানমন্ত্রী কবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশে করোনা টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন ?
→ 16 জানুয়ারি , 2021 ।
7 নভেম্বর , 2020 সারা দেশ জুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?
→ National Cancer Awareness Day .
এয়ারটেল পেমেন্টস ব্যাংক সম্প্রতি কোন্ বিমা সংস্থার যৌথ সহযোগিতায় গ্রাহকদের জন্য ' Smart Drive Private Car Insurance পরিসেবা চালু করেছে ?
→ AXA General Insurance Co. Ltd.
সম্প্রতি প্রকাশিত ' Thavaasmi : Life and Skills Through the lens of Ramayana ' গ্রন্থের রচয়িতা কে ?
→ আর এস চন্দ্রধর ।
সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের 46 তম রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হয়েছেন , যেখানে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস ?
→ জো বাইডেন ।
সম্প্রতি ভারতের কোন্ মহিলা কূটনীতিবিদ রাষ্ট্রসংঘের ‘ অ্যাডভাইজরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোশ্চেনস ' ( ACABQ ) - এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ?
→ বিদিশা মৈত্র ।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো , শ্রীহরিকোটা থেকে সম্প্রতি পৃথিবী পর্যবেক্ষণকারী কোন্ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ?
→ EOS - 01 Satellite .
সম্প্রতি কে ভারতের 11 তম মুখ্য তথ্য কমিশনার হিসেবে পূর্ববর্তী পদাধিকারী বিমল জুলকার স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ যশোবর্ধন কুমার সিনহা ।
রোলেক্স মাস্টার টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছেন ?
→ ফেলিক্স আউজার অ্যালিয়ামি ( কানাডা ) এবং হুবার্ট হুরকাজ ( পোল্যান্ড ) ।
SBI YONO কৃষিজ ফসলের গুণমান নির্ণয়ের জন্য সম্প্রতি কোন সংস্থার সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ?
→ IFFCO Bazar .
রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে , জার্মানির আলেকজান্ডার জাভরেভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন ?
→ ড্যানিল মেদভেদেভ ।
International Criminal Police Organisation ( INTERPOL ) সম্প্রতি যে দুটি সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে সংযোগরক্ষাকারী পরিসেবা চালু করেছে তার নাম কী ?
→ Cyber Crime Knowledge Exchange Work space and Cybercrime Collaborative Plat form Operation .
4 নভেম্বর , 2020 প্রয়াত সিকিমের প্রাক্তন মুখ্য মন্ত্রীর নাম কী ?
→ সঞ্চমান লিম্বো ।
5 নভেম্বর , 2020 ভার্চুয়ালি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া ' India- Nordic Baltic C11 Conclave 2020 ' - এর এ বছরের থিম কী ( এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ) ।
→ An Innovation - driven Partnership for growth in a New World .
সম্প্রতি প্রকাশিত ' Archaeology and the public purpose : Writings on and by M N Deshpande ' গ্রন্থটির রচয়িতা কে ?
→ নয়নজোট লাহিড়ি ।
3-6 নভেম্বর , 2020 বঙ্গোপসাগরে ভারত , মার্কিন যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনীর মধ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে তার নাম কী ?
→ Malabar Naval Exercise 2020 .
8 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম ছিল— ' Radiologists and radiographers supporting Patients during COVID - 19 ' ?
→ International Day of Radiology .
সম্প্রতি কোথায় ভারতের প্রথম ' Solar based Integrated Multi - Village Water Supply Project ' চালু হয়েছে ?
→ অরুণাচলপ্রদেশে ।
সম্প্রতি কে , বলিভিয়ার রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী জে অ্যানেজ চ্যাভেজের স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ লুইস আলবার্টো আর্ক ক্যাটাকোরা ।
2021 খ্রিস্টাব্দে পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে কে চতুর্থবারের জন্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ?
→ মার্ক রুটে ।
সম্প্রতি অনুষ্ঠিত পোর্তুগিজ গ্ৰাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কোন্ মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন ?
→ লুইস হ্যামিল্টন ( ব্রিটেন ) ।
খড়্গপুর আইআইটি এবং টিসিএস যৌথভাবে ভারতের উন্নততর উৎপাদন ক্ষেত্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ প্রযুক্তি পরিসেবা গড়ে তুলেছে যার সহায়তায় দূর থেকে কোন্ ফ্যাক্টরিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ?
→ Novel Industry 4.0 Technology .
সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সমস্ত ধরনের ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ( তিনি 2008 খ্রিস্টাব্দের অনুর্ধ -19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ?
→ তন্ময় মনোজ শ্রীবাস্তব ।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মেট্রো যাত্রীদের জন্য কোন ব্যাংকের সহায়তায় ' Delhi Metro SBI Card ' চালু করেছে ?
→ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ।
25 অক্টোবর , 2020 প্রয়াত গুজরাটের জনপ্রিয় সংগীতশিল্পী ও রাজনীতিবিদের নাম কী ( তিনি বিজেপি দলের হয়ে লোকসভার সাংসদ হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন ) ?
→ মহেশ কানোড়িয়া ।
সম্প্রতি গোয়ায় ভারতের মধ্যে ' স্যান্ডডিউন পার্ক ’ গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্বব্যাংক কত পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করেছে ?
→ 3 কোটি টাকা ।
13 নভেম্বর , 2020 সারা দেশজুড়ে পালিত হওয়া আয়ুর্বেদ দিবসের এ বছরের থিম কী ?
→ Ayurved for COVID - 19 Pandemic .
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ‘ ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার -2020 ' তালিকায় নি ভারতের কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং যেটি সমগ্র তালিকার 261 নং স্থানে অবস্থান করছে ?
→ NTPC Limited .
সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কর্তৃক প্রকাশিত ' India Tourism Statistics ( ITS ) At A Glance - 2020 ' অনুযায়ী ডোমেস্টিক টুরিস্ট ভিজিট লিস্টের তালিকা - 2019 - এ কোন্ রাজ্য প্রথম স্থানে রয়েছে ?
→ উত্তরপ্রদেশ ।
সম্প্রতি কোন্ বলিউড চলচ্চিত্র অভিনেত্রী পার্লে অ্যাগ্রো'র বিপনন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?
→ প্রিয়াঙ্কা চোপড়া ।
2020 আই পি এল ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে ছিলেন ?
→ রোহিত শর্মা ।
2020 খ্রিস্টাব্দের এটিপি ফাইনাল টেনিস টুর্নামেন্টে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন—
→ ড্যানিল মাদভেদেভ ।
2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে ছিলেন ?
→ ইয়ন মর্গ্যান ।
2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট ‘ এমার্জিং প্লেয়ার ’ সম্মান কে অর্জন করেছেন ?
→ দেবদূত পাড়িকল ।
সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট ( 2020 ) সৰ্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারের নাম কী ?
→ কে এল রাহুল ( 14 ম্যাচে 670 রান ) ।
2020 খ্রিস্টাব্দে আইপিএল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
→ আরব আমিরশাহী ।
সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট ( 2020 ) প্রতিযোগিতায় সর্বাধিক শতরান সংগ্রহকারী কে ছিলেন ?
→ শিখর ধাওয়ান ( 2 টি ) ।
2020 খ্রিস্টাব্দে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় Most Valuable Cricketer কে ছিলেন ?
→ জোফরা আর্চার ।
মোট কটি দল 2020 আইপিএল ক্রিকেটে অংশ গ্রহণ করেছে ?
→ ৪ টি ।
3 নভেম্বর , 2020 কোন্ বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার ভারতের জনপ্রিয় আইপিএল প্রতিযোগিতা থেকে অবসর ঘোষণা করেছেন ?
→ অস্ট্রেলিয়ান শ্যেন ওয়ার্টসন ।
আপার অস্ট্রিয়া লেডিজ লিনজ টেনিস টুর্নামেন্ট 2020 মহিলাদের সিঙ্গলস - এ কে জয়ী হয়েছেন ?
→ এরিনা সাবালেঙ্কা ( বেলারুশ ) ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন