সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন— A রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী

General Awareness Questions and Answers, General Awareness in Bengali, General Awareness Questions

1. সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন—

 A রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী

 B স্যার জন মার্শাল ও দয়ারাম সাহানী

 C স্যার জন মার্শাল ও ননীগোপাল মজুমদার

 D ননীগোপাল মজুমদার ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়

 2. কোন্ সময়ে চতুরাশ্রম বৈদিক সমাজে শিকড় বিস্তার করেছিল ?

 A প্রাচীন বৈদিক যুগে

 B পরবর্তী বৈদিক যুগে

 C মহাজনপদের যুগে

 D মৌর্য যুগে

 3. আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল—

 A অল্প খরচে সৈন্য ভরণ - পোষণ

 B বাজার দর বৃদ্ধি করা

 C দিল্লিতে যাতে সস্তা দরে জিনিসপত্র পাওয়া যায়

 D এদের কোনোটিই নয়

 4. কোন মোগল সম্রাট আলমগির উপাধি ধারণ করেন ?

 A আকবর

 B জাহাঙ্গির

 C শাহজাহান

 D ঔরঙ্গজেব 

 5. কোন্ মোগল সম্রাট ‘ সমস্যার সন্তান ' নামে পরিচিত ছিলেন ?

 A জাহাঙ্গির

 B শাহজাহান

 C আকবর

 D হুমায়ুন

 6. ' শাহজাহান ' শব্দের অর্থ—

 A বিশ্ববিজয়ী

 B বিশ্বপিতা

 C শের বা সিংহ

 D শ্রেষ্ঠ যোদ্ধা 

 7. প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিলেন

 A মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন

 B ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেসোঁ

 C ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ

 D জার্মানির চ্যান্সেলার কাইজার দ্বিতীয় উইলিয়াম

 ৪. মহারাষ্ট্রে ‘ হোমরুল লিগ ’ প্রতিষ্ঠা করেন—

 A বিপিনচন্দ্র পাল

 B অ্যানি বেসান্ত

 C অরবিন্দ ঘোষ

 D বালগঙ্গাধর তিলক 

 9. ‘ মনসবদার ' কথাটির অর্থ—

 A জয়লাভ

 B পদমর্যাদা

 C পরাজয়

 D পদচ্যুত

 10. ' Imperialism , the Highest stage of Capitalism ” – গ্রন্থটি লিখেছেন—

 A ভি আই লেনিন

 B কার্ল মার্কস

 C ডেভিড টমসন

 D জে এ হবসন

 11. 24 তম তীর্থঙ্কর বর্ধমান যে নামে পরিচিত ছিলেন—

 A মহাত্মা

 B মহাপুরুষ

 C মহাবীর

 D সুপুরুষ

 12. আজাদ হিন্দ ফৌজের সেনাদের বিচার হয়েছিল—

 A দিল্লির লালকেল্লায়

 B দিল্লির যন্তর মন্তরে

 C আগ্রার তাজমহলে

 D আগ্রা দুর্গে   

 13. খান আবদুল গফ্ফর খানের সংগঠনটির নাম—

 A অল ইন্ডিয়া মুসলিম লিগ

 B খোদা - ই - খিদমতগার

 C কৃষকপ্রজা পার্টি

 D যুগান্তর দল

 14. লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়

 A 1927 খ্রিস্টাব্দে

 B 1928 খ্রিস্টাব্দে

 C 1929 খ্রিস্টাব্দে

 D 1930 খ্রিস্টাব্দে

 15. রাখিবন্ধন উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন

 A প্রমথনাথ মিত্র

 B অরবিন্দ ঘোষ

 C রবীন্দ্রনাথ ঠাকুর

 D বালগঙ্গাধর তিলক

 16. হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন—

 A কর্নেল অলকট

 B শিশিরকুমার ঘোষ

 C নবগোপাল মিত্র

 D অরবিন্দ ঘোষ

 17. ভারত শাসন সংক্রান্ত আইন বলবৎ হয়—

 A 1857 খ্রিস্টাব্দে

 B 1858 খ্রিস্টাব্দে

 C 1859 খ্রিস্টাব্দে

 D 1860 খ্রিস্টাব্দে

 18. ফরাজি আন্দোলনের নেতা ছিলেন

 A স্যার সৈয়দ আহমেদ খান

 B হাজি শরিয়ৎউল্লাহ

 C হাজি সুলতান

 D বদরুদ্দিন তৈয়াবজি

 19. স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন—

 A 1893 খ্রিস্টাব্দে

 B 1894 খ্রিস্টাব্দে

 C 1895 খ্রিস্টাব্দে

 D 1896 খ্রিস্টাব্দে

 20. সতীদাহ বিরোধী আইন প্রণয়ন করেন—

 A লর্ড ওয়েলেসলি

 B লর্ড কর্নওয়ালিশ

 C লর্ড বেন্টিঙ্ক

 D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 21. রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়—

 A 1852 খ্রিস্টাব্দে

 B 1853 খ্রিস্টাব্দে

 C 1854 খ্রিস্টাব্দে

 D 1855 খ্রিস্টাব্দে

 22. ‘ মহলওয়ারি ’ বন্দোবস্ত চালু হয়েছিল—

 A উত্তর - পশ্চিম ভারতে

 B পূর্ব ভারতে

 C দক্ষিণ ভারতে

 D দক্ষিণ - পশ্চিম ভারতে

 23. বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন—

 A বিটন সাহেব

 B লর্ড ডালহৌসি

 C জেমস রেমেল

 D লর্ড ওয়েলেসলি

 24. সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন—

 A লর্ড ডালহৌসি

 B লর্ড ওয়েলেসলি

 C লর্ড কর্নওয়ালিশ

 D লর্ড বেন্টিঙ্ক 

 25. দ্বৈতশাসন প্রবর্তন করেন—

 A লর্ড ক্লাইভ

 B ওয়ারেন হেস্টিংস

 C লর্ড ডালহৌসি

 D লর্ড ডাফরিন

 26. ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল—

 A 1776 খ্রিস্টাব্দে

 B 1772 খ্রিস্টাব্দে

 C 1770 খ্রিস্টাব্দে

 D 1765 খ্রিস্টাব্দে

 27. ইস্ট ইন্ডিয়া হাউস অবস্থিত—

 A প্যারিসে

 B দিল্লিতে

 C লন্ডনে

 D রাশিয়াতে 

 28. ভারতে যার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে , তিনি হলেন—

 A চেঙ্গিজ খান

 B আহমদ শাহ আবদালি

 C নাদির শাহ

 D সফদর জং

 29. রানি দুর্গাবতী নিহত হন—

 A পলাশির যুদ্ধে

 B সদাশিবের যুদ্ধে

 C রাজমহলের যুদ্ধে

 D গন্ডোয়ানার যুদ্ধে

 30. সুলতান রাজিয়া উজির বা প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন—

A জামালউদ্দিনকে

 B মুহাজাবউদ্দিনকে

 C ইয়াকুবকে

 D মিনহাজকে

 31. প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে নিষাদকে কোন্ জাতি বলা হয় ?

  A যাযাবর

 B হীন

 C দুর্ধর্ষ যোদ্ধা

 D অনার্য

 32. ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল—

 A ঋগ্‌বৈদিক যুগে

 B পরবর্তী বৈদিক যুগে

 C খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে

 D নব্য ধর্মীয় আন্দোলনের যুগে 

 33. হোমারের যুগে ক্রীতদাস বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়—

 A অ্যানড্রোপোডন

 B টেট্রাপোডা

 C ভ্যাসাল

 D হিমোপোডেন

 34. ‘ ভারত পথিক ' নামে পরিচিত ছিলেন—

 A রাজা রাজচন্দ্ৰ ঘোষ

 B রাজা রামমোহন রায়

 C রাজা রাধাকান্ত দেব

 D অবনীন্দ্রনাথ ঠাকুর

 35 . নুরজাহানের পিতা ছিলেন—

 A মির্জা গিয়াসবেগ

 B যুবরাজ খুরম

 C আসফ খাঁ

 D মোহম্মদ শাহ

 36. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 - এর পরিবর্তে 23 বছর করতে হবে , এই দাবি ছিল—

 A চরমপন্থীদের

 B নরমপন্থীদের

 C বিপ্লবীদের

 D উগ্র চরমপন্থীদের

 37. পুরন্দরের সন্ধি ( জয়সিংহ ও শিবাজির মধ্যে ) স্বাক্ষরিত হয়—

 A 1665 খ্রিস্টাব্দে

 B 1668 খ্রিস্টাব্দে

 C 1670 খ্রিস্টাব্দে

 D 1680 খ্রিস্টাব্দে

 38. বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল

 A 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর

 B 1905 খ্রিস্টাব্দের 17 অক্টোবর

 C 1905 খ্রিস্টাব্দের 18 অক্টোবর

 D 1906 খ্রিস্টাব্দের 20 অক্টোবর

 39. অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকারী ছিলেন শ্লাভ এবং—

 A ফ্রান্সের রাজা

 B জার্মানির প্রজা

 C অস্ট্রিয়ার প্রজা

 D সার্বিয়ার প্রজা

 40. প্রথম বিশ্বযুদ্ধের শেষে হাঙ্গেরি , বুলগেরিয়া ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয়—

 A রোমানিয়া

 B চেকোশ্লোভাকিয়া

 C যুগাশ্লাভিয়া

 D পোল্যান্ড 

41. হুমায়ুন ও শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল—

 A 1539 খ্রিস্টাব্দে

 B 1540 খ্রিস্টাব্দে

 C 1542 খ্রিস্টাব্দে

 D 1545 খ্রিস্টাব্দে

 42. ইউরোপীয় বণিকদের মধ্যে এদেশে প্রথম এসেছিলেন—

 A ইংরেজরা

 B পোর্তুগিজরা

 C ফরাসিরা

 D ওলন্দাজরা

 43. সাঁওতাল বিদ্রোহের অন্যতম ফলাফল ছিল

 A পৃথক নির্বাচন ব্যবস্থা

 B সাঁওতাল পরগনা গঠন

 C সাঁওতালদের কাছ থেকে রাজস্ব আদায়

 D এসবের কোনোটিই নয়

 44. কোন্‌টি বস্ত্রশিল্পের পতনের অন্যতম কারণ ছিল না ?

 A তাঁতিদের ওপর জুলুম

 B ইংরেজদের অবাধ বাণিজ্য নীতি

 C দেশীয় রাজ্যসমূহের পতন

 D বিদেশে বস্ত্রের চাহিদা হ্রাস

 45. মোগল সম্রাট কর্তৃক ইংরেজ কোম্পানিকে দেওয়ানি দান যে বিষয়কে ক্ষতিগ্রস্ত করেছিল , তা হল

 A বাংলার নবারের রাজনৈতিক ক্ষমতা

 B বাংলার অর্থনীতি

 C নবাবের সামাজিক শক্তিবৃদ্ধি

 D কোনোটিই নয়

 46. সিরাজ - উদদৌলা এবং ইংরেজদের বিরোধের অন্যতম কারণ ছিল

 A সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র

 B সিরাজকে ইংরেজদের উপঢৌকন না দেওয়া

 C ইংরেজেদের শুল্ক দিয়ে ব্যাবসাবাণিজ্য চালানো

 D কোনোটিই নয়

 47. মারাঠা জাতির স্রষ্টা শিবাজির রাজধানী ছিল—

 A সিংহগড়

 B রায়গড়

 C চিতোরগড়

 D পূণা

 4৪. যে বাহিনী মোগল সম্রাটদের সবচেয়ে বড়ো হাতিয়ার ছিল

 A ঘোড়সওয়ার

 B পদাতিক বাহিনী

 C হস্তিবাহিনী

 D বরকন্দাজ বাহিনী

 49. ঔরঙ্গজেবের মৃত্যু হয়

 A 1700 খ্রিস্টাব্দে

 B 1702 খ্রিস্টাব্দে

 C 1703 খ্রিস্টাব্দে

 D 1707 খ্রিস্টাব্দে

 50. আকবরের জীবনীকার ও ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন—

 A বীরসিং বুন্দেলা

 Bযুবরাজ সেলিম

 C যুবরাজ দানিয়েল

 D মালিক অম্বর

 51. ভারতের প্রথম মোগল সম্রাট ছিলেন

 A আকবর

 B বাবর

 C হুমায়ুন

 D শেরশাহ

 52. নায়কপ্রথা কোন্ সাম্রাজ্যের বৈশিষ্ট্য ছিল ?

 A সুলতানি সাম্রাজ্য

 B বিজয়নগর সাম্রাজ্য

 C মোগল সাম্রাজ্য

 D কোনোটিই নয়

 53. সুলতান মামুদের ভারত আক্রমণের সময় যে বিদেশি ঐতিহাসিক ভারতে এসেছিলেন তাঁর নাম

 A আবুল ফজল

 B টমাস রো

 C অলবিরুনি

 D কোনোটিই নয়

 54. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন—

 A ধর্মপাল

 B গোপাল

 C দেবপাল

 D ত্রিলোচনপালন 

 55. মৌর্য যুগের ইতিহাস রচনার সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হল

 A ভাস্কর্য

 B লেখমালা

 C বৈদেশিক বিবরণ

 D স্থাপত্য শিল্প

 56. বৌদ্ধ ধর্মশাস্ত্র যে ভাষায় লিখিত

 A সংস্কৃত

 B পালি

 C হিন্দি

 D ইংরেজি

 57. ‘ দ্বিজ ’ কথাটি নিম্নলিখিত কোন্‌টি সম্পর্কে বৈদিক যুগে প্রযোজ্য ছিল ?

 A ব্রাহ্মণ

 B ক্ষত্রিয়

 C বৈশ্য

 D সবগুলিই ঠিক

 58. সিন্ধু সভ্যতার পতনের কারণ ছিল—

 A বন্যার প্রকোপ

 B ভূমিকম্প

 C আবহাওয়ার পরিবর্তন

 D সবগুলিই ঠিক

 59. কার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন পরিচালিত হয় ?

 A মহাত্মা গান্ধি

 B সুভাষচন্দ্র বসু

 C জওহরলাল নেহরু

 D চিত্তরঞ্জন দাশ

 60. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড হয়—

 A 1918 খ্রিস্টাব্দে

 B 1919 খ্রিস্টাব্দে

 C 1920 খ্রিস্টাব্দে

 D 1925 খ্রিস্টাব্দে 

61. ব্রাহ্মসমাজ যার পরিবর্তিত নাম ছিল—

A আত্মোন্নতি সমিতি

B আত্মীয় সভা

C আত্মীয় সমাজ

D ব্রাহ্ণসমাজ

 62. সাঁওতালরা কবে বিদ্রোহ ঘোষণা করেছিল ?

 A 1850 খ্রিস্টাব্দে

 B 1852 খ্রিস্টাব্দে

 C 1855 খ্রিস্টাব্দে

 D 1859 খ্রিস্টাব্দে

 63. অযোধ্যার শেষ নবাব ছিলেন—

 A মোহম্মদ আলি শাহ

 B নাসিরউদ্দিন

 C ওয়াজেদ আলি শাহ

 D কাদের বক্স

 64. স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

 A 1919

 B 1920

 C 1921

 D 1923

 65. আর্যরা কোন্ সময়ে ভারতে এসেছিলেন ?

 A খ্রিস্টপূর্ব 2000 অব্দে

 B খ্রিস্টপূর্ব 1500 অব্দে

 C খ্রিস্টপূর্ব 1000 অব্দে

 D খ্রিস্টপূর্ব 600 অব্দে 

 66. মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ছিল

 A সাম্রাজ্যের অর্থনেতিক দুর্বলতা

 B বহিঃশত্রুর আক্রমণ

 C নানাকারণের সমষ্টিগত ফল

 D কোনোটিই নয়

 67. মোহম্মদ ঘুরীর প্রকৃত নাম ছিল—

 A সিহাবউদ্দিন

 B মোহম্মদ নাসির

 C মুইজউদ্দিন

 D কোনোটিই নয়

 68. আকবরের প্রধান কৃতিত্ব ছিল—

 A বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তার

 B ভারতে ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য গঠন

 C মনসবদারি প্রথার প্রবর্তন

 D কোনোটিই নয়  

 69. আকবর দীন - ই - ইলাহি প্রবর্তন করেন

 A 1576 খ্রিস্টাব্দে

 B 1580 খ্রিস্টাব্দে

 C 1582 খ্রিস্টাব্দে

 D 1585 খ্রিস্টাব্দে

 70. মনসবদারি প্রথার প্রবর্তক ছিলেন—

 A আকবর

 B জাহাঙ্গির

 C শাহজাহান

 D ঔরঙ্গজেব

 71. নিম্নলিখিত যে অঞ্চলটি রণজিৎ সিংহ জয় করেননি ?

 A কাশ্মীর

 B মুলতান

 C শতদুর পূর্বদিক

 D এগুলোর কোনোটিই নয়

 72. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন—

 A ওয়ারেন হেস্টিংস

 B রবার্ট ক্লাইভ

 C লর্ড কর্নওয়ালিশ

 D লর্ড ময়রা

 73. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল—

 A ভারতসভা

 B ভূমাধিকারী সভা

 C ব্রাহ্মসভা

 D ক্ষত্রিয় সভা

 74. কেশবচন্দ্র সেন ছিলেন একজন

 A কংগ্রেসের নরমপন্থী নেতা

 B সমাজসংস্কারক

 C ব্রাহ্মনেতা

 D বিপ্লবী

 75. কাকে ‘ লোকমান্য ' নামে অভিহিত করা হয় ?

 A লালা লাজপত রায়

 B বালগঙ্গাধর তিলক

 C বিপিনচন্দ্র

 D মহাত্মা গান্ধি পাল

 76. আর্যরা ভারতে এসেছিল—

 A আক্রমণকারী হিসেবে

 B পরিযানকারী হিসেবে

 C উদ্বাস্তু হিসেবে

 D ব্যবসায়ী হিসেবে

 77. কনিষ্কের শাসনকাল বৌদ্ধধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগের সূচনা করেছিল কারণ—

 A মহাযান বৌদ্ধ পন্থার বিকাশ ঘটেছিল

 B বৌদ্ধধর্ম চীন ও মধ্য এশিয়ায় প্রসারিত হয়

 C বোধিস্বত্ব ও বৌদ্ধের প্রতিমা গড়া শুরু হয়

 D কোনোটিই নয় 

 78. মৌর্য আমলে গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত হত

 A পাথর

 B পোড়ামাটির ইট

 C কাঠ

 D কোনোটিই নয়

 79. যে গুপ্ত সম্রাট ‘ ভারতের রক্ষাকর্তা ' নামে খ্যাত ছিলেন—

 A স্কন্দগুপ্ত

 B দ্বিতীয় চন্দ্রগুপ্ত

 C জীবিতগুপ্ত

 D সমুদ্রগুপ্ত

 80. কুতুবউদ্দিন আইবককে দিল্লির প্রথম সুলতান বলা যায় না , কারণ তিনি—

 A সুলতান উপাধি গ্রহণ করেননি

 B খলিফার কাছ থেকে স্বীকৃতিলাভ করেননি

 C তিনি দিল্লির পরিবর্তে লাহোরেই থাকতেন বেশি

 D তিনি ‘ খুতবা ’ পাঠ করেননি , তাঁর নামে মুদ্রা প্রচলন করেননি 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...