সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

Multiple Choice - Based প্রশ্নোত্তর GK Bengali

আধুনিক যুগের ভারত

 Multiple Choice - Based প্রশ্নোত্তর

 1. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

 A আলিবর্দি খাঁ

 B সিরাজ - উদদৌলা

 C মিরজাফর

 Ð মিরকাশিম

 2. বক্সার - এর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?

 A হের মুনরো

 B ওয়াটসন

 C আয়ারকুট

 D ওয়েলিংটন ড্রাম

 3. দ্বৈতশাসন কে প্রবর্তন করেন ?

 A লর্ড ওয়ারেন হেস্টিংস

 B লর্ড ক্লাইভ

 C ভ্যান্সিটার্ট

4. কোন্ মোগল সম্রাট ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান দান করেছিলেন ?

 A মুয়াজ্জম

 B কামবা

 C ফারুকশিয়র

 D শাহ আলম  

 5. স্বাধীনতার বৃক্ষ কে সর্বপ্রথম রোপণ করেছিলেন ?

 A  টিপু সুলতান

 B সিরাজ - উদদৌলা ভারতী

 C মিরকাশিম

  D হায়দর আলি

 6. কার আমলে মারাঠা বর্গি নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেন ?

 A মুরশিদকুলি খাঁ

 B আলিবর্দি খাঁ 

 C  সুজাউদ্দিন খাঁ

 D সিরাজ - উদদৌলা  কার্টিয়ার

 7. দস্তক কী ?

 A ক্লাইভের লেখা বই ছাড়

 B বিনা মাশুলে বাণিজ্যের অনুমতি

 C বিনাভাড়ায় যাতায়াতের পাস

 D মোগল বাদশাহের দান

 ৪. তৎকালীন কলিকাতার নাম কে আলিনগর রেখেছিলেন ?

 A আলিবর্দি খাঁ

 B ওয়াজেদ আলি

 C সিরাজ - উদ্‌দৌলা

 D সুজাউদ্দিন

 9. সিরাজের রাজধানী কোথায় ছিল ?

 A পলাশি

 B মুঙ্গের

 C মুরশিদাবাদ

 D পাণ্ডুয়া

 10. সিরাজ - উদদৌলার দুই বিশ্বস্ত সেনাপতির নাম কী ছিল ?

 A মিরমদন ও মোহনলাল

 B মার্কার ও সমরু

 C মিরজাফর ও মিরন

 D উমিচাঁদ ও রায়দুর্লভ

 11. পঞ্চ ‘ ক ’ - এর প্রবর্তক কে ছিলেন ?

 A গুরু নানক

 B গুরু অর্জুনমল

 C গুরু অমরদাস

 D গুরু গোবিন্দ সিং

 12. গুরু গোবিন্দ সিং কোন্ বাহিনী গঠন করেন ?

 A জাঠ বাহিনী

 B খালসা বাহিনী

 C গোর্খা বাহিনী

 D শিখ বাহিনী

 13. অমৃতসরের স্বর্ণমন্দির কে নির্মাণ করেন ?

 A গোবিন্দ সিং

 B রঞ্জিত সিং

 C গুরু অর্জুন সিং

 D রামদাস 

 14. মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?

 A বালাজি বিশ্বনাথ

 B প্রথম বাজিরাও

 C দ্বিতীয় বাজিরাও

 D বালাজি বাজিরাও

 15. তৃতীয় পানিপথের যুদ্ধে কাদের শোচনীয় পরাজয় ঘটে ?

 A মোগলদের

 B মারাঠাদের 

 C আফগানদের

 D রাজপুতদের 

16 , ইংরেজ কোম্পানিকে দেওয়ানির অধিকার কে দিয়েছিলেন ?

 A দ্বিতীয় বাজিরাও

 B দ্বিতীয় শাহ আলম 

 C দ্বিতীয় বাহাদুর শাহ

 D হাদাজি সিন্ধিয়া

 17. অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন কে দেখতেন ?

 A গুরু গোবিন্দ সিং

 B রানি ঝিন্দন

 C রঞ্জিত সিং 

 D দিলীপ সিং

 18. ‘ ভারতীয় রেলপথের জনক ' কাকে বলা হয় ?

 A লর্ড ওয়ারেন হেস্টিংসকে

 B লর্ড ডালহৌসিকে 

 C লর্ড উইলিয়ম বেন্টিঙ্ককে

 D লর্ড কর্নওয়ালিশকে

 19. ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ?

 A লর্ড কর্নওয়ালিশকে 

 B ওয়ারেন হেস্টিংসকে

 C লর্ড ওয়েলেসলিকে

 D লর্ড ব্যাবিংটন মেকলেকে

 20. ' আধুনিক ভারতের নির্মাতা ' কাকে বলা হয় ?

 A লর্ড ডালহৌসিকে 

 B লর্ড উইলিয়ম বেন্টিঙ্ককে

 C লর্ড ময়রাকে

 D লর্ড মাউন্টব্যাটেনকে

 21. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

 A ওয়ারেন হেস্টিংস

 B এলিজা ইম্পে 

 C চার্লস উড

 D ইলবার্ট

 22. অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী প্রথম রাজ্য কোনটি ছিল ?

 A মহীশূর

 B হায়দরাবাদের নিজাম 

 C সুরাট

 D জৈনপুর

 23. ইন্ডিয়ান পেনাল কোড কে প্রবর্তন করেন ?

 A লর্ড কর্নওয়ালিশ

 B লর্ড ক্লাইভ

 C লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

 D লর্ড ম্যাকফারসন  

  24. কোম্পানি শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ কী ছিল ?

  A পাইক বিদ্রোহ

 B চুয়াড় বিদ্রোহ

 C কোল বিদ্রোহ

 D সাঁওতাল বিদ্রোহ

 25. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল ?

 A কোঙ্কন উপকূলে

 B মালাবার উপকূলে

 C রাজামান্দ্রি অঞ্চলে

 D রংপুর অঞ্চলে

 26. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল ?

 A মির মোহম্মদ কাজি

 B মির বঅ কাদির

 C মির নিশার আলি

 D মির মোহম্মদ বেজা 

27. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

 A লর্ড ক্যানিং

 B লর্ড ডালহৌসি

 C লর্ড কার্জন

 D লর্ড এলেনবরা

 28. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?

 A নানাসাহেব

 B চেতু পান্ডে

 C মঙ্গল পান্ডে

 D তাঁতিয়া টোপি

 29. ভারতে উচ্চশিক্ষার উন্নতির জন্য কোন্ কমিশন গঠন করা হয়েছিল ?

 A হান্টার কমিশন

 B র‍্যালে কমিশন

 C স্যাডলার কমিশন

 D কোনোটিই নয়

 30. কোন গভর্নর জেনারেল সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে প্রথম গুরুত্ব দিয়েছিলেন ?

 A লর্ড কর্নওয়ালিশ

 B লর্ড ওয়েলেসলি

 C লর্ড ডালহৌসি

 D লর্ড হার্ডিঞ্জ  

 31. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?

 A আত্মারাম পাণ্ডুরঙ্গ

 B রামমোহন রায়

 C দয়ানন্দ সরস্বতী

 D রামকৃষ্ণ পরমহংসদেব 

32. মহাদেব গোবিন্দ রানাডে কোন্ সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ?

 A ব্রাহ্মসমাজ

 B প্রার্থনা সমাজ

 C পরমহংসমণ্ডলী

 D আর্যসমাজ 

 33. ' তিন আইন ' কার প্রচেষ্টায় প্রবর্তিত হয়েছিল ?

 A দেবেন্দ্রনাথ ঠাকুর

 B কেশবচন্দ্র সেন

 C শিবনাথ শাস্ত্রী

 D রাজনারায়ণ বসু

 34. ' প্রাচ্য ও পাশ্চাত্য ' কে রচনা করেন ?

 A বঙ্কিমচন্দ্ৰ

 B বিবেকানন্দ

 C রবীন্দ্রনাথ

 D শরৎচন্দ্র 

 35. ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

 A ভিভিয়ান ডিরোজিয়ো

 B কর্নেল অলকট

 C অ্যানি বেসান্ত

 D সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 36. হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন ?

 A স্বামী সত্যানন্দ অগ্নিহোত্রী

 B স্বামী দয়ানন্দ সরস্বতী

 C নবগোপাল মিত্র

 D রাজেন্দ্রলাল মিত্র 

37. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন ?

 A স্যার সৈয়দ আহমেদ খান

 B মোহম্মদ আলি জিন্নাহ

 C ফজলুল হক

 D সিকান্দার হায়াত খান

 38. ইংরেজবিরোধী আদিবাসী বিদ্রোহ উলগুলান - এর নেতৃত্ব কে দিয়েছিলেন ?

 A রানাডে

 B কালো প্রামাণিক

 C বিরসা মুন্ডা

 D কোর মাল্লা

 39. ইয়ং বেঙ্গল দলের সদস্যদের মধ্যে দুজন কারা ছিলেন ?

 A কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও রামতনু লাহিড়ী

 B প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু

 C গোপীনাথ সাহা ও প্রদ্যোৎ ভট্টাচার্য

 D কানাইলাল দত্ত ও মতিলাল রায়

 40. কোন্ নবাব মুরশিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?

 A সিরাজ - উদদৌলা

 B মিরজাফর

 C মিরকাশিম

 D নজম - উদদৌলা

 41. ম্যাঙ্গালোরের সন্ধি ( 1784 ) স্বাক্ষরিত হয়—

 A হায়দর আলি ও ইংরেজদের মধ্যে

 B টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে

 C ইংরেজ ও মারাঠাদের মধ্যে

 D ইংরেজ ও নিজামের মধ্যে

 42. সতীদাহপ্রথা রদ করেন—

 A লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

 B লর্ড ওয়েলেসলি

 C লর্ড ডালহৌসি

 D লর্ড ক্যানিং

 43. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—

 A 1798 খ্রিস্টাব্দে

 B 1800 খ্রিস্টাব্দে

 C 1802 খ্রিস্টাব্দে

 D 1817 খ্রিস্টাব্দে

 44. সিধু ও কানু ছিলেন—

 A কোল বিদ্রোহের নেতা

 B মুন্ডা বিদ্রোহের নেতা

 C চুয়াড় বিদ্রোহের নেতা

 D সাঁওতাল বিদ্রোহের নেতা

 45. ‘ ওয়াহাবি ’ শব্দের অর্থ—

 A পবিত্র

 B ইসলামের নির্দেশ

 C নবজাগরণ

 D ঈশ্বরের সৈনিক

 46. ফরাজি আন্দোলনের সূচনা করেন

 A হাজি মহম্মদ মহসিন

 B হাজি শরিয়ৎউল্লাহ

 C মির নিশার আলি

 D মৌলভি আবদুল ওয়াহাব

 47. আলিগড় আন্দোলন প্রবর্তন করেন

 A স্যার সৈয়দ আহমেদ খান 

 B মোহম্মদ আলি জিন্নাহ

 C নবাব সালিমউল্লাহ

 D মৌলবি আবদুল রসুল

 48. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়—

 A 1905 খ্রিস্টাব্দে

 B 1906 খ্রিস্টাব্দে 

 C 1909 খ্রিস্টাব্দে

 D 1910 খ্রিস্টাব্দে

 49. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন—

 A লর্ড ওয়ারেন হেস্টিংস

 B জন শোর

 C লর্ড কর্নওয়ালিশ

 D লর্ড ওয়েলেসলি 

 50. হিন্দু কলেজ স্থাপিত হয়—

 A 1800 খ্রিস্টাব্দে

 B 1809 খ্রিস্টাব্দে

 C 1817 খ্রিস্টাব্দে

 D 1818 খ্রিস্টাব্দে

 1. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন ?

 A লর্ড লিটন

 B লর্ড রিপন

 C লর্ড নর্থব্রুক

 D লর্ড ময়রা

 2. কোন্ আইনকে ‘ শ্বাসরোধক আইন ’ বলা হত ?

 A সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনকে

 B অস্ত্র আইনকে

 C ফৌজদারি আইনকে

 D সনদ আইনকে

 3. উনিশ শতকের তৃতীয় দশককে কী নামে অভিহিত করা হয় ?

 A আলোকিত যুগ

 B জ্ঞানদীপ্তির যুগ

 C সভাসমিতির যুগ 

 D কোনোটিই নয়

 4. ভারতের রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয় ?

 A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে 

 B রাজা রামমোহন রায়কে

 C গোপালহরি দেখমুখকে

 D গোপালকৃষ্ণ গোখলেকে

 5. লর্ড রিপনের কাউন্সিলের আইন সদস্য কে ছিলেন ?

 A ইলবার্ট 

 B মেকলে

 C জন শোর

 D হেনরি পাত্তুলো

 6. ভারতের নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ?

 A দাদাভাই নওরোজি

 B সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 C উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 D রাজা রামমোহন রায় 

 7. জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

 A অ্যালান অক্টাভিয়ান হিউম 

 B সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 C উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 D দাদাভাই নওরোজি

 ৪. জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের অধিবেশনকে কে ‘ তিনদিনের তামাশা ' বলে উল্লেখ করেছিলেন ?

 A সৈয়দ আহমেদ খান

 B লর্ড ডাফরিন

 C অশ্বিনীকুমার দত্ত

 D বিপিনচন্দ্র পাল

 9. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে প্রথম গ্রহণ করেছিলেন ?

 A লর্ড কার্জন

 B অ্যান্ড্রু ফ্রেজার

 C হারবার্ট রিজলে

 D কার্লাইল

 10. কোন্ পত্রিকাতে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল ?

 A হিতবাদী

 B সঞ্জীবনী

 C সন্ধ্যা

 D বেঙ্গলি

 11. দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত কে ঘোষণা করেন ?

 A লর্ড হার্ডিঞ্জ

 B পঞ্চম জর্জ

 C লর্ড চেমসফোর্ড

 D লর্ড রিডিং

 12. বন্দেমাতরম সংগীতে কে সুরারোপ করেন ?

 A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 B রবীন্দ্রনাথ ঠাকুর

 C মোহম্মদ ইকবাল

 D স্বামী লক্ষ্মীনাথন

 13. বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহিদ কে ছিলেন ?

 A শচিন সান্যাল

 B মদনলাল ধিংড়া

 C শ্যামজি কৃষ্ণবর্মা

 D বরকতুল্লা

 14. লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন ?

 A অভিনব ভারত

 B যুগান্তর

 C হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন

 D এর কোনোটিই নয় । 

15. কোন্ ইংরেজ গভর্নরের আমলে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় ?

 A লর্ড কার্জন

 B লর্ড ডালহৌসি

 C লর্ড হার্ডিঞ্জ

 D লর্ড মিন্টো

 16. গণপতি  শিবাজি উৎসবের প্রবর্তন কে করেন ?

 A বিনোবা ভাবে

 B বালগঙ্গাধর তিলক

 C  ফিরোজশাহ মেহতা

 D আনন্দ চারলু

 17. ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জননী কাকে বলা হয় ?

 A ভগিনী নিবেদিতাকে

 B মাদাম ভিকাজি কামাকে

 C ওকাকুরাকে

 D মার্গারেট নোবেলকে

 18. সরোজিনী নাইডু ' হিন্দু - মুসলিম ঐক্যের দূত ' কাকে বলেছেন ?

 A ফজলুল হককে

 B মোহম্মদ আলি জিন্নাহকে

 C মৌলানা সওকত আলিকে

 D আবদুল হালিম গজনভিকে

 19. কোন ভারতীয় প্রথম শহিদ হন ?

 A ক্ষুদিরাম বসু

 B মদনলাল ধিংড়া

 C বাসুদেব বলবন্ত ফাদকে

 D মঙ্গল পান্ডে

 20. সর্বপ্রথম কোন্ ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন ?

 A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 B সত্যেন্দ্রনাথ ঠাকুর

 C সুভাষচন্দ্র বসু

 D তায়েবজি

 21. কংগ্রেসের মঞ্চে কে প্রথম স্বরাজ্য বা স্বশাসনের দাবি তোলেন ?

 A গোপালকৃষ্ণ গোখলে

 B বালগঙ্গাধর তিলক

 C বিপিনচন্দ্র পাল

 D অ্যানি বেসান্ত

 22. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধিজি ইংরেজ প্রদত্ত ‘ কাইজার - ই - হিন্দ ’ খেতাব ফিরিয়ে দেন ?

 A চৌরিচৌরা ঘটনা

 B জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

 C লালা লাজপত রাই - এর মৃত্যু

 D কোনোটিই নয়

 23. ভারতের কোন্ স্বাধীনতা সংগ্রামী তিনটি গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন ?

 A গান্ধিজি

 B ড . বি আর আম্বেদকর

 C দাদাভাই নওরোজি

 D মৌলানা আবুল কালাম আজাদ

 24 . কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগ প্রস্তাব পাস হয় ?

 A নাগপুর

 B কলিকাতা

 C বোম্বাই

 D লখনউ

 25. অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

 A লর্ড চেমসফোর্ড

 B লর্ড রিডিং

 C লর্ড আরউইন

 D লর্ড উইলিংডন

 26. পরাধীন ভারতে কোন্ দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হত ?

 A 15 আগস্ট

 B 23 জানুয়ারি

 C 26 জানুয়ারি

 D 16 অক্টোবর

 27. সাইমন কমিশনে কতজন ভারতীয় ছিলেন ?

 A 7 জন

 B 5 জন

 C 3 জন

 D একজনও ছিলেন না ।

 28. গান্ধিজির 11 দফা দাবি ইংরেজ সরকার মানতে অস্বীকৃত POPI হলে কোন্ আন্দোলনের সূত্রপাত হয় ?

 A অসহযোগ আন্দোলন

 B আইন অমান্য আন্দোলন

 C ভারতছাড়ো আন্দোলন

 D সাইমন বিরোধী আন্দোলন

 29. গান্ধিজি কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেন ?

 A ডান্ডিতে

 B চম্পারণে

 C কৈরাতে

 D আহমেদাবাদে

 30. গান্ধিজিকে কে প্রথম ‘ জাতির জনক ' বলে অভিহিত করেন ?

 A রবীন্দ্রনাথ ঠাকুর

 B সুভাষচন্দ্র বসু

 C চিত্তরঞ্জন দাশ

 D জওহরলাল নেহরু

 31. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

 A চিত্তরঞ্জন দাশ

 B রাজেন্দ্রপ্রসাদ

 C শ্রীনিবাস আয়েঙ্গার

 D বিঠলভাই প্যাটেল

 32. কে প্রথম ‘ স্বরাজ্য ' শব্দটি ব্যবহার করেন ?

 A মহাত্মা গান্ধি

 B জওহরলাল নেহরু

 C সুভাষচন্দ্র বসু

 D বল্লভভাই নওরোজি

33. `সারে জা্ঁহাসে আচ্ছা, হিন্দুস্তা হামারা ' কার রচনা ?

 A চৌধুরি রহমত আলি

 B মোহম্মদ ইকবাল

 C সিকান্দার হায়াত খান

 D বি পি ওয়াদিয়া |

 34. ভারতে ইনকিলাব জিন্দাবাদ ’ ধ্বনি প্রথম কে তোলেন ?

  A মানবেন্দ্রনাথ রায়

 B ভগৎ সিং

 C সুভাষচন্দ্র বসু

 D মুজফ্ফর আহমেদ 

35. ‘ ভারত ছাড়ো ’ প্রবন্ধটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?

 A হরিজন

 B হিতবাদী

 C আজাদ

 D নিউ ইন্ডিয়া

 36. আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন ?

 A রাসবিহারী বসু

 B সুভাষচন্দ্র বসু

 C আনন্দমোহন বসু

 D বসন্ত বিশ্বাস

 37. ত্রিপুরী কংগ্রেসের সভাপতির পদ সুভাষচন্দ্র বসু ত্যাগ করার পর কে কংগ্রেস সভাপতি হন ?

 A গোবিন্দবল্লভ পন্থ

 B পট্টভি সীতারামাইয়া

 C ড . রাজেন্দ্রপ্রসাদ

 D চক্রবর্তী রাজাগোপালাচারি

 38. কার নেতৃত্বে প্রথম সর্বভারতীয় কৃষক আন্দোলন শুরু হয়েছিল ?

 A স্বামী সহজানন্দ সরস্বতী

 B এন জি রঙ্গ

 C পি সি যোশি

 D ই এম এস নাম্বুদিরিপাদ

 39. কার নেতৃত্বে ভারতের সংবিধান রচনার কমিটি তৈরি হয় ?

 A জওহরলাল নেহরু

 B ড . রাজেন্দ্রপ্রসাদ

C ড . বি আর আম্বেদকর

 D ড.সর্বপল্লি রাধাকৃষ্ণণ

 40. ভারতের স্বাধীনতা লাভের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

 A ড . আনসারি

 B জে বি কৃপালনি

 C রাসবিহারী ঘোষ

 D দাদাভাই নওরোজি

 41. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন

 A লর্ড কার্জন

 B লর্ড রিপন

 C লর্ড লিটন

 D লর্ড নর্থব্রুক

 42. অস্ত্র আইন কে প্রয়োগ করেন ?

 A লর্ড ক্যানিং

 B লর্ড হার্ডিঞ্জ

 C লর্ড লিটন

 D লর্ড ডালহৌসি

 43. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন—

 A লর্ড ওয়ারেন হেস্টিংস

 B লর্ড কর্নওয়ালিশ

 C লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

 D লর্ড ক্যানিং

 44. ভারতসভা ( 1876 খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠা করেন—

 A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 B উমেশচন্দ্র ব্যানার্জি

 C দাদাভাই নওরোজি

 D গোপালকৃষ্ণ গোখলে

 45. ' ইলবার্ট ’ বিল প্রবর্তন করেন—

 A লর্ড লিটন

 B লর্ড রিপন

 C লর্ড মিন্টো

 D লর্ড ময়রা

 46. ' Poverty and Un - British rule in India ' গ্রন্থটি রচনা করেন—

 A দাদাভাই নওরোজি

 B সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 C ফিরোজ শাহ মেহতা

 D রাসবিহারী বসু

 47. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়—

 A কলিকাতায়

 B বোম্বাইয়ে

 C মাদ্রাজে

 D গয়াতে

 48. হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা ছিলেন—

 A সূর্য সেন

 B ক্ষুদিরাম বসু

 C ভগৎ সিং

 D বাঘা যতীন  

 49. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন—

 A বিনয় - বাদল - দীনেশ

 B যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

 C যতীন দাস

 D মাস্টারদা সূর্য সেন

 50. ‘ ফরোয়ার্ড ব্লক ’ দলের প্রতিষ্ঠা হয়—

 A 1925 খ্রিস্টাব্দ

 B 1930 খ্রিস্টাব্দ

 C 1935 খ্রিস্টাব্দ

 D 1939 খ্রিস্টাব্দ

 51. ' অভিনব ভারত ' প্রতিষ্ঠা করেন

 A বিনায়ক দামোদর সাভারকার

 B বালগঙ্গাধর তিলক

 C লালা লাজপত রাই

 D অরবিন্দ ঘোষ

 52. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন—

 A সতীশচন্দ্র মুখোপাধ্যায়

 B সতীশচন্দ্র বসু

 C কৃম্নকুমার মিত্র

 D ব্রক্ষ্মবান্ধব উপাধ্যায়

 53. চৌরিচৌরার ঘটনাটি ঘটে

 A 1918 খ্রিস্টাব্দে

 B 1919 খ্রিস্টাব্দে

 C 1920 খ্রিস্টাব্দে

 D 1922 খ্রিস্টাব্দে

 54. সাইমন কমিশন কবে গঠিত হয় ?

 A 1925 খ্রিস্টাব্দ

 B 1927 খ্রিস্টাব্দ

 C 1930 খ্রিস্টাব্দ

 D 1935 খ্রিস্টাব্দ

 55. মুসলিম লিগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়—

 A 1935 খ্রিস্টাব্দ

 B 1937 খ্রিস্টাব্দ

 C 1939 খ্রিস্টাব্দ

 D 1940 খ্রিস্টাব্দ

 56. ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন—

 A পিট

 B ক্লিমেন্ট অ্যাটলি

 C নেভিল চেম্বারলিন

 D উইনস্টন চার্চিল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...