সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

মেন্টাল হেলথ ডে - এর 2020 খ্রিস্টাব্দের থিম কী ? কোন্ দেশে 15 তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?

General Knowledge Questions with answers 2022

 সম্প্রতি ভারতের প্রথম কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক অনলাইন কোর্সের ক্ষেত্রের ছাত্রছাত্রীদের আর্থিক ছাড়ের সুবিধা প্রদানের জন্য ‘ edx ’ নামক গ্লোবাল নন - প্রফিট এডুকেশন সংস্থার সঙ্গে যৌথ মউচুক্তি স্বাক্ষর করেছে ?

 State Bank of India .

 সম্প্রতি কে , ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের পরিচালন বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি বর্তমানে ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন ?

 দিলীপ রথ ।

 HDFC ERGO General Insurance সংস্থাটি গাড়ির দুর্ঘটনাজনিত বিমার সহায়তা প্রদানের জন্য সম্প্রতি যে স্বয়ংক্রিয় পরিসেবা চালু করেছে তার নাম কী ?

 IDEAS .

 সম্প্রতি কে তাঞ্জানিয়ার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ?

 জন মাগুফুলি ।

 20-28 অক্টোবর , 2020 ভার্চুয়ালের মাধ্যমে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলির মধ্যে বিজনেস ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

 সেন্ট পিটার্সবার্গ ( রাশিয়া ) ।

 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কৃষকদের কৃষিক্ষেত্র থেকে সর্বোচ্চ আয়ের পথ তৈরি করার উদ্দেশ্যে সম্প্রতি কোন্ স্কিম চালু করেছেন ?

 → ঋতু বেদিকা স্কিম ।

 অরুণাচলপ্রদেশ সরকার ইটানগরে অবস্থিত ' National Centre of Excellence'- এ উশু , ভারোত্তোলন ও বক্সিং খেলার পরিকাঠামো উন্নয়নের জন্য কোন সংস্থার সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?

 Sports Authority of India .

 কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড . হর্ষবর্ধন মহিলা বিজ্ঞানীদের গবেষণামূলক কাজকর্মে উৎসাহিত করার জন্য সম্প্রতি কোন্ স্কিম চালু করেছেন ?

 SERB - POWER .

 কন্যাভ্ৰূণ হত্যা বন্ধ করার জন্য ভারত সরকারের বর্তমান প্রকল্পটির নাম কী ?

 ' বেটি বাঁচাও , বেটি পড়াও ' ।

 2020 খ্রিস্টাব্দের সাহিত্যের জন্য জেসিবি পুরস্কার কে অর্জন করেছেন ?

 এস হরিশ ।

 জাহাজ মন্ত্রকের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে ?

 বন্দযরন , জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক ।

 সেসেলসের নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

 ওয়াবেল রামখলাবন ।

 লেদার সেক্টর স্কিল কাউন্সিলের দ্বারা চালু করা মোবাইল অ্যাপটির নাম কী ?

 SCALE India .

 মেন্টাল হেলথ ডে - এর 2020 খ্রিস্টাব্দের থিম কী ?

 Mental Health for All : Investment — Greater Access .

 প্রথম কোন দেশ 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ?

 চিন ।

 ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি কী নতুন নামে কোথায় গড়ে উঠেছে ( পূর্বে এই স্টেডিয়ামটি সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত ছিল ) ?

 গুজরাটের আহমেদাবাদের মোতেরা শহরে । নতুন নামকরণ হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ।

 সম্প্রতি প্রয়াত স্যার থমাস সিন কোর্নারি কোন্ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

 সিনেমা ।

 ' স্বামী আত্মানন্দ গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রকল্প'টি সম্প্রতি কোন্ রাজ্য চালু করেছে ?

 ছত্তিশগড় ।

 কোন্ রাষ্ট্রায়ত্ত ব্যাংক আড্ডা কর্নারের সঙ্গে যুক্ত হয়ে ' Online Home Carnival ' চালু করেছে ?

 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ।

 Organisation of the Petroleum Exporting Countries- এর সদর দফতর কোথায় অবস্থিত ?

 ভিয়েনা , অস্ট্রিয়া ।

 CARAT বাংলাদেশ 2020 সামরিক অভ্যাস কোন্ দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছে ?

 বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ।

 টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

 পি ডি বাঘেলা ।

 বিনোদ কুমার সিংহ সম্প্রতি প্রয়াত হয়েছেন । তিনি কোন্ রাজ্যের অনগ্রসর শ্রেণি দফতরের মন্ত্রী ছিলেন ?

 বিহার ।

 কোন্ কোম্পানি ' Artificial Intelligence , Natural Language Processing and Machine Learning'- এর উপর গবেষণার জন্য বিহার সরকারের সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?

 → ফ্লিপকার্ট ।

 কোন সংস্থা ' MSME Saksham ' এবং Trans - union CIBIL- এর সঙ্গে One Stop Knowledge Portal- এর জন্য মউচুক্তি স্বাক্ষর করেছে ?

 Small Industries Development Bank of India .

 কোন্ অস্ট্রেলিয় ক্রিকেটার ভারতে অস্ট্রেলিয়ার Trade Envoy হিসেবে নিযুক্ত হয়েছেন ?

 ম্যাথু হেডেন ।

 বর্তমানে মহারাষ্ট্রের লোকায়ুক্ত কে ?

 সঞ্জয় ভাটিয়া ।

 মুম্বই পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

 রাজীব জালোটা ।

 National School of Drama- র মুখ্য অধিকর্তা হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

 পরেশ রাওয়াল ।

 পশ্চিমবঙ্গের কোন্ প্রকল্পটি রাস্ট্রসংঘ ( United Nations ) কর্তৃক সেরা শিরোপা অর্জন করেছে ?

 কন্যাশ্রী ।

 2021 - এর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড - এ ত্রিপুরা রাজ্যটি যে থিম প্রদর্শনের জন্য বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ডের দ্বিতীয় পুরস্কারে ভূষিত হয়েছে

 Eco Friendly and Atmanirbhar

 খাদি ও গ্রামীণ শিল্প কমিশনার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

 সুনীল শেঠি ।

 কর্ণাটকের Hubballi রেলস্টেশনের নতুন নামকরণ কী করা হয়েছে ?

 Shree Siddharoodha Swamiji Railway Station .

 2020 - তে সাহিত্যে নোবেল পুরস্কারলাভ কে করেছেন ?

 লুইস গ্লুক ।

 2020 খ্রিস্টাব্দে আই লিগ ফুটবলে কোন দলটি চ্যাম্পিয়ন হওয়ার নজির সৃষ্টি করেছে ?

 মোহনবাগান ।

 FICCI Ladies Organisation কাকে জাতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে ?

 জাহ্নবী ফুকন ।

 কোন্ দেশে 19 তম ‘ কাউন্সিল অব্ হেডস্ অব্ ( 30 নভেম্বর , 2020 ) অনুষ্ঠিত হয়েছে ?

 ভারত ।

 ভারতের বহির্দেশীয় সম্পর্কিত বিষয়কমন্ত্রী ড . এস জয়শংকর কোন কোন দেশে সম্প্রতি ভ্রমণ করেছেন ?

 UAE , বাহরিন ও সিসিলিস ।

 ফকির চাঁদ কোহলি 26 নভেম্বর , 2020 - তে প্রয়াত হয়েছেন । তিনি কোন্ সংস্থার সিইও ছিলেন ?

 TCS .

 2020 - তে কোন্ দেশ FIFA র‍্যাঙ্কিং - এ সর্বোচ্চ স্থানে ছিল ?

 বেলজিয়াম ।

 নভেম্বর 22 , 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন্ রাজ্যে ‘ হর ঘর জল যোজনা ' - র উদ্বোধন করেছেন ?

 উত্তরপ্রদেশ ।

 ফুটবলের বিস্ময় দিয়েগো মারাদোনা 25 নভেম্বর , 2020 প্রয়াত হয়েছেন । তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন ?

 আর্জেন্টিনা ।

 2020 খ্রিস্টাব্দে আয়োজিত হওয়া আফগানিস্তান সম্মেলনে ভারতে কোন ব্যক্তি প্রতিনিধিত্ব করেন ?

 এস জয়শংকর ।

 2020 তে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কে ‘ ইন্টারন্যাশনাল এমি পুরস্কার অর্জন করেছেন ?

 Billy Barratt .

 25 নভেম্বর , 2020 কোন্ কোন্ রাজ্যের উপর দিয়ে ' Cyclone Nivar ' প্রবাহিত হয়েছে ?

 তামিলনাড়ু , পুদুচেরি ।

 ICC কর্তৃক ( দশক সেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

 বিরাট কোহলি ।

 দূরদর্শনে ভারতের কোন্ সিরিয়াল 48 তম আন্তর্জাতিক ‘ বেস্ট ড্রামা সিরিজ ' হিসেবে পুরস্কৃত হয়েছে ?

 দিল্লি ক্রাইম ।

 24 নভেম্বর , 2020 ভারত সরকার কতগুলি মোবাইল অ্যাপসকে নিষিদ্ধ ঘোষণা করেছে ?

 43 টি ।

 ভারত সরকার 23 নভেম্বর , 2020 স্বাস্থ্য , ঔষধ , পর্যটন এবং সংস্কৃতি বিষয়ে কোন দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ?

 মাদাগাস্কার ।

 প্রথম কোন্ কেন্দ্রীয় ব্যাংক ‘ ওয়ান মিলিয়ন ট্যুইটার ফলোয়ার্স ’ - এ পরিণত হয়েছে ?

 রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ।

 কোন্ রাজ্যসরকার ‘ মহা আবাস যোজনা ' নামে নতুন গ্রামীণ গৃহনির্মাণ প্রকল্প চালু করেছে ?

 মহারাষ্ট্র ।

 প্রসিদ্ধ কংগ্রেস নেতা তরুণ গগৈ 23 নভেম্বর , 2020 তে প্রয়াত হয়েছেন । তিনি কোন রাজ্যের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন ?

 অসম ।

 নতুন আই সি সি নিয়মে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ন কত বয়স ধার্য করা হয়েছে ?

 15 বৎসর ।

 কোন্ দেশে 15 তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?

 সৌদি আরবে ।

 ইউনাইটেড কিংডম কর্তৃক বুকার প্রাইজ 2020 কে অর্জন করেছেন ?

 ডগলাস স্টুয়ার্ট ।

 ভারতে সম্প্রতি ( 26 জানুয়ারি 2021 ) কততম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে ?

 72 তম ।

 কোন্ দেশের বিচারালয়ে জে ইউ ডি প্রধান হাফিজ সঈদকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ?

 পাকিস্তান ।

 কোন্ বিমান কোম্পানি থেকে ভারত নবম বোয়িং P - 81 সার্ভেল্যান্স এয়ারক্র্যাফট্ অর্জন করেছে ?

 বোয়িং ।

 কোন্ টীকা কোম্পানি দাবি করেছে যে তাদের কোভিড -19 টীকা 95 % কার্যকরী ?

 ফাইজার ।

 নব নির্বাচিত 17 তম বিহার সরকারের ‘ প্রো - টেম স্পিকার ' হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

 জীতেন রাম মাঝি ।

 নভেম্বর 19 , 2020 বেঙ্গালুরু টেক সামিটের উদবোধন কে করেন ?

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

 দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসনের বিরুদ্ধে কোন্ দুই দেশ 17 নভেম্বর , 2020 তে চুক্তিবদ্ধ হয়েছে ?

 জাপান ও অস্ট্রেলিয়া ।

 FIFA কর্তৃক ‘ অনুর্ধ -17 মহিলা বিশ্বকাপ ফুটবল 2022 ' -এর আয়োজক দেশ

 ভারত ।

 এশিয়া মহাদেশের সর্বপ্রথম কোথায় ‘ সোলার পাওয়ার্ড টেক্সটাইল মিল ’ চালু হতে চলেছে ?

 মহারাষ্ট্রে ।

 দীর্ঘ 16 বছর পর 2021 - এ ইংল্যান্ড কোন্ দেশে ক্রিকেট সফরে গেছে ?

 পাকিস্তানে ।

 2020 মায়ানমার নির্বাচনে ' Aungsan Suu Kyi's National League for Democracy Party ' কতগুলি আসন দখল করেছে ?

 396 টি ।

 এয়ার ইন্ডিয়া'র চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

 অশ্বিনী লোহানি ।

 কোন প্রাণীর সংরক্ষণের জন্য সম্প্রতি ভারত ‘ ফাইভ ইয়ার অ্যাকশন প্ল্যান ' গ্রহণ করেছে ?

 শকুন ।

 দেশের কোন মুখ্যমন্ত্রী কোভিড -19 এলাকা হিসেবে বাজার এলাকাকে বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের নিকট প্রস্তাব পাঠিয়েছেন ?

 অরবিন্দ কেজরিওয়াল ( দিল্লি ) ।

 2021 খ্রিস্টাব্দে চ্যাম্পিয়ন ট্রফি ( ক্রিকেট ) ও 2023 খ্রিস্টাব্দে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশটির নাম কী ?

 ভারত ।

 ভারতের কোন সরকার কোভিড -19 রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার জন্য ‘ জীবন সেবা অ্যাপস চালু করেছে ?

 দিল্লি ।

 2020 মায়ানমার নির্বাচনে কোন দল জয়লাভ করেছে ?

 ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি ।

 COVID - 19 এশিয়ান রেসপন্স ফান্ডে ভারত কত অর্থ বরাদ্দ করেছে ?

 US $ 1 মিলিয়ন বা 1 মিলিয়ন ডলার ।

 উত্তর - পূর্ব এবং হিমালয়ান রাজ্যগুলিতে ফল ও সবজি পরিবহণের জন্য কেন্দ্র কত অংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে ?

 50 % .

 ভারতের কোন রাজ্য ‘ স্বর্ণ কোড ’ চালু করেছে ?

 ঝাড়খণ্ড ।

 মুম্বই ইন্ডিয়ানস দল কতবার আইপিএল ট্রফি জয়লাভ করেছে ?

 পাঁচবার ।

 কোন্ আন্তর্জাতিক সংস্থা ‘ ফুড কোয়ালিশন ' চালু করেছে ?

 FAO .

 কোন্ দেশ IIT গুয়াহাটির সঙ্গে যৌথভাবে ' জল কেন্দ্র ’ - এর উদ্‌বোধন করেছে ?

 অস্ট্রেলিয়া ।

 সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে-

 RJD ( রাষ্ট্রীয় জনতা দল ) ।

 বিহার বিধানসভা নির্বাচন , 2020 তে এনডিএ জোট দল কত সংখ্যক আসন দখল করেছে ?

 125 টি ।

 11 নভেম্বর , 2020 তে কোন দেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন ?

 → বাহরিন ।

 2020 আইপিএল ফাইনালে কোন দুটি দল অংশগ্রহণ করেছে ?

 মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিট্যালস ।

 কোন্ টেনিস খেলোয়াড় পিট সাম্প্রাসের সমতুল্য বিশ্বরেকর্ড গড়েছেন ?

 নোভাক জোকোভিচ ।

 ISRO কখন ‘ EOS - 01 উপগ্রহ ' উৎক্ষেপণ করেছে ?

 7 নভেম্বর , 2020 .

 কোন রাজ্য ব্যক্তিগত মালিকানাধীন সংস্থায় চাকুরির ক্ষেত্রে স্থানীয় মানুষের জন্য 75 % সংরক্ষণ চালু করেছে ?

 হরিয়ানা ।

 বিশ্বের কোন্ স্পোর্টিং ফেডারেশন পেজ থেকে সম্প্রতি ফেসবুক বাদ দেওয়া হয়েছে ?

 ISSE .

 রাজস্থানের পর কোন রাজ্য সম্প্রতি বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে ?

 দিল্লি ।

 কোন্ টেনিস খেলোয়াড় ( চতুর্থ জন ) যিনি 1000 টি ওপেনে অংশগ্রহণ করেছেন ?

 রাফায়েল নাদাল ।

 কোন্ রাজ্য ই - ভেহিকলস্ - এ 100 % কর ঘোষণা করেছে ?

 তামিলনাড়ু ।

 ভারত কোন দেশের সঙ্গে স্বাস্থ্য ও ঔষধ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চুক্তি করেছে ?

 ইজরায়েল ।

 ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা টেলিকমিউনিকেশন এবং ICT ক্ষেত্রে সহযোগিতার জন কোন দেশের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?

 যুক্তরাজ্য ।

 ভারত কোন দেশের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ গবেষণা বিষয়ে উন্নতির জন্য চুক্তি স্বাক্ষর করেছে ?

 স্পেন ।

 কোন রাজ্য সরকার 5 নভেম্বর , 2020 তে সিনেমা হল ও মালটিপ্লেক্স চালু করার অনুমতি দিয়েছে ?

 মহারাষ্ট্র ।

 কোন্ রাজ্য সরকার স্পঞ্জ আয়রন ও ইস্পাত শিল্পে বিনিয়োগের জন্য নতুন শিল্প পরিকল্পনা গ্রহণ করেছে ?

 ছত্তিশগড় ।

 কোন্ রাজ্যে সম্প্রতি ( 28 টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ?

 মধ্যপ্রদেশ ।

 কোন রাজ্যসরকার ‘ আশা ’ কর্মীদের জন্য 7 কোটি টাকা বরাদ্দ ঘোষনা করেছে ?

 মহারাষ্ট্র ।

 2 নভেম্বর , 2020 - তে গানম্যান নামক এক ব্যক্তি 6 টি ভিন্ন স্থানে আগুন লাগিয়েছিলেন । তিনি কোন্ দেশের ব্যক্তি ?

 ভিয়েনা ।

 কোভিড -19 মহামারি প্রতিরোধে সম্প্রতি আবিষ্কৃত ‘ কোভিশিল্ড প্রতিষেধক ’ প্রস্তুতকারক সংস্থাগুলির নাম কী ?

 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ - সুইডিশ ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘ অ্যাস্ট্রাজেনেকা ' এবং ভারতে পুণের ‘ সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ' ।

 ‘ ভারত বায়োটেক ’ সংস্থার তৈরি ভারতের প্রথম দেশীয় কোভিড - 19 - এর প্রতিষেধক ও রিসার্চের নাম কী ?

 প্রতিষেধকের নাম — ‘ কোভ্যাক্সিন ' । রিসার্চের নাম— BBV - 152 |

 ভারত সম্প্রতি কোন সবজি বীজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ?

 পেঁয়াজ ।

 কোন্ দেশ 2050 খ্রিস্টাব্দের মধ্যে ‘ জিরো কার্বন এমিশন ' অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে ?

 জাপান ।

 কোন্ রাজ্য সরকার ' স্মার্ট ব্ল্যাক বোর্ড স্কিম ' প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ?

 তামিলনাড়ু ।

 ভারত সরকার ভোট প্রচারে কত শতাংশ ব্যয় বাড়িয়েছে ?

 10 % .

 2020 খ্রিস্টাব্দে মহিলাদের সিঙ্গলসে ডেনমার্ক ওপেন -এ কে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ?

 নাজোমি ওকুহারা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...