Tripura GK, Tripura General Knowledge
প্রাচীন ত্রিপুরা
১. কোন্ সময় থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয় ?
→ ৫৯০ খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয় ।
২. ত্রিপুরার আদিরাজা কে ?
→ ত্রিপুরার আদিরাজা কে তা এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি । কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে , ছেংথুংফা ছিলেন ত্রিপুরার আদিরাজা ।
৩. ত্রিপুরা রাজ্যে চতুর্দশ দেবতার পুজো কে প্রবর্তন করেন ?
→ ‘ আদি রাজমালার ’ লেখকদের মতে , মহারাজ ত্রিলোচন সর্বপ্রথম চতুর্দশ দেবতার পুজো প্রবর্তন করেন ।
৪ . ‘ কের ’ পুজোর প্রচলন কে করেন ?
→ প্রাচীন রাজমালা ' থেকে জানা যায় যে , মহারাজা ত্রিলোচনের মহিষী রানি পদ্মাবতী রাজ্যকে নিরাপদে রাখার জন্য ‘ কের ’ পুজোর প্রচলন করেছিল ।
৫ . ত্রিপুরার কোন্ মহারাজা সর্বপ্রথম ‘ মাণিক্য ’ উপাধি গ্রহণ করেন ?
→ ছেংথুংফা । তিনিই সর্বপ্রথম ‘ মাণিক্য ’ উপাধি ধারণ করে ‘ মহামাণিক্য ’ নামে খ্যাত হন ।
৬. মধ্যযুগে ত্রিপুরার সর্বাপেক্ষা বিখ্যাত রাজা কে ছিলেন ?
→ ধন্যমাণিক্য ।
৭. কত খ্রিস্টাব্দে অমরমাণিক্য শ্রীহট্ট জয় করেন ?
→ ১৫৬১ খ্রিস্টাব্দে ।
৮. ত্রিপুরার রাজাদের মধ্যে সর্বপ্রথম কে মুদ্রার প্রচলন করেন ?
→ রত্নমাণিক্য ।
৯. গোবিন্দমাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন ?
→ ১৬৬০ খ্রিস্টাব্দে ।
১০. ত্রিপুরার কোন্ মহারাজা উদয়পুরে ত্রিপুরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন ?
→ মহারাজা ধন্যমাণিক্য ।
১১. কোন্ মহারাজার আমলে সর্বপ্রথম বাংলা ভাষায় ‘ রাজমালা ' রচিত হয় ?
→ মহারাজ ধর্মমাণিক্যের আমলে । তিনি পিতৃপুরুষের ধারাবাহিক ইতিহাস সম্পাদনার জন্য বাণেশ্বর ও শুক্রেশ্বর নামে দুজন পুরোহিতের ওপর দায়িত্ব দিয়েছিলেন । তাঁরা বাংলা পয়ার ছন্দে ওই গ্রন্থ রচনা করেছিলেন ।
ত্রিপুরেশ্বরীর মন্দির
১২. বর্তমানে দক্ষিণ জেলার সদর শহর ‘ উদয়পুর ’ নামটি কে রাখেন ?
→ মহারাজ উদয়মাণিক্য ( রাজত্বকাল ১৫৬৭ খ্রি . – ১৫৭৩ খ্রি . ) ‘ রাঙামাটি ’ নামের পরিবর্তনসাধন করে উদয়পুর নাম রাখেন ।
১৩. গোবিন্দমাণিক্যের কাহিনি নিয়ে রবীন্দ্রনাথ কী কী বই রচনা করেছিলেন ?
→ ‘ রাজর্ষি ' নামে উপন্যাস ও ‘ বিসর্জন ' নামে নাটক ।
১৪. রবীন্দ্রসাহিত্যে ত্রিপুরার কোন্ মহারাজা ‘ রাজর্ষি ’ - রূপে অমর হয়ে আছেন ?
→ মহারাজা গোবিন্দমাণিক্য ।
১৫. সমসের গাজি কত খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করে নেন ?
→ ১৭৪৮ খ্রিস্টাব্দে ।
১৬. নক্ষত্ররায় কী নাম ধারণ করে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন ?
→ ছত্রমাণিক্য ।
১৭. ‘ আইন - ই - আকবরি ’ গ্রন্থে ত্রিপুরার কোন রাজার নাম পাওয়া যায় ?
→ বিজয়মাণিক্য - এর ।
১৮. ত্রিপুরায় প্রথম ব্রিটিশ রেসিডেন্ট কে ছিলেন ?
→ স্যার র্যালফ লিক ।
১৯. ত্রিপুরার কোন্ মহারানি তিনবছর রাজপাট পরিচালনা করেছিলেন ?
→ মহারানি জাহ্নবী দেবী ।
২০. উত্তর - পূর্ব ভারতের একমাত্র হ্রদ মহলটির নাম কী ?
→ নীরমহল ।
২১. ত্রিপুরার কোন্ মহারাজা উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী সরিয়ে নিয়ে আসেন ?
→ কৃষ্ণমাণিক্য ।
২২. ত্রিপুরা রাজ্য থেকে ক্রীতদাসপ্রথার বিলোপসাধন কে করেন ?
→ মহারাজা বীরচন্দ্রমাণিক্য ।
২৩. কোন্ মহারাজা , কবে পুরাতন আগরতলা থেকে বর্তমান আগরতলায় রাজধানী স্থানান্তরিত করেন ?
→ মহারাজ কৃকিশোরমাণিক্য , ১৮৪৪ খ্রিস্টাব্দে ।
২৪. ত্রিপুরার কোন্ মহারাজার সঙ্গে রবীন্দ্রনাথ প্রথম পরিচিত হন ?
→ মহারাজা বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে ।
২৫. চতুর্দশ দেবতার মন্দিরটি কে , কখন নির্মাণ করেন ?
→ ১৭৬১ খ্রিস্টাব্দে মহারাজা কৃয়মাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেন ।
২৬. চতুর্দশ দেবতার মন্দিরটি কোথায় অবস্থিত ?
→ আগরতলার কিছুটা দূরবর্তী স্থানে অর্থাৎ পুরাতন আগরতলায় ।
২৭. উত্তর - পূর্ব ভারতের কোন রাজ্যে ভগবান বুদ্ধের সর্বোচ্চ মূর্তি আছে ?
→ ত্রিপুরার গোমতী জেলার আইলমারা এডিসি ভিলেজে ( মূর্তিটি ৪০ ফুট উঁচু ) ।
২৮. বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম কোথায় এবং কবে দেখা হয় ?
→ কার্শিয়াং - এ ১৮৯৪ খ্রিস্টাব্দে ।
চতুর্দশ দেবতার মন্দির
২৯. মহারাজা বীরচন্দ্রমাণিক্যের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম করো ।
→ ‘ প্রেম মরীচিকা ’ , ‘ অকাল কুসুম ’ , ‘ উচ্ছ্বাস ’ , ‘ ঝুলন ’ ইত্যাদি ।
৩০. বাংলা ভাষায় কে প্রথম ত্রিপুরা স্টেট গেজেট প্রকাশে সাহায্য করেছিলেন ?
→ রাধাকিশোরমাণিক্য ।
৩১. কবিগুরু রবীন্দ্রনাথ কোন্ মহারাজার আমলে এবং কবে সর্বপ্রথম ত্রিপুরায় আসেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্যের আমলে ১৯০০ খ্রিস্টাব্দে ।
৩২. রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন্ মহারাজার নামে তাঁর লেখা ‘ কাহিনি ’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্যের নামে ।
৩৩. আগরতলায় উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদটি কে এবং কত খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্য । ১৯০৫ খ্রিস্টাব্দে ।
৩৪. ত্রিপুরার কোন রাজকুমার রবীন্দ্র স্নেহধন্য হয়েছিলেন ?
→ রমেন্দ্রকিশোর দেববর্মন ।
৩৫. অমরমাণিক্যের পুত্রদের বিষয় নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি রচনা করেন ?
→ ‘ মুকুট ’ নাটকটি ।
৩৬. আগরতলার বর্তমান ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালটি ( পূর্বনাম ভি এম হাসপাতাল ) কে নির্মাণ করেছিলেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্য ।
৩৭. আগরতলার উমাকান্ত অ্যাকাডেমি বিদ্যালয়টি কে নির্মাণ করেছিলেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্য ।
৩৮. বিলেতে গবেষণার জন্য ত্রিপুরার কোন্ মহারাজা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য দিয়েছিলেন ?
→ রাধাকিশোরমাণিক্য ।
৩৯. বিখ্যাত সংগীতজ্ঞ যদু ভট্ট ত্রিপুরার কোন্ মহারাজার দরবারে সংগীতশিল্পী হিসেবে যোগদান করেছিলেন ?
→ মহারাজা বীরচন্দ্রমাণিক্যের দরবারে ।
৪০. ত্রিপুরার কোন্ মহারাজা রবীন্দ্রনাথকে সর্বপ্রথম ‘ কবি ’ স্বীকৃতি দেন ? কোন্ কাব্যগ্রন্থের জন্য ?
→ মহারাজা বীরচন্দ্রমাণিক্য । কিশোর কবি রবীন্দ্রনাথের ‘ ভগ্নহৃদয় ’ কাব্যগ্রন্থখানির জন্য ।
৪১. কর্নেল মহিমচন্দ্র দেববর্মন কে ছিলেন ?
→ মহারাজা রাধাকিশোরমাণিক্যের একজন পার্ষদ । তিনি কবিগুরু রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন । তাঁর লেখা ‘ দেশীয় রাজ্য ’ গ্রন্থটি বিখ্যাত ।
৪২. ত্রিপুরার বর্তমান রাজভবনটি কে নির্মাণ করেছিলেন ?
→ মহারাজ বীরেন্দ্রকিশোরমাণিক্য ।
৪৩. আগরতলার দুর্গাবাড়ি , লক্ষ্মীনারায়ণবাড়ি কে নির্মাণ করেছিলেন ?
→ মহারাজা বীরেন্দ্রকিশোরমাণিক্য ।
৪৪. বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কোন্ মহারাজার আমলে ত্রিপুরা রাজ্যে এসেছিলেন ?
→ বীরেন্দ্রকিশোরমাণিক্যের আমলে ।
৪৫. কোন্ মহারাজার আমলে ত্রিপুরা রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় ?
→ মহারাজা বীরেন্দ্রকিশোরমাণিক্যের আমলে ।
৪৬. শচীন দেববর্মন কে ?
→ শচীন দেববর্মন ছিলেন ত্রিপুরার রাজকুমার , সংগীতশিল্পী এবং একজন বিশ্ববিখ্যাত সংগীত পরিচালক ।
৪৭. ধীরেনকৃষ্ণ দেববর্মন কে ?
→ ধীরেনকৃষ্ণ দেববর্মন ছিলেন ত্রিপুরার একজন কৃতী সন্তান ও একজন বিখ্যাত চিত্রশিল্পী । শান্তিনিকেতনে ছাত্রাবস্থায় তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন এবং শান্তিনিকেতনে কলাভবনের অধ্যক্ষ ছিলেন ।
৪৮. ত্রিপুরার কোন্ মহারাজা আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট কর্তৃক অভ্যর্থিত হয়েছিলেন ?
→ বীরবিক্রমকিশোরমাণিক্য ।
৪৯. ‘ নীরমহল ’ প্রাসাদটি কে নির্মাণ করেছিলেন ?
→ বীরবিক্রমকিশোরমাণিক্য ।
৫০. ১৯৪২-৪৩ খ্রিস্টাব্দে ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
→ রতনমণি রিয়াং ।
৫১. কবিগুরুর সপ্ততিতম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় রবীন্দ্র শিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন কে করেছিলেন ?
→ বীরবিক্রমকিশোরমাণিক্য ।
৫২. কবিগুরুকে ‘ ভারত ভাস্কর ’ উপাধিতে কে ভূষিত করেন ?
→ বীরবিক্রমকিশোরমাণিক্য ।
৫৩. ত্রিপুরা রাজ্যে ‘ কাউন্সিল অব রিজেন্সি ’ কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
→ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীরবিক্রমকিশোরমাণিক্যের মৃত্যু হলে যুবরাজ কিরীটবিক্রমকিশোরমাণিক্য নাবালক থাকায় ত্রিপুরা রাজ্যের শাসনব্যবস্থা পরিচালনা করার জন্য একটি ‘ কাউন্সিল অব রিজেন্সি ' গঠন করা হয় ।
৫৪. ত্রিপুরা রাজ্যে ‘ কাউন্সিল অব রিজেন্সির ’ সভাপতি কে ছিলেন ?
→ মহারানি কাঞ্চনপ্রভা দেবী ।
৫৫. ‘ প্ৰজামুক্তি ’ আন্দোলন কী ?
→ ১৯৪৯-৫০ খ্রিস্টাব্দে ত্রিপুরার উপজাতিগণ বিভিন্ন প্রকার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সংঘবদ্ধ হতে থাকেন । গোলাঘাটি , পদ্মবিল , চাম্পাহাওর , রামচন্দ্রঘাট , ঘুংরাই হাওর এবং ত্রিপুরার অন্যান্য পার্বত্য অঞ্চলে মিলিটারি অত্যাচার শুরু করেছিল । মিলিটারির অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৮ মার্চ গণমুক্তি পরিষদের নারীবাহিনীর সদস্যা বীরাঙ্গনা মধুতী , রূপশ্রী এবং কুমারী প্রমুখ ওইদিনে খোয়াই - এর পদ্মবিলে মিলিটারির গুলিতে নিহত হয়েছিলেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন