সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

জি.কে বাংলা GK Bengali 2023, General Awareness 2023 Bengali

1. 2020 খ্রিস্টাব্দের রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস - এ কে জয়লাভ করেছেন ?

→ আলেকজান্ডার জাভরেভ ।

2. সোফিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলস - এ কারা চ্যাম্পিয়ন হয়েছেন ?

→ জিমি মুরে ও নেল স্কাপস্কি ( ব্রিটেন ) ।

3. আপার অস্ট্রিয়া লেডিজ লিনজ টেনিস টুর্নামেন্ট 2020 - এর মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন কারা হয়েছেন ?

→ অ্যারানস্কা রাস ( নেদারল্যান্ড ) এবং তামারা জিন্দানেস্ক ( স্লোভানিয়া ) ।

4. সদ্য সমাপ্ত আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা ( 2020 ) ' ড্রিম ইলেভেন গেমচেঞ্জার অফ দ্য সিজন ' হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

→ কে এল রাহুল ।

5. ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম প্লাস্টিকের বর্জ্য থেকে রাস্তা তৈরি করে নজির সৃষ্টি করেছে ( 680 কিমি রাস্তা নির্মাণ ) ?

→ ত্রিপুরা ।

6. আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস ক্লাব - এর স্পনসরের নাম কী ?

→ জে এস ডব্লিউ ও APL Apollo Steel Tube and Ebix Cash .

7. ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব্ বোস্টনের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরষ্কৃত হয়েছেন যিনি ' Josef : Born in Grace ' ! চলচ্চিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন ?

→ ভিক্টর ব্যানার্জি ।

8. সম্প্রতি ভারতের সাবরুম ( ত্রিপুরা ) এবং বাংলাদেশের রামগড় ( চিটাগাঙ্গ ) -এর মধ্যে সংযোগরক্ষাকারী মৈত্রী নামক সেতু - টি কোন্ নদীর উপর নির্মিত হয়েছে , যেটির মোট দৈর্ঘ্য 1.8 কিমি ?

→ ফেনি ।

9. সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন - এ মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ?

→ ওমপ্রকাশ পুরি ।

10. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের ডিজিটাল পরিসেবা প্রদানের জন্য কোন্ সংস্থার সঙ্গে সম্প্রতি যৌথভাবে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?

→ IBM .

11. ভারতের কোন রাজ্যসরকার সম্প্রতি ‘ ভ্রমণ সারথি ’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা চালু করেছে ( 25 টি গোলাপি রং - এর বাস পরিসেবা - র মাধ্যমে ) ?

→ অসম রাজ্যের ‘ অসম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ' নামক সরকারি সংস্থা ।

12. সম্প্রতি কোন্ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ Tracking of Monitoring Staff Accountability Cases Portal & 2020 Vigilance Manual ' চালু করেছে ?

→ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ।

 13. অক্টোবর , 2020 প্রয়াত তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কী , যিনি সে দেশের বিদেশমন্ত্রী হিসেবেও দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন ?

→ মিসুৎ ইলমাজ ।

14. অক্টোবর , 2020 ভার্চুয়ালি ‘ ইউকে - ইন্ডিয়া ইকনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়লগ ’ - এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন ?

→ নির্মলা সীতারামন ।

15. সম্প্রতি প্রকাশিত ' Bye Bye Corona ' গ্রন্থটির রচয়িতার নাম কী , যেটি উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ?

→ ডক্টর প্রদীপ কুমার শ্রীবাস্তব ।

16. পাঞ্জাব সরকার ক্ষুদ্র মাঝারি ও ছোটো শিল্পোদ্যোগকে সাহায্যের জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথভাবে মউ চুক্তি স্বাক্ষর করেছে ?

→ Global Alliance for Mass Enterpreneurship .

17. অক্টোবর , 2020 রাষ্ট্রসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় ডাকবিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ?

→ 75 তম প্রতিষ্ঠা দিবস ।

18. ভারতের মধ্যে প্রথম কোন্ রাজ্য সরকার 16 টি কৃষিজ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছে ?

→ কেরল ।

19. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যেটি ভারতীয় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পালন করা হয় ?

→ Infantry Day .

20. ভারতের কোন রাজ্যের বিধানসভায় 2021 - এ এই প্রথমবার জাতীয় সংগীত বেজেছে ( এই রাজ্যে 1964 - র 11 ফেব্রুয়ারি বিধানসভা গঠিত হওয়ার পরে কোনোদিন জাতীয় সংগীত বাজেনি ) ?

→ নাগাল্যান্ড

21. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এ বছরের থিম- ' Your Window to the World ? "

→ World Day for Audio visual Heritage .

22. সম্প্রতি কোথায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় 2 + 2 ডায়লগ অনুষ্ঠিত হয়েছে ( যেখানে ভারতের হয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রতিনিধিত্ব করেছেন ) ?

→ নতুন দিল্লি ।

23. সম্প্রতি প্রকাশিত ' Night of the Restless Spirits : Stories from 1984 ' গ্রন্থটির রচয়িতার নাম কী ?

→ সরবপ্রীত সিং ।

24. জাপানের কোন্ বিখ্যাত ক্রীড়াবিদ 2021 - এ আয়োজিত টোকিয়া অলিম্পিক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ?

→ সেইকো হাসিমাতো ।

25. অক্টোবর , 2020 প্রয়াত গুজরাটের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদের নাম কী , যিনি ‘ গুজরাটি সিনেমার অমিতাভ বচ্চন ' হিসেবে পরিচিত ?

→ নরেশ কানোড়িয়া ।

26. সম্প্রতি ভারতের কোন এক্সপিডিশনটি 2020 খ্রিস্টাব্দের ‘ ইউ এন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডস ’ - এ ভূষিত হয়েছে ?

→ Global Himalayan Expedition .

27. সম্প্রতি কোন্ ভারতীয় ক্রিকেটার Dr. Trust নামক হেলথ কেয়ার ফার্মের বিপনন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?

→ রোহিত শর্মা ।

28. CBL Bank Ltd. প্রত্যন্ত অঞ্চলে ‘ গোল্ড লোন অ্যাসেস ' পরিসেবা প্রদান করার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ?

→ IIFL Finance Ltd.

29. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?

→ ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে ।

30. 3-6 নভেম্বর , 2020 বঙ্গোপসাগরে এবং 17-20 নভেম্বর আরব সাগরে ভারত , মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত মালাবার নাভাল এক্সারসাইজে কোন্ দেশ এই বছর প্রথম যোগদান করেছে ?

→ অস্ট্রেলিয়া ।

31. ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় সম্প্রতি কোন্ রাজ্যে চালু হয়েছে ( যার নাম ইউনিভার্সিটি অব্ ডিজিটাল সায়েন্সেস , ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ) ?

→ কেরল ।

32. SVC - Cooperative Bank কোন সংস্থার যৌথ সহায়তায় গ্রাহকদের জন্য Reward প্রোগ্রাম চালু করেছে ?

→ NPCI .

33. ভারতীয় বংশোদ্ভূত কোন্ রাজনীতিবিদ সেসেলসের রাষ্ট্রপতি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী ড্যানি ফিউরে - র স্থলাভিষিক্ত হয়েছেন ?

→ ওয়াভেল রামকালাভান ।

34. অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড পোলিও ডে’র এ বছরের থিম কী ?

→ A win against Polio is win for global health .

35. সম্প্রতি কে ‘ Emmett Leahy Award for 20202 তে ভূষিত হয়েছেন যিনি C - DAC- এর সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ?

→ ডক্টর দীনেশ কাত্রে ।

36. সম্প্রতি অ্যালেক্সিস ডাস্টাইন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে পুরুষদের 52 কেজি বিভাগে কোন্ ভারতীয় বক্সার সোনার মেডেল জয় করেছেন ?

→ অমিত পাঙ্গাল ।

37. সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত 2020 খ্রিস্টাব্দের রোমাগনা গ্রাঁপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় ব্রিটেনের কোন্ মার্সিডিজ ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছেন ?

→ লুইস হ্যামিলটন ।

38. ভারতের অন্যতম বেসরকারি রাষ্ট্রায়ত্ত অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি কোন্ সংস্থার 2 % শেয়ার অধিগ্রহণ করায় তাদের মোট 19.002 % শেয়ার হয়েছে ?

→ Max Life Insurence

39. অক্টোবর , 2020 প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদের নাম কী , যিনি তামিলনাড়ুর কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ?

→ আর দোরাইক্কান্নু ।

40. কে ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিইও হিসেবে পূর্ববর্তী পদাধিকারী এন কে মহাপাত্র'র স্থলাভিষিক্ত হয়েছেন ?

→ পি ভি জি মেনন ।

41. অক্টোবর , 2020 প্রয়াত স্কটল্যান্ডের অস্কার পুরস্কার বিজয়ী অভিনেতার নাম কী ( তিনি ‘ Untouchables ' চলচ্চিত্রে অভিনয় করার জন্য অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন ) ?

→ স্যার থমাস সিয়ান কোনেরি ।

42. সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভারতের ' National Skill Development Corporation ' কোন্ সংস্থার সহযোগিতায় বিগত 10 মাসে প্রায় এক লক্ষ অসংরক্ষিত মহিলাদের ক্ষমতায়ন করার জন্য প্রশিক্ষণ দিয়েছে ?

→ Microsoft India Private Limited .

43. সম্প্রতি প্রকাশিত ' Pandemonium : The Great Indian Banking Tragedy ' গ্রন্থটির রচয়িতা কে ?

→ তমাল বন্দ্যোপাধ্যায় ।

44. নাবার্ড গোয়ার রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে কত টাকা বরাদ্দ করেছে ?

→ 8504.30 লাখ টাকা ।

45. সম্প্রতি প্রকাশিত ‘ Till We Win ' নামক গ্রন্থটির রচয়িতার নাম কী যিনি দিল্লি এইমসের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ?

→ রণদীপ গুলেরিয়া ।

46. ভারতীয় রেল মহিলা যাত্রীদের ট্রেনে যাত্রাকালীন সময়ে নিরাপত্তা প্রদান করার জন্য কোন কর্মসূচি গ্রহণ করেছে ?

→ Meri Saheli Initiative .

47. 1 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যেটি 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত " The Vegan Society'- এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উদযাপিত হয় ?

→ World Vegan Day .

48. সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইন্‌ডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর ইন স্মল স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে ?

→ গোয়া ।

49. সম্প্রতি কোন রাজ্য সরকার “ মুখ্যমন্ত্রী শহরী স্লাম স্বাস্থ্য যোজনা ” চালু করেছে ?

→ ছত্তিশগড় ।

50. সম্প্রতি প্রকাশিত পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স 2020 অনুযায়ী বেস্ট গভর্নর স্টেট ইন লার্জ স্টেট ক্যাটাগরিতে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে ?

→ কেরল ।

51. সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়া ' গ্লোবাল ইনভেস্টর রাউন্ড টেবিল কনফারেন্স 20202 - তে কে চেয়ারম্যানের পদ অলংকৃত করেছেন ?

→ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

52. 3-5 নভেম্বর , 2020 টেরেসা দ্বীপপুঞ্জে ভারতীয় সেনা , নৌ ও বিমানবাহিনীর মধ্যে যে ট্রাই সার্ভিস কমব্যাট এক্সারসাইজ ’ অনুষ্ঠিত হয়েছে তার নাম কী ?

→ Bull Strike ( বুল স্ট্রাইক ) ।

53. এয়ারপোর্টস অথরিটি অব্ ইন্ডিয়া বিমানবন্দরে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সম্প্রতি কোন্ সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে , যেটি NTPC Ltd. এর সম্পূর্ণ সহযোগী সংস্থা ?

→ NTPC Vidyut Vyper Nigam Ltd.

54. 5-6 নভেম্বর , 2020 ওড়িশা উপকূলে পশ্চিমবঙ্গ ও ওডিশার মধ্যে কোন্ সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারতের নৌবাহিনী , ভারতের ভায় উপকূলরক্ষী বাহিনী , ওডিশা পুলিশ , স্থানীয় মৎস্যজীবী , বনদফতর , সামুদ্রিক বন্দর বিভাগ সহ মোট 10 টি বিভাগ অংশগ্রহণ করেছে ?

→ Sagar Kavach ( সাগর কবচ ) ।

55. বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারক সংস্থা Beximco Pharmaceuticals Limited সম্প্রতি 3 কোটি ডোজের ‘ AZD 1222 - COVID - 19 Vaccine নেওয়ার জন্য কোন্ সংস্থার সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?

→ সিরাম ইন্সটিটিউট অব্ ইন্ডিয়া ।

56. ভারতে কত বছর পরে ( 29 জুলাই , 2020 ) নতুন শিক্ষানীতির প্রবর্তন হয়েছে ?

→ 34 বছর ।

57. 5 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে , যার এবছরে থিম— ' Strengthening disaster risk governmance ' ?

→ World Tsunami Awarness Day .

58. সম্প্রতি প্রয়াত জাপানের নোবেল পুরস্কার বিজয়ী জি পদার্থবিদের নাম কী ( তিনি 2002 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ) ?

→ মাসাতোশি কোসিবা ।

59. সম্প্রতি বাংলাদেশের 17 বছর বয়সি কোন্ পড়ুয়া ' Cyber Teens ' নামক মোবাইল অ্যাপস চালু করার জন্য 2020 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ?

→ সাদাত রহমান ।

60. 19 নভেম্বর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে যার এবছরের থিম ছিল- " The Importance of Philosophy in times of Crisis ' ?

→ ওয়ার্ল্ড ফিলোজফি ডে ।

61. সম্প্রতি ভারতের প্রথম কোন্ শহরটি লিঙ্গ ভেদানুযায়ী নগর পরিকল্পনা গ্রহণ করেছে যার নাম দেওয়া হয়েছে ' Gender , Special Groups and Social Equalities ' ?

→ মুম্বই ।

62. উপকূল পুলিশবাহিনী সমুদ্রের মৎস্যজীবীদের জন্য সম্প্রতি উদ্বুপিতে যে মোবাইল অ্যাপস চালু - সিটি করেছে তার নাম কী ?

→ Kadalu App .

63. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নিউমোনিয়ায় মৃত্যু কমানোর সচেতনতা বৃদ্ধির জীীকা উদ্দেশ্যে সম্প্রতি কোন্ প্রচারাভিযান কর্মসূচি চালু করেছে ?

→ Social Action and Awareness to Neutralise Pneumonia Successfully Campaign .

64. বলিউড অভিনেতা সোনু সুদ তার সহকারী লেখক মীনা আয়ারকে সঙ্গে নিয়ে যে আত্মজীবনী রচনা করেছেন তার নাম কী ?

→ I Am No Messiah .

65. ভারতের কোন্ এন জি ও সংস্থা 2020 খ্রিস্টাব্দের ইউ এন্ পপুলেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ?

→ Help Age India .

66. সম্প্রতি চিনের কোন্ টেনিস তারকা 2020 খ্রিস্টাব্দের ‘ ITTF Women's World Cup ' খেতাব জয়লাভ করেছেন যিনি চিনের সাং ইঙ - সা - কে পরাজিত করেছেন ?

→ চেং মেং ।

67. ভারতের কোন রাজ্যের নবনির্মিত বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে Films ( এই রাজ্যের আরও দুটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হল — চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর ও লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর ) ?

→ উত্তরপ্রদেশ ।

68. সম্প্রতি কে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব্ ইন্ডিয়া গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড 2020 - তে ভূষিত হয়েছেন ?

→ ডক্টর কে এস শুভ্ৰমনিয়ান ।

69. সম্প্রতি প্রকাশিত ' Insomnia Army Stores গ্রন্থটির রচয়িতা কে ?

→ রচনা বিস্ত রাওয়াত ।

70. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিপিং মিনিস্ট্রির নাম পরিবর্তন করে নতুন কী নাম রাখার অনুমোদন প্রদান করেছেন ?

→ Ministry of Ports , Shipping and Water Ways .

71. সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা রাজনীতিবিদ নিউজিল্যান্ডের প্রথম ‘ কমিউনিটি অ্যান্ড ভলেন্টারি সেক্টর ’ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ?

→ প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ ।

72. সম্প্রতি প্রকাশিত ‘ Jugalbandi : The BJP BEFORE MOD ' গ্রন্থটির রচয়িতার নাম কী ?

→ বিনয় সীতাপতি ।

73. সম্প্রতি কে , ' নমামি গঙ্গে ' - এর বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ?

→ চাচা চৌধুরি ।

74. ‘ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ’ সম্প্রতি রিলায়্যান্স রিটেলের কত শতাংশ শেয়ার 95.50 টাকার বিনিময়ে অধিগ্রহণ করেছে ?

→ 2.04 % ।

75. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ট্রাইয়ের টেলিভিশন সংক্রান্ত আইনকানুন বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বে এক রিভিউ কমিটি গঠিত হয়েছে ?

→ এস এস ভেম্পাতি ।

76. সম্প্রতি কে , হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পূর্ববর্তী পদাধিকারী মহম্মদ মুস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন ?

→ জ্ঞানেন্দ্র নিঙ্গোমবাম ।

77. 3 নভেম্বর , 2020 প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন সাঁতারু কোচের নাম কী , যিনি 1964-72 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করেছেন ?

→ জন ট্যালবট ।

78. সম্প্রতি কে , জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন ?

→ এম এম কুট্টি ।

79. অন্ধ্রপ্রদেশ সরকার ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধির জনসচেতনতা বৃদ্ধির জন্য সারা রাজ্যজুড়ে মোট কতগুলি Electric Vehicle Charging Stations গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে ?

→ 400 টি ।

80. সম্প্রতি কে সান মারিনো প্রজাতন্ত্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি পূর্বে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে ইতালিতে কর্মরত ছিলেন ?

→ ডক্টর নীনা মালহোত্রা ।

81. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দূষণের বিষয়ে অভিযোগ জানানো এবং তার প্রতিকার সংক্রান্ত বিষয়ে নাগরিকদের সাহায্য করার জন্য সম্প্রতি কোন্ মোবাইল অ্যাপস চালু করেছেন ?

→ গ্রিন দিল্লি অ্যাপস ।

82. আয়ুষ মন্ত্রক স্ট্র্যাটেজিক পলিসি ইউনিট গড়ে তোলার জন্য কোন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে ?

→ ইনভেস্ট ইন্ডিয়া ।

83. অদূর ভবিষ্যতে প্রতিরক্ষা , মহাকাশ গবেষণা , স্বাস্থ্য , কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদনশীতার মানোন্নয়ন বৃদ্ধির উদ্দেশ্যে বেঙ্গালুরুর ‘ Dynamatic Technologies Ltd ? কোন্ সংস্থার সঙ্গে মউচুক্তি স্বাক্ষর করেছে ?

→ CSIR - CSIO .

84. 31 অক্টোবর কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশজুড়ে রাষ্ট্রীয় ‘ একতা দিবস ’ পালিত হয়েছে ?

→ সর্দার বল্লভভাই প্যাটেল ।

85. 31 অক্টোবর , 2020 সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে কোথায় ভারতের প্রথম ই - সংস্থান কেন্দ্র ‘ ন্যায় কৌশল ' এবং ভার্চুয়াল কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ?

→ নাগপুর ।

86. সঞ্জয় ও আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 31 অক্টোবর , 2020 সারা বিশ্বজুড়ে কোন্ দিবস পালিত হয়েছে ?

→ World Thrift Day .

87. কেন্দ্রীয় সরকার মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে কত টাকা প্রদান করেছে ?

→ 670 কোটি টাকা ।

88. 2021 - এর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড - এ ভারতের কোন রাজ্যের ট্যাবলো রামায়ণের দৃশ্য উপস্থাপিত করে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে ?

→ উত্তরপ্রদেশ ।

89. বিশ্বের কোন দেশটি সম্প্রতি রুপান্তরকামী ব্যক্তিদের ওই দেশের মিলিটারি সেবায় নিয়োগের অনুমতি প্রদান করেছে ?

→ মার্কিন যুক্তরাষ্ট্র ।

90. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের ' শ্রেষ্ঠ পরিচালক ’ বিভাগে কোন পরিচালক ' So Long , My Son ' চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন ?

→ ওয়াং হিয়াওশুয়াই ।

91. ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব্ ইন্ডিয়া রূপে কার্ড ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ - সুবিধা প্রদানের বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে সম্প্রতি কোন্ ফ্লাগশিপ প্রচারাভিযান চালু করেছে ?

→ Rupay Festive Curnival .

92. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরস্কৃত হয়েছেন ?

→ লি - বুং - হুন ।

93. ভারতের কোন্ রাজ্যের কোন্ শহরে সর্বপ্রথম বজ্র গবেষণাকেন্দ্র স্থাপিত হয়েছে ( এই গবেষণাকেন্দ্রে ইসরো কর্তৃপক্ষ , পৃথিবী বিজ্ঞান মন্ত্রক ও ইন্ডিয়া মেটেরোলজিক্যাল দফতরের ব্যক্তিরা থাকছেন ) ?

→ ওডিশার বালেশ্বরে ।

94. মেঘালয়ের পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আধুনিকীকরণের জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক কত টাকা ঋণ হিসেবে প্রদান করেছে ?

→ 132.8 মিলিয়ন মার্কিন ডলার ।

95. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের ' শ্রেষ্ঠ চলচ্চিত্র ' বিভাগে কোন্ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে যার পরিচালক হলেন বং জুন হো ?

→ প্যারাসাইট ।

96. সম্প্রতি ‘ এশিয়ামানির ' বিচারে 2020 খ্রিস্টাব্দের ‘ মোস্ট আউটস্ট্যান্ডিং কোম্পানি ফিনান্সিয়াল সেক্টরে ’ কোন সংস্থাটি পুরস্কৃত হয়েছে ?

→ HDFC Bank .

97.  AU Small Finance Bank Ltd. সম্প্রতি স্বাস্থ্য সংক্রান্ত বিমা পরিসেবা প্রদান করার জন্য এবং কর্পোরেট এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোন্ সংস্থার সঙ্গে যৌথ মউ চুক্তি স্বাক্ষর করেছে ?

→ Care Health Insurance Company .

98. এগন লাইফ ইন্‌সিওরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি কোন্ নতুন বিমাভাবে পরিসেবা চালু করেছে যা ফ্লিপকার্টে উপলব্ধ হবে ?

→ Life + 36 Critical Illness Insurance .

99. সম্প্রতি কে HDFC ব্যাংকের সি এম ডি হিসেবে পূর্ববর্তী পদাধিকারী আদিত্য পুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ?

→ শশীধর জগদীশন ।

100. ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ভারতে করোনার সংক্রমণ কমানোর উদ্দেশ্যে সম্প্রতি কত পরিমাণ অর্থ সাহায্য করেছে ?

→ 3 মিলিয়ন মার্কিন ডলার ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...