1980 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালীন নির্বাচনের কারণগুলি কী ছিল ?
উত্তর: 1977 খ্রিস্টাব্দের নির্বাচনে জনতা দলের বিপুল জয় এবং স্বাধীনতার পর প্রথম কংগ্রেসবিরোধী সরকার প্রতিষ্ঠিত হলেও তার মধ্যে ত্রুটি ছিল। প্রাথমিকভাবে সরকার গঠনের অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী কে হবেন সে-বিষয়কে কেন্দ্র করে তিনজন বিশিষ্ট নেতা—মোরারজি দেশাই, চরণ সিং এবং জগজীবন রাম-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং অবশেষে মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। প্রধানমন্ত্রীর পদকে কেন্দ্র করে এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্তিমিত হলেও তা ছিল সাময়িক। এই রাজনৈতিক অস্থিরতা জোটবদ্ধ দলের অভ্যন্তরে রয়েই গেল এবং প্রকট হল নতুন সরকার গঠনের 18 মাস পরে মোরারজি সরকারের পতনের ফলে। 1980 খ্রিস্টাব্দের নির্বাচনে জনতা দল মুখ থুবড়ে পড়ে এবং কেন্দ্রে কংগ্রেসের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়।
1980 খ্রিস্টাব্দের নির্বাচনের পূর্বে অন্যান্য কতকগুলি নির্বাচন সংঘটিত হয়, তার কারণগুলি হল নিম্নরূপ—
[i] নেতৃত্বের অভাব : জরুরি অবস্থার বিরোধিতার মধ্য দিয়ে গড়ে ওঠা জোটবদ্ধ জনতা দল বেশিদিন স্থায়ী হতে পারেনি। কারণ হিসেবে সমালোচকরা বলেন জনতা দলের সঠিক নেতৃত্ব, প্রকৃত দিক নির্দেশনা কিংবা যৌথ কর্মসূচি কোনোটিই সুদৃঢ় ছিল না।
[ii] নীতিগত সমস্যা : জনতা দলের সরকারও কংগ্রেসের দ্বারা প্রভাবিত ছিল, তাই তাদের অনুসৃত নীতি কংগ্রেসের থেকে পৃথক ছিল না। ফলে দলের অভ্যন্তরে বিভাজন তৈরি হয় এবং 18 মাস পরে মোরারজি দেশাই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়।
[iii] কংগ্রেসের সমর্থন প্রত্যাহার : পরবর্তীকালে কংগ্রেস দলের সমর্থনের প্রতিশ্রুতিতে চরণ সিং-এর নেতৃত্বে আর একটি সরকার গঠিত হয়। কিন্তু কংগ্রেস দলের সমর্থন প্রত্যাহারের ফলে মাত্র চারমাস পরে চরণ সিংয়ের সরকারও ভেঙে যায়।
এর পরিণতিতে 1980 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে লোকসভার নির্বাচন সংঘটিত হয় যেখানে জনতা দল বিশালভাবে পরাজিত হয় এবং কংগ্রেস 353টি আসনে জয়লাভ করে ইন্দিরা গান্ধির নেতৃত্বে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন