General Awareness Questions and Answers, General Awareness in Bengali, General Awareness Questions
1. সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন—
A রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী
B স্যার জন মার্শাল ও দয়ারাম সাহানী
C স্যার জন মার্শাল ও ননীগোপাল মজুমদার
D ননীগোপাল মজুমদার ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়
2. কোন্ সময়ে চতুরাশ্রম বৈদিক সমাজে শিকড় বিস্তার করেছিল ?
A প্রাচীন বৈদিক যুগে
B পরবর্তী বৈদিক যুগে
C মহাজনপদের যুগে
D মৌর্য যুগে
3. আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল—
A অল্প খরচে সৈন্য ভরণ - পোষণ
B বাজার দর বৃদ্ধি করা
C দিল্লিতে যাতে সস্তা দরে জিনিসপত্র পাওয়া যায়
D এদের কোনোটিই নয়
4. কোন মোগল সম্রাট আলমগির উপাধি ধারণ করেন ?
A আকবর
B জাহাঙ্গির
C শাহজাহান
D ঔরঙ্গজেব
5. কোন্ মোগল সম্রাট ‘ সমস্যার সন্তান ' নামে পরিচিত ছিলেন ?
A জাহাঙ্গির
B শাহজাহান
C আকবর
D হুমায়ুন
6. ' শাহজাহান ' শব্দের অর্থ—
A বিশ্ববিজয়ী
B বিশ্বপিতা
C শের বা সিংহ
D শ্রেষ্ঠ যোদ্ধা
7. প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিলেন—
A মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
B ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেসোঁ
C ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ
D জার্মানির চ্যান্সেলার কাইজার দ্বিতীয় উইলিয়াম
৪. মহারাষ্ট্রে ‘ হোমরুল লিগ ’ প্রতিষ্ঠা করেন—
A বিপিনচন্দ্র পাল
B অ্যানি বেসান্ত
C অরবিন্দ ঘোষ
D বালগঙ্গাধর তিলক
9. ‘ মনসবদার ' কথাটির অর্থ—
A জয়লাভ
B পদমর্যাদা
C পরাজয়
D পদচ্যুত
10. ' Imperialism , the Highest stage of Capitalism ” – গ্রন্থটি লিখেছেন—
A ভি আই লেনিন
B কার্ল মার্কস
C ডেভিড টমসন
D জে এ হবসন
11. 24 তম তীর্থঙ্কর বর্ধমান যে নামে পরিচিত ছিলেন—
A মহাত্মা
B মহাপুরুষ
C মহাবীর
D সুপুরুষ
12. আজাদ হিন্দ ফৌজের সেনাদের বিচার হয়েছিল—
A দিল্লির লালকেল্লায়
B দিল্লির যন্তর মন্তরে
C আগ্রার তাজমহলে
D আগ্রা দুর্গে
13. খান আবদুল গফ্ফর খানের সংগঠনটির নাম—
A অল ইন্ডিয়া মুসলিম লিগ
B খোদা - ই - খিদমতগার
C কৃষকপ্রজা পার্টি
D যুগান্তর দল
14. লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়—
A 1927 খ্রিস্টাব্দে
B 1928 খ্রিস্টাব্দে
C 1929 খ্রিস্টাব্দে
D 1930 খ্রিস্টাব্দে
15. রাখিবন্ধন উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন—
A প্রমথনাথ মিত্র
B অরবিন্দ ঘোষ
C রবীন্দ্রনাথ ঠাকুর
D বালগঙ্গাধর তিলক
16. হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন—
A কর্নেল অলকট
B শিশিরকুমার ঘোষ
C নবগোপাল মিত্র
D অরবিন্দ ঘোষ
17. ভারত শাসন সংক্রান্ত আইন বলবৎ হয়—
A 1857 খ্রিস্টাব্দে
B 1858 খ্রিস্টাব্দে
C 1859 খ্রিস্টাব্দে
D 1860 খ্রিস্টাব্দে
18. ফরাজি আন্দোলনের নেতা ছিলেন—
A স্যার সৈয়দ আহমেদ খান
B হাজি শরিয়ৎউল্লাহ
C হাজি সুলতান
D বদরুদ্দিন তৈয়াবজি
19. স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন—
A 1893 খ্রিস্টাব্দে
B 1894 খ্রিস্টাব্দে
C 1895 খ্রিস্টাব্দে
D 1896 খ্রিস্টাব্দে
20. সতীদাহ বিরোধী আইন প্রণয়ন করেন—
A লর্ড ওয়েলেসলি
B লর্ড কর্নওয়ালিশ
C লর্ড বেন্টিঙ্ক
D ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
21. রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়—
A 1852 খ্রিস্টাব্দে
B 1853 খ্রিস্টাব্দে
C 1854 খ্রিস্টাব্দে
D 1855 খ্রিস্টাব্দে
22. ‘ মহলওয়ারি ’ বন্দোবস্ত চালু হয়েছিল—
A উত্তর - পশ্চিম ভারতে
B পূর্ব ভারতে
C দক্ষিণ ভারতে
D দক্ষিণ - পশ্চিম ভারতে
23. বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন—
A বিটন সাহেব
B লর্ড ডালহৌসি
C জেমস রেমেল
D লর্ড ওয়েলেসলি
24. সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন—
A লর্ড ডালহৌসি
B লর্ড ওয়েলেসলি
C লর্ড কর্নওয়ালিশ
D লর্ড বেন্টিঙ্ক
25. দ্বৈতশাসন প্রবর্তন করেন—
A লর্ড ক্লাইভ
B ওয়ারেন হেস্টিংস
C লর্ড ডালহৌসি
D লর্ড ডাফরিন
26. ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল—
A 1776 খ্রিস্টাব্দে
B 1772 খ্রিস্টাব্দে
C 1770 খ্রিস্টাব্দে
D 1765 খ্রিস্টাব্দে
27. ইস্ট ইন্ডিয়া হাউস অবস্থিত—
A প্যারিসে
B দিল্লিতে
C লন্ডনে
D রাশিয়াতে
28. ভারতে যার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে , তিনি হলেন—
A চেঙ্গিজ খান
B আহমদ শাহ আবদালি
C নাদির শাহ
D সফদর জং
29. রানি দুর্গাবতী নিহত হন—
A পলাশির যুদ্ধে
B সদাশিবের যুদ্ধে
C রাজমহলের যুদ্ধে
D গন্ডোয়ানার যুদ্ধে
30. সুলতান রাজিয়া উজির বা প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন—
A জামালউদ্দিনকে
B মুহাজাবউদ্দিনকে
C ইয়াকুবকে
D মিনহাজকে
31. প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে নিষাদকে কোন্ জাতি বলা হয় ?
A যাযাবর
B হীন
C দুর্ধর্ষ যোদ্ধা
D অনার্য
32. ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল—
A ঋগ্বৈদিক যুগে
B পরবর্তী বৈদিক যুগে
C খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে
D নব্য ধর্মীয় আন্দোলনের যুগে
33. হোমারের যুগে ক্রীতদাস বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়—
A অ্যানড্রোপোডন
B টেট্রাপোডা
C ভ্যাসাল
D হিমোপোডেন
34. ‘ ভারত পথিক ' নামে পরিচিত ছিলেন—
A রাজা রাজচন্দ্ৰ ঘোষ
B রাজা রামমোহন রায়
C রাজা রাধাকান্ত দেব
D অবনীন্দ্রনাথ ঠাকুর
35 . নুরজাহানের পিতা ছিলেন—
A মির্জা গিয়াসবেগ
B যুবরাজ খুরম
C আসফ খাঁ
D মোহম্মদ শাহ
36. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 - এর পরিবর্তে 23 বছর করতে হবে , এই দাবি ছিল—
A চরমপন্থীদের
B নরমপন্থীদের
C বিপ্লবীদের
D উগ্র চরমপন্থীদের
37. পুরন্দরের সন্ধি ( জয়সিংহ ও শিবাজির মধ্যে ) স্বাক্ষরিত হয়—
A 1665 খ্রিস্টাব্দে
B 1668 খ্রিস্টাব্দে
C 1670 খ্রিস্টাব্দে
D 1680 খ্রিস্টাব্দে
38. বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল—
A 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
B 1905 খ্রিস্টাব্দের 17 অক্টোবর
C 1905 খ্রিস্টাব্দের 18 অক্টোবর
D 1906 খ্রিস্টাব্দের 20 অক্টোবর
39. অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকারী ছিলেন শ্লাভ এবং—
A ফ্রান্সের রাজা
B জার্মানির প্রজা
C অস্ট্রিয়ার প্রজা
D সার্বিয়ার প্রজা
40. প্রথম বিশ্বযুদ্ধের শেষে হাঙ্গেরি , বুলগেরিয়া ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয়—
A রোমানিয়া
B চেকোশ্লোভাকিয়া
C যুগাশ্লাভিয়া
D পোল্যান্ড
41. হুমায়ুন ও শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল—
A 1539 খ্রিস্টাব্দে
B 1540 খ্রিস্টাব্দে
C 1542 খ্রিস্টাব্দে
D 1545 খ্রিস্টাব্দে
42. ইউরোপীয় বণিকদের মধ্যে এদেশে প্রথম এসেছিলেন—
A ইংরেজরা
B পোর্তুগিজরা
C ফরাসিরা
D ওলন্দাজরা
43. সাঁওতাল বিদ্রোহের অন্যতম ফলাফল ছিল—
A পৃথক নির্বাচন ব্যবস্থা
B সাঁওতাল পরগনা গঠন
C সাঁওতালদের কাছ থেকে রাজস্ব আদায়
D এসবের কোনোটিই নয়
44. কোন্টি বস্ত্রশিল্পের পতনের অন্যতম কারণ ছিল না ?
A তাঁতিদের ওপর জুলুম
B ইংরেজদের অবাধ বাণিজ্য নীতি
C দেশীয় রাজ্যসমূহের পতন
D বিদেশে বস্ত্রের চাহিদা হ্রাস
45. মোগল সম্রাট কর্তৃক ইংরেজ কোম্পানিকে দেওয়ানি দান যে বিষয়কে ক্ষতিগ্রস্ত করেছিল , তা হল—
A বাংলার নবারের রাজনৈতিক ক্ষমতা
B বাংলার অর্থনীতি
C নবাবের সামাজিক শক্তিবৃদ্ধি
D কোনোটিই নয়
46. সিরাজ - উদদৌলা এবং ইংরেজদের বিরোধের অন্যতম কারণ ছিল—
A সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র
B সিরাজকে ইংরেজদের উপঢৌকন না দেওয়া
C ইংরেজেদের শুল্ক দিয়ে ব্যাবসাবাণিজ্য চালানো
D কোনোটিই নয়
47. মারাঠা জাতির স্রষ্টা শিবাজির রাজধানী ছিল—
A সিংহগড়
B রায়গড়
C চিতোরগড়
D পূণা
4৪. যে বাহিনী মোগল সম্রাটদের সবচেয়ে বড়ো হাতিয়ার ছিল—
A ঘোড়সওয়ার
B পদাতিক বাহিনী
C হস্তিবাহিনী
D বরকন্দাজ বাহিনী
49. ঔরঙ্গজেবের মৃত্যু হয়—
A 1700 খ্রিস্টাব্দে
B 1702 খ্রিস্টাব্দে
C 1703 খ্রিস্টাব্দে
D 1707 খ্রিস্টাব্দে
50. আকবরের জীবনীকার ও ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন—
A বীরসিং বুন্দেলা
Bযুবরাজ সেলিম
C যুবরাজ দানিয়েল
D মালিক অম্বর
51. ভারতের প্রথম মোগল সম্রাট ছিলেন—
A আকবর
B বাবর
C হুমায়ুন
D শেরশাহ
52. নায়কপ্রথা কোন্ সাম্রাজ্যের বৈশিষ্ট্য ছিল ?
A সুলতানি সাম্রাজ্য
B বিজয়নগর সাম্রাজ্য
C মোগল সাম্রাজ্য
D কোনোটিই নয়
53. সুলতান মামুদের ভারত আক্রমণের সময় যে বিদেশি ঐতিহাসিক ভারতে এসেছিলেন তাঁর নাম—
A আবুল ফজল
B টমাস রো
C অলবিরুনি
D কোনোটিই নয়
54. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন—
A ধর্মপাল
B গোপাল
C দেবপাল
D ত্রিলোচনপালন
55. মৌর্য যুগের ইতিহাস রচনার সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হল—
A ভাস্কর্য
B লেখমালা
C বৈদেশিক বিবরণ
D স্থাপত্য শিল্প
56. বৌদ্ধ ধর্মশাস্ত্র যে ভাষায় লিখিত—
A সংস্কৃত
B পালি
C হিন্দি
D ইংরেজি
57. ‘ দ্বিজ ’ কথাটি নিম্নলিখিত কোন্টি সম্পর্কে বৈদিক যুগে প্রযোজ্য ছিল ?
A ব্রাহ্মণ
B ক্ষত্রিয়
C বৈশ্য
D সবগুলিই ঠিক
58. সিন্ধু সভ্যতার পতনের কারণ ছিল—
A বন্যার প্রকোপ
B ভূমিকম্প
C আবহাওয়ার পরিবর্তন
D সবগুলিই ঠিক
59. কার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন পরিচালিত হয় ?
A মহাত্মা গান্ধি
B সুভাষচন্দ্র বসু
C জওহরলাল নেহরু
D চিত্তরঞ্জন দাশ
60. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড হয়—
A 1918 খ্রিস্টাব্দে
B 1919 খ্রিস্টাব্দে
C 1920 খ্রিস্টাব্দে
D 1925 খ্রিস্টাব্দে
61. ব্রাহ্মসমাজ যার পরিবর্তিত নাম ছিল—
A আত্মোন্নতি সমিতি
B আত্মীয় সভা
C আত্মীয় সমাজ
D ব্রাহ্ণসমাজ
62. সাঁওতালরা কবে বিদ্রোহ ঘোষণা করেছিল ?
A 1850 খ্রিস্টাব্দে
B 1852 খ্রিস্টাব্দে
C 1855 খ্রিস্টাব্দে
D 1859 খ্রিস্টাব্দে
63. অযোধ্যার শেষ নবাব ছিলেন—
A মোহম্মদ আলি শাহ
B নাসিরউদ্দিন
C ওয়াজেদ আলি শাহ
D কাদের বক্স
64. স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A 1919
B 1920
C 1921
D 1923
65. আর্যরা কোন্ সময়ে ভারতে এসেছিলেন ?
A খ্রিস্টপূর্ব 2000 অব্দে
B খ্রিস্টপূর্ব 1500 অব্দে
C খ্রিস্টপূর্ব 1000 অব্দে
D খ্রিস্টপূর্ব 600 অব্দে
66. মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ছিল—
A সাম্রাজ্যের অর্থনেতিক দুর্বলতা
B বহিঃশত্রুর আক্রমণ
C নানাকারণের সমষ্টিগত ফল
D কোনোটিই নয়
67. মোহম্মদ ঘুরীর প্রকৃত নাম ছিল—
A সিহাবউদ্দিন
B মোহম্মদ নাসির
C মুইজউদ্দিন
D কোনোটিই নয়
68. আকবরের প্রধান কৃতিত্ব ছিল—
A বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তার
B ভারতে ধর্মনিরপেক্ষ সাম্রাজ্য গঠন
C মনসবদারি প্রথার প্রবর্তন
D কোনোটিই নয়
69. আকবর দীন - ই - ইলাহি প্রবর্তন করেন—
A 1576 খ্রিস্টাব্দে
B 1580 খ্রিস্টাব্দে
C 1582 খ্রিস্টাব্দে
D 1585 খ্রিস্টাব্দে
70. মনসবদারি প্রথার প্রবর্তক ছিলেন—
A আকবর
B জাহাঙ্গির
C শাহজাহান
D ঔরঙ্গজেব
71. নিম্নলিখিত যে অঞ্চলটি রণজিৎ সিংহ জয় করেননি ?
A কাশ্মীর
B মুলতান
C শতদুর পূর্বদিক
D এগুলোর কোনোটিই নয়
72. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন—
A ওয়ারেন হেস্টিংস
B রবার্ট ক্লাইভ
C লর্ড কর্নওয়ালিশ
D লর্ড ময়রা
73. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল—
A ভারতসভা
B ভূমাধিকারী সভা
C ব্রাহ্মসভা
D ক্ষত্রিয় সভা
74. কেশবচন্দ্র সেন ছিলেন একজন—
A কংগ্রেসের নরমপন্থী নেতা
B সমাজসংস্কারক
C ব্রাহ্মনেতা
D বিপ্লবী
75. কাকে ‘ লোকমান্য ' নামে অভিহিত করা হয় ?
A লালা লাজপত রায়
B বালগঙ্গাধর তিলক
C বিপিনচন্দ্র
D মহাত্মা গান্ধি পাল
76. আর্যরা ভারতে এসেছিল—
A আক্রমণকারী হিসেবে
B পরিযানকারী হিসেবে
C উদ্বাস্তু হিসেবে
D ব্যবসায়ী হিসেবে
77. কনিষ্কের শাসনকাল বৌদ্ধধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগের সূচনা করেছিল কারণ—
A মহাযান বৌদ্ধ পন্থার বিকাশ ঘটেছিল
B বৌদ্ধধর্ম চীন ও মধ্য এশিয়ায় প্রসারিত হয়
C বোধিস্বত্ব ও বৌদ্ধের প্রতিমা গড়া শুরু হয়
D কোনোটিই নয়
78. মৌর্য আমলে গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত হত—
A পাথর
B পোড়ামাটির ইট
C কাঠ
D কোনোটিই নয়
79. যে গুপ্ত সম্রাট ‘ ভারতের রক্ষাকর্তা ' নামে খ্যাত ছিলেন—
A স্কন্দগুপ্ত
B দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C জীবিতগুপ্ত
D সমুদ্রগুপ্ত
80. কুতুবউদ্দিন আইবককে দিল্লির প্রথম সুলতান বলা যায় না , কারণ তিনি—
A সুলতান উপাধি গ্রহণ করেননি
B খলিফার কাছ থেকে স্বীকৃতিলাভ করেননি
C তিনি দিল্লির পরিবর্তে লাহোরেই থাকতেন বেশি
D তিনি ‘ খুতবা ’ পাঠ করেননি , তাঁর নামে মুদ্রা প্রচলন করেননি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন