1. 2020 খ্রিস্টাব্দের রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস - এ কে জয়লাভ করেছেন ?
→ আলেকজান্ডার জাভরেভ ।
2. সোফিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলস - এ কারা চ্যাম্পিয়ন হয়েছেন ?
→ জিমি মুরে ও নেল স্কাপস্কি ( ব্রিটেন ) ।
3. আপার অস্ট্রিয়া লেডিজ লিনজ টেনিস টুর্নামেন্ট 2020 - এর মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন কারা হয়েছেন ?
→ অ্যারানস্কা রাস ( নেদারল্যান্ড ) এবং তামারা জিন্দানেস্ক ( স্লোভানিয়া ) ।
4. সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা ( 2020 ) ' ড্রিম ইলেভেন গেমচেঞ্জার অফ দ্য সিজন ' হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
→ কে এল রাহুল ।
5. ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম প্লাস্টিকের বর্জ্য থেকে রাস্তা তৈরি করে নজির সৃষ্টি করেছে ( 680 কিমি রাস্তা নির্মাণ ) ?
→ ত্রিপুরা ।
6. আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস ক্লাব - এর স্পনসরের নাম কী ?
→ জে এস ডব্লিউ ও APL Apollo Steel Tube and Ebix Cash .
7. ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব্ বোস্টনের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরষ্কৃত হয়েছেন যিনি ' Josef : Born in Grace ' ! চলচ্চিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন ?
→ ভিক্টর ব্যানার্জি ।
8. সম্প্রতি ভারতের সাবরুম ( ত্রিপুরা ) এবং বাংলাদেশের রামগড় ( চিটাগাঙ্গ ) -এর মধ্যে সংযোগরক্ষাকারী মৈত্রী নামক সেতু - টি কোন্ নদীর উপর নির্মিত হয়েছে , যেটির মোট দৈর্ঘ্য 1.8 কিমি ?
→ ফেনি ।
9. সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন - এ মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ?
→ ওমপ্রকাশ পুরি ।
10. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের ডিজিটাল পরিসেবা প্রদানের জন্য কোন্ সংস্থার সঙ্গে সম্প্রতি যৌথভাবে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?
→ IBM .
11. ভারতের কোন রাজ্যসরকার সম্প্রতি ‘ ভ্রমণ সারথি ’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা চালু করেছে ( 25 টি গোলাপি রং - এর বাস পরিসেবা - র মাধ্যমে ) ?
→ অসম রাজ্যের ‘ অসম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ' নামক সরকারি সংস্থা ।
12. সম্প্রতি কোন্ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ Tracking of Monitoring Staff Accountability Cases Portal & 2020 Vigilance Manual ' চালু করেছে ?
→ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ।
13. অক্টোবর , 2020 প্রয়াত তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কী , যিনি সে দেশের বিদেশমন্ত্রী হিসেবেও দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন ?
→ মিসুৎ ইলমাজ ।
14. অক্টোবর , 2020 ভার্চুয়ালি ‘ ইউকে - ইন্ডিয়া ইকনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়লগ ’ - এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন ?
→ নির্মলা সীতারামন ।
15. সম্প্রতি প্রকাশিত ' Bye Bye Corona ' গ্রন্থটির রচয়িতার নাম কী , যেটি উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ?
→ ডক্টর প্রদীপ কুমার শ্রীবাস্তব ।
16. পাঞ্জাব সরকার ক্ষুদ্র মাঝারি ও ছোটো শিল্পোদ্যোগকে সাহায্যের জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথভাবে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?
→ Global Alliance for Mass Enterpreneurship .
17. অক্টোবর , 2020 রাষ্ট্রসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় ডাকবিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ?
→ 75 তম প্রতিষ্ঠা দিবস ।
18. ভারতের মধ্যে প্রথম কোন্ রাজ্য সরকার 16 টি কৃষিজ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছে ?
→ কেরল ।
19. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি ভারতীয় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পালন করা হয় ?
→ Infantry Day .
20. ভারতের কোন রাজ্যের বিধানসভায় 2021 - এ এই প্রথমবার জাতীয় সংগীত বেজেছে ( এই রাজ্যে 1964 - র 11 ফেব্রুয়ারি বিধানসভা গঠিত হওয়ার পরে কোনোদিন জাতীয় সংগীত বাজেনি ) ?
→ নাগাল্যান্ড
21. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম- ' Your Window to the World ? "
→ World Day for Audio visual Heritage .
22. সম্প্রতি কোথায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় 2 + 2 ডায়লগ অনুষ্ঠিত হয়েছে ( যেখানে ভারতের হয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রতিনিধিত্ব করেছেন ) ?
→ নতুন দিল্লি ।
23. সম্প্রতি প্রকাশিত ' Night of the Restless Spirits : Stories from 1984 ' গ্রন্থটির রচয়িতার নাম কী ?
→ সরবপ্রীত সিং ।
24. জাপানের কোন্ বিখ্যাত ক্রীড়াবিদ 2021 - এ আয়োজিত টোকিয়া অলিম্পিক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ?
→ সেইকো হাসিমাতো ।
25. অক্টোবর , 2020 প্রয়াত গুজরাটের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদের নাম কী , যিনি ‘ গুজরাটি সিনেমার অমিতাভ বচ্চন ' হিসেবে পরিচিত ?
→ নরেশ কানোড়িয়া ।
26. সম্প্রতি ভারতের কোন এক্সপিডিশনটি 2020 খ্রিস্টাব্দের ‘ ইউ এন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডস ’ - এ ভূষিত হয়েছে ?
→ Global Himalayan Expedition .
27. সম্প্রতি কোন্ ভারতীয় ক্রিকেটার Dr. Trust নামক হেলথ কেয়ার ফার্মের বিপনন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?
→ রোহিত শর্মা ।
28. CBL Bank Ltd. প্রত্যন্ত অঞ্চলে ‘ গোল্ড লোন অ্যাসেস ' পরিসেবা প্রদান করার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ?
→ IIFL Finance Ltd.
29. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?
→ ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে ।
30. 3-6 নভেম্বর , 2020 বঙ্গোপসাগরে এবং 17-20 নভেম্বর আরব সাগরে ভারত , মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত মালাবার নাভাল এক্সারসাইজে কোন্ দেশ এই বছর প্রথম যোগদান করেছে ?
→ অস্ট্রেলিয়া ।
31. ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় সম্প্রতি কোন্ রাজ্যে চালু হয়েছে ( যার নাম ইউনিভার্সিটি অব্ ডিজিটাল সায়েন্সেস , ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ) ?
→ কেরল ।
32. SVC - Cooperative Bank কোন সংস্থার যৌথ সহায়তায় গ্রাহকদের জন্য Reward প্রোগ্রাম চালু করেছে ?
→ NPCI .
33. ভারতীয় বংশোদ্ভূত কোন্ রাজনীতিবিদ সেসেলসের রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ড্যানি ফিউরে - র স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ ওয়াভেল রামকালাভান ।
34. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড পোলিও ডে’র এ বছরের থিম কী ?
→ A win against Polio is win for global health .
35. সম্প্রতি কে ‘ Emmett Leahy Award for 20202 তে ভূষিত হয়েছেন যিনি C - DAC- এর সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ?
→ ডক্টর দীনেশ কাত্রে ।
36. সম্প্রতি অ্যালেক্সিস ডাস্টাইন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে পুরুষদের 52 কেজি বিভাগে কোন্ ভারতীয় বক্সার সোনার মেডেল জয় করেছেন ?
→ অমিত পাঙ্গাল ।
37. সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত 2020 খ্রিস্টাব্দের রোমাগনা গ্রাঁপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় ব্রিটেনের কোন্ মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন ?
→ লুইস হ্যামিলটন ।
38. ভারতের অন্যতম বেসরকারি রাষ্ট্রায়ত্ত অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি কোন্ সংস্থার 2 % শেয়ার অধিগ্রহণ করায় তাদের মোট 19.002 % শেয়ার হয়েছে ?
→ Max Life Insurence
39. অক্টোবর , 2020 প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদের নাম কী , যিনি তামিলনাড়ুর কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ?
→ আর দোরাইক্কান্নু ।
40. কে ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিইও হিসেবে পূর্ববর্তী পদাধিকারী এন কে মহাপাত্র'র স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ পি ভি জি মেনন ।
41. অক্টোবর , 2020 প্রয়াত স্কটল্যান্ডের অস্কার পুরস্কার বিজয়ী অভিনেতার নাম কী ( তিনি ‘ Untouchables ' চলচ্চিত্রে অভিনয় করার জন্য অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন ) ?
→ স্যার থমাস সিয়ান কোনেরি ।
42. সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভারতের ' National Skill Development Corporation ' কোন্ সংস্থার সহযোগিতায় বিগত 10 মাসে প্রায় এক লক্ষ অসংরক্ষিত মহিলাদের ক্ষমতায়ন করার জন্য প্রশিক্ষণ দিয়েছে ?
→ Microsoft India Private Limited .
43. সম্প্রতি প্রকাশিত ' Pandemonium : The Great Indian Banking Tragedy ' গ্রন্থটির রচয়িতা কে ?
→ তমাল বন্দ্যোপাধ্যায় ।
44. নাবার্ড গোয়ার রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে কত টাকা বরাদ্দ করেছে ?
→ 8504.30 লাখ টাকা ।
45. সম্প্রতি প্রকাশিত ‘ Till We Win ' নামক গ্রন্থটির রচয়িতার নাম কী যিনি দিল্লি এইমসের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ?
→ রণদীপ গুলেরিয়া ।
46. ভারতীয় রেল মহিলা যাত্রীদের ট্রেনে যাত্রাকালীন সময়ে নিরাপত্তা প্রদান করার জন্য কোন কর্মসূচি গ্রহণ করেছে ?
→ Meri Saheli Initiative .
47. 1 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যেটি 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত " The Vegan Society'- এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উদযাপিত হয় ?
→ World Vegan Day .
48. সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর ইন স্মল স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে ?
→ গোয়া ।
49. সম্প্রতি কোন রাজ্য সরকার “ মুখ্যমন্ত্রী শহরী স্লাম স্বাস্থ্য যোজনা ” চালু করেছে ?
→ ছত্তিশগড় ।
50. সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর স্টেট ইন লার্জ স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে ?
→ কেরল ।
51. সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়া ' গ্লোবাল ইনভেস্টর রাউন্ড টেবিল কনফারেন্স 20202 - তে কে চেয়ারম্যানের পদ অলংকৃত করেছেন ?
→ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
52. 3-5 নভেম্বর , 2020 টেরেসা দ্বীপপুঞ্জে ভারতীয় সেনা , নৌ ও বিমানবাহিনীর মধ্যে যে ট্রাই সার্ভিস কমব্যাট এক্সারসাইজ ’ অনুষ্ঠিত হয়েছে তার নাম কী ?
→ Bull Strike ( বুল স্ট্রাইক ) ।
53. এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া বিমানবন্দরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে , যেটি NTPC Ltd. এর সম্পূর্ণ সহযোগী সংস্থা ?
→ NTPC Vidyut Vyper Nigam Ltd.
54. 5-6 নভেম্বর , 2020 ওড়িশা উপকূলে পশ্চিমবঙ্গ ও ওডিশার মধ্যে কোন্ সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারতের নৌবাহিনী , ভারতের ভায় উপকূলরক্ষী বাহিনী , ওডিশা পুলিশ , স্থানীয় মৎস্যজীবী , বনদফতর , সামুদ্রিক বন্দর বিভাগ সহ মোট 10 টি বিভাগ অংশগ্রহণ করেছে ?
→ Sagar Kavach ( সাগর কবচ ) ।
55. বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারক সংস্থা Beximco Pharmaceuticals Limited সম্প্রতি 3 কোটি ডোজের ‘ AZD 1222 - COVID - 19 Vaccine নেওয়ার জন্য কোন্ সংস্থার সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?
→ সিরাম ইন্সটিটিউট অব্ ইন্ডিয়া ।
56. ভারতে কত বছর পরে ( 29 জুলাই , 2020 ) নতুন শিক্ষানীতির প্রবর্তন হয়েছে ?
→ 34 বছর ।
57. 5 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এবছরে থিম— ' Strengthening disaster risk governmance ' ?
→ World Tsunami Awarness Day .
58. সম্প্রতি প্রয়াত জাপানের নোবেল পুরস্কার বিজয়ী জি পদার্থবিদের নাম কী ( তিনি 2002 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ) ?
→ মাসাতোশি কোসিবা ।
59. সম্প্রতি বাংলাদেশের 17 বছর বয়সি কোন্ পড়ুয়া ' Cyber Teens ' নামক মোবাইল অ্যাপস চালু করার জন্য 2020 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ?
→ সাদাত রহমান ।
60. 19 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এবছরের থিম ছিল- " The Importance of Philosophy in times of Crisis ' ?
→ ওয়ার্ল্ড ফিলোজফি ডে ।
61. সম্প্রতি ভারতের প্রথম কোন্ শহরটি লিঙ্গ ভেদানুযায়ী নগর পরিকল্পনা গ্রহণ করেছে যার নাম দেওয়া হয়েছে ' Gender , Special Groups and Social Equalities ' ?
→ মুম্বই ।
62. উপকূল পুলিশবাহিনী সমুদ্রের মৎস্যজীবীদের জন্য সম্প্রতি উদ্বুপিতে যে মোবাইল অ্যাপস চালু - সিটি করেছে তার নাম কী ?
→ Kadalu App .
63. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নিউমোনিয়ায় মৃত্যু কমানোর সচেতনতা বৃদ্ধির জীীকা উদ্দেশ্যে সম্প্রতি কোন্ প্রচারাভিযান কর্মসূচি চালু করেছে ?
→ Social Action and Awareness to Neutralise Pneumonia Successfully Campaign .
64. বলিউড অভিনেতা সোনু সুদ তার সহকারী লেখক মীনা আয়ারকে সঙ্গে নিয়ে যে আত্মজীবনী রচনা করেছেন তার নাম কী ?
→ I Am No Messiah .
65. ভারতের কোন্ এন জি ও সংস্থা 2020 খ্রিস্টাব্দের ইউ এন্ পপুলেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ?
→ Help Age India .
66. সম্প্রতি চিনের কোন্ টেনিস তারকা 2020 খ্রিস্টাব্দের ‘ ITTF Women's World Cup ' খেতাব জয়লাভ করেছেন যিনি চিনের সাং ইঙ - সা - কে পরাজিত করেছেন ?
→ চেং মেং ।
67. ভারতের কোন রাজ্যের নবনির্মিত বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে Films ( এই রাজ্যের আরও দুটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হল — চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর ও লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর ) ?
→ উত্তরপ্রদেশ ।
68. সম্প্রতি কে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব্ ইন্ডিয়া গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড 2020 - তে ভূষিত হয়েছেন ?
→ ডক্টর কে এস শুভ্ৰমনিয়ান ।
69. সম্প্রতি প্রকাশিত ' Insomnia Army Stores গ্রন্থটির রচয়িতা কে ?
→ রচনা বিস্ত রাওয়াত ।
70. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিপিং মিনিস্ট্রির নাম পরিবর্তন করে নতুন কী নাম রাখার অনুমোদন প্রদান করেছেন ?
→ Ministry of Ports , Shipping and Water Ways .
71. সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা রাজনীতিবিদ নিউজিল্যান্ডের প্রথম ‘ কমিউনিটি অ্যান্ড ভলেন্টারি সেক্টর ’ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ?
→ প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ ।
72. সম্প্রতি প্রকাশিত ‘ Jugalbandi : The BJP BEFORE MOD ' গ্রন্থটির রচয়িতার নাম কী ?
→ বিনয় সীতাপতি ।
73. সম্প্রতি কে , ' নমামি গঙ্গে ' - এর বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?
→ চাচা চৌধুরি ।
74. ‘ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ’ সম্প্রতি রিলায়্যান্স রিটেলের কত শতাংশ শেয়ার 95.50 টাকার বিনিময়ে অধিগ্রহণ করেছে ?
→ 2.04 % ।
75. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ট্রাইয়ের টেলিভিশন সংক্রান্ত আইনকানুন বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বে এক রিভিউ কমিটি গঠিত হয়েছে ?
→ এস এস ভেম্পাতি ।
76. সম্প্রতি কে , হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পূর্ববর্তী পদাধিকারী মহম্মদ মুস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ জ্ঞানেন্দ্র নিঙ্গোমবাম ।
77. 3 নভেম্বর , 2020 প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন সাঁতারু কোচের নাম কী , যিনি 1964-72 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করেছেন ?
→ জন ট্যালবট ।
78. সম্প্রতি কে , জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন ?
→ এম এম কুট্টি ।
79. অন্ধ্রপ্রদেশ সরকার ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধির জনসচেতনতা বৃদ্ধির জন্য সারা রাজ্যজুড়ে মোট কতগুলি Electric Vehicle Charging Stations গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে ?
→ 400 টি ।
80. সম্প্রতি কে সান মারিনো প্রজাতন্ত্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি পূর্বে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে ইতালিতে কর্মরত ছিলেন ?
→ ডক্টর নীনা মালহোত্রা ।
81. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দূষণের বিষয়ে অভিযোগ জানানো এবং তার প্রতিকার সংক্রান্ত বিষয়ে নাগরিকদের সাহায্য করার জন্য সম্প্রতি কোন্ মোবাইল অ্যাপস চালু করেছেন ?
→ গ্রিন দিল্লি অ্যাপস ।
82. আয়ুষ মন্ত্রক স্ট্র্যাটেজিক পলিসি ইউনিট গড়ে তোলার জন্য কোন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে ?
→ ইনভেস্ট ইন্ডিয়া ।
83. অদূর ভবিষ্যতে প্রতিরক্ষা , মহাকাশ গবেষণা , স্বাস্থ্য , কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদনশীতার মানোন্নয়ন বৃদ্ধির উদ্দেশ্যে বেঙ্গালুরুর ‘ Dynamatic Technologies Ltd ? কোন্ সংস্থার সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?
→ CSIR - CSIO .
84. 31 অক্টোবর কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশজুড়ে রাষ্ট্রীয় ‘ একতা দিবস ’ পালিত হয়েছে ?
→ সর্দার বল্লভভাই প্যাটেল ।
85. 31 অক্টোবর , 2020 সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে কোথায় ভারতের প্রথম ই - সংস্থান কেন্দ্র ‘ ন্যায় কৌশল ' এবং ভার্চুয়াল কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ?
→ নাগপুর ।
86. সঞ্জয় ও আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 31 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?
→ World Thrift Day .
87. কেন্দ্রীয় সরকার মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে কত টাকা প্রদান করেছে ?
→ 670 কোটি টাকা ।
88. 2021 - এর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড - এ ভারতের কোন রাজ্যের ট্যাবলো রামায়ণের দৃশ্য উপস্থাপিত করে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে ?
→ উত্তরপ্রদেশ ।
89. বিশ্বের কোন দেশটি সম্প্রতি রুপান্তরকামী ব্যক্তিদের ওই দেশের মিলিটারি সেবায় নিয়োগের অনুমতি প্রদান করেছে ?
→ মার্কিন যুক্তরাষ্ট্র ।
90. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের ' শ্রেষ্ঠ পরিচালক ’ বিভাগে কোন পরিচালক ' So Long , My Son ' চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন ?
→ ওয়াং হিয়াওশুয়াই ।
91. ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব্ ইন্ডিয়া রূপে কার্ড ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ - সুবিধা প্রদানের বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে সম্প্রতি কোন্ ফ্লাগশিপ প্রচারাভিযান চালু করেছে ?
→ Rupay Festive Curnival .
92. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরস্কৃত হয়েছেন ?
→ লি - বুং - হুন ।
93. ভারতের কোন্ রাজ্যের কোন্ শহরে সর্বপ্রথম বজ্র গবেষণাকেন্দ্র স্থাপিত হয়েছে ( এই গবেষণাকেন্দ্রে ইসরো কর্তৃপক্ষ , পৃথিবী বিজ্ঞান মন্ত্রক ও ইন্ডিয়া মেটেরোলজিক্যাল দফতরের ব্যক্তিরা থাকছেন ) ?
→ ওডিশার বালেশ্বরে ।
94. মেঘালয়ের পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আধুনিকীকরণের জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক কত টাকা ঋণ হিসেবে প্রদান করেছে ?
→ 132.8 মিলিয়ন মার্কিন ডলার ।
95. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের ' শ্রেষ্ঠ চলচ্চিত্র ' বিভাগে কোন্ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে যার পরিচালক হলেন বং জুন হো ?
→ প্যারাসাইট ।
96. সম্প্রতি ‘ এশিয়ামানির ' বিচারে 2020 খ্রিস্টাব্দের ‘ মোস্ট আউটস্ট্যান্ডিং কোম্পানি ফিনান্সিয়াল সেক্টরে ’ কোন সংস্থাটি পুরস্কৃত হয়েছে ?
→ HDFC Bank .
97. AU Small Finance Bank Ltd. সম্প্রতি স্বাস্থ্য সংক্রান্ত বিমা পরিসেবা প্রদান করার জন্য এবং কর্পোরেট এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোন্ সংস্থার সঙ্গে যৌথ মউ চুক্তি স্বাক্ষর করেছে ?
→ Care Health Insurance Company .
98. এগন লাইফ ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি কোন্ নতুন বিমাভাবে পরিসেবা চালু করেছে যা ফ্লিপকার্টে উপলব্ধ হবে ?
→ Life + 36 Critical Illness Insurance .
99. সম্প্রতি কে HDFC ব্যাংকের সি এম ডি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী আদিত্য পুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ?
→ শশীধর জগদীশন ।
100. ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ভারতে করোনার সংক্রমণ কমানোর উদ্দেশ্যে সম্প্রতি কত পরিমাণ অর্থ সাহায্য করেছে ?
→ 3 মিলিয়ন মার্কিন ডলার ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন