1. সংস্কৃতে লেখা ভারতের প্রাচীন লেখমালা বা লিপি কোন্টি ?
→ রুদ্রদমনের জুনাগড় লিপি ।
2. কোন লিপি থেকে আর্যদের পরিচয় পাওয়া যায় ?
→ বোঘজ - কই - লিপি ।
3. ভারতে প্রথম কারা সিসার মুদ্রা চালু করেন ?
→ মৌর্য রাজারা ।
4. ভারতবর্ষকে কারা ‘ হিন্দুস্তান ’ বলেছেন ?
→ আরব মুসলমানরা ।
5. সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ?
→ 1921-22 খ্রিস্টাব্দে ।
6. সিন্ধু সভ্যতায় কোন্ পশুকে শ্রদ্ধার চোখে দেখা হত ?
→ বৃষকে ।
7. সিন্ধু সভ্যতায় কোন্ পশু অজ্ঞাত ছিল ?
→ অশ্ব ।
৪. সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষগুলির মধ্যে কোন্টি বৃহত্তম ?
→ হরপ্পার ধ্বংসাবশেষ ।
9. আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তোলে ?
→ সপ্তসিন্ধু অঞ্চলে ।
10. আর্যদের প্রাচীনতম সাহিত্য কী ছিল ?
→ ঋগবেদ ।
11. আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?
→ গোরু ।
12. প্রথম জৈন তীর্থংকর কে ছিলেন ?
→ ঋষভনাথ ।
13. জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন ?
→ মহাবীর ।
14. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কী বলা হয় ?
→ মহাপরিনির্বাণ ।
15. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
→ ত্রিপিটক ( সূত্রপিটক , বিনয়পিটক ও অভিধর্মপিটক একত্রে ) ।
16. ত্রিপিটক কোন্ ভাষায় রচিত ?
→ পালি ।
17. কোন্ বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে ?
→ পারসিক ।
18. মৌর্যবংশের শেষ রাজা কে ছিলেন ?
→ বৃহদ্রথ ।
19. গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ শ্রীগুপ্ত ।
20. কুষান যুগে কোন্ বিখ্যাত শিল্পরীতির উদ্ভব ঘটেছিল ?
→ গান্ধার ।
21. প্রাচীন ভারতে কোন্ রাজা রাজ্যজয়ে ‘ গ্রহণ পরিমোক্ষ নীতি ’ গ্রহণ করেন ?
→ সমুদ্রগুপ্ত ।
22. দিল্লিতে সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
→ 1206 খ্রিস্টাব্দে ।
23. কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে কে আরোহণ করেন ?
→ আরাম শাহ ।
24. আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন ?
→ মালিক কাফুর ।
25. কোন্ তুর্কি নেতা বাংলা আক্রমণ করেন ?
→ বখতিয়ার খলজি ।
26. ' তামিল সাহিত্যের পিতামহ ' কাকে বলা হয় ?
→ কুম্বনকে ।
27. ' অষ্টদিগ্গজ ’ কার সভায় উপস্থিত ছিলেন ?
→ কৃষ্ণদেব রায় - এর ।
28. দোঁহাতে কার উপদেশাবলি সংকলিত আছে ?
→ কবিরের ।
29. দিল্লির কোন্ সুলতান কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি করেন ?
→ সুলতান ফিরোজ শাহ তুঘলক ।
30. কে প্রথম দিন - ই - ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেন ?
→ বীরবল ।
31. নুরজাহানের পূর্বনাম কী ছিল ?
→ মেহেরউন্নিসা ।
32. মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ শিবাজি ।
33. শিবাজির পতাকার নাম কী ছিল ?
→ ভাগোয়া ঝান্ডা ।
34. 1498 খ্রিস্টাব্দে ভারতে আগত প্রথম পোর্তুগিজ নাবিক কে ছিলেন ?
→ ভাস্কো - দা - গামা ।
35. পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন ?
→ শেরশাহ ।
36. ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা প্রথম কে করেন ?
→ শেরশাহ ।
37. রামায়ণের ফরাসি অনুবাদ কে করেন ?
→ বদাউনি ।
38. দিল্লির কুতুবমিনারের নির্মাণকাজ কার আমলে শেষ হয় ?
→ ইলতুৎমিসের আমলে ।
39. ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন ?
→ বেবাদল খাঁ ।
40. দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাজারদর নিয়ন্ত্রণ করেন ?
→ আলাউদ্দিন খলজি ।
General Knowledge and Awareness
41. ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে আরোহণ করেন ?
→ মুয়াজ্জম বা বাহাদুর শাহ ।
42. অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন ?
→ সিরাজ - উদ্দৌলা ।
43. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন ?
→ লর্ড কার্টিয়ার ।
44. নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন ?
→ মোহম্মদ শাহ ।
45. মালজামিনি প্রথার প্রবর্তন কে করেন ?
→ মুরশিদকুলি খাঁ ।
46. সিরাজের পর বাংলার মসনদে কে বসেছিলেন ?
→ মিরজাফর ।
47. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ বালাজি বিশ্বনাথ ।
48. তৃতীয় পানিপথের যুদ্ধে কাদের পরাজয় ঘটে ?
→ মারাঠাদের ।
49. কে কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ইংরেজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?
→ লর্ড ডালহৌসি ।
50. শেষতম পেশোয়া কে ছিলেন ?
→ দ্বিতীয় বাজিরাও ।
51. কার হত্যাকাণ্ড ‘ জুডিসিয়াল মার্ডার ' নামে পরিচিত ?
→ মহারাজা নন্দকুমার ।
52. বিধবাবিবাহ আইন কার আমলে পাস হয় ?
→ লর্ড ক্যানিং - এর আমলে ।
53. সতীদাহ নিবারণ আইন কে পাস করেন ?
→ লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক ।
54. কোন্ গভর্নর জেনারেল স্কুল - কলেজে গ্রান্ট - ইন - এইড এর সূচনা করেন ?
→ লর্ড ডালহৌসি ।
55. কার প্রতিবেদন মেনে পৃথক শিক্ষা দফতর গঠিত হয় ?
→ চার্লস উডের ।
56. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
→ 1857 খ্রিস্টাব্দে ।
57. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
→ স্যার উইলিয়ম কোলভিল ।
58. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন্ কমিশনের ভিত্তিতে রচিত হয় ?
→ র্যালে কমিশন ।
59. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কার আমলে পাস হয় ?
→ লর্ড কার্জন ।
60. প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় ?
→ পুণায় ।
61. শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্বনাম কী ছিল ?
→ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ।
62. ‘ সত্যার্থ প্রকাশ ' কে রচনা করেন ?
→ স্বামী দয়ানন্দ সরস্বতী ।
63. ' বর্তমান ভারত ' কার রচনা ?
→ স্বামী বিবেকানন্দের ।
64. ‘ আত্মীয়সভা ’ কে গঠন করেন ?
→ রাজা রামমোহন রায় ।
65. ‘ ভবঘুরে ফিরিঙ্গি ’ কাকে বলা হত ?
→ ডিরোজিয়োকে ।
55. ইয়ং বেঙ্গল দলের মুখপত্র কী ছিল ?
→ পার্থেনন ।
67. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ ডিরোজিয়ো ।
68. মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গঠন করেন ?
→ স্যার সৈয়দ আহমেদ খাঁ ।
69. গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
→ স্বামী শ্ৰদ্ধানন্দ ।
70. ‘ পোর্টফোলিয়ো প্রথা ’ কে চালু করেন ?
→ লর্ড ক্যানিং ।
71. বিষুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?
নীল বিদ্রোহের ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন