সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল— A কৃষি

General Awareness Questions in Bengali

 Bangla General Awareness Questions Answers

 Bangla General Awareness MCQ

 History MCQ Answer Question.


1. হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল—

 A কৃষি

 B শিল্প

 C ব্যাবসাবাণিজ্য

 D খনিজ

 2. নীচের কোন্ অঞ্চলে মৃতদেহ কফিনের মধ্যে রেখে সমাধিস্থ করা হত ?

 A চানহুদারো

 B লোথাল

 C হরপ্পা

 D ধোলাভিরা

 3. সিন্ধু সভ্যতায় যে ধাতুর প্রচলন ছিল না

 A তামা

 B লোহা

 C সোনা

 D রূপো

 4. হরপ্পার বণিকদের বলা হত—

 A পণি

 B আর্য

 C কুলপা

 D গৃহপতি

 5. পৃথিবীর প্রাচীনতম বন্দর হল—

 A হরপ্পা

 B মেহি

 C কোয়েটা

 D লোথাল

 6. সিন্ধুবাসীরা যে জন্তুকে দেবতাজ্ঞানে পূজা করত

 A মহিষ

 B গাধা

 C ষাঁড়

 D ঘোড়া

 7. মহাবীর যে শালবৃক্ষের নীচে নির্বাণ লাভ করেছিলেন , সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

 A সরস্বতী

 B ঋজুপালিকা

 C ভরদা

 D রাভি 

 ৪. মহাবীর প্রয়াত হন কোন্ স্থানে ?

 A কুন্ডা

 B বেনারস

 C বৈশালী

 D পাবা

 9. যে সমস্ত জৈনরা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন তাঁদের প্রধান ছিলেন—

 A স্থূলভদ্র

 B হেমচন্দ্ৰ

 C কন্ডাকুন্ড চরিয়া

 D ভদ্রবাহু

 10. কপিলাবস্তু কোন রাজ্যের রাজধানী ?

 A মগধ

 B শাক্য

 C অঙ্গ

 D বৃজি

 11. গৌতমবুদ্ধ প্রয়াত হন—

 A কুন্ডাতে

 B কুশীনগরে

 C গয়াতে

 D উজ্জয়িনীতে 

 12. সম্রাট অশোকের পুত্র ও কন্যা যাঁরা বিদেশে বৌদ্ধধর্ম প্রচারে গিয়েছিলেন তাঁরা হলেন—

 A মহেন্দ্র ও সংঘমিত্রা

 B বিশাল ও ললিতা

 C আনন্দ ও আয়েশা

 D বিজয় ও দেবিকা

 13. কোথায় চতুর্থ বৌদ্ধ মহাসংগীতি অনুষ্ঠিত হয় ?

 A কাশ্মীর

 B নালন্দা

 C বলভী

 D পাটলিপুত্র 

14. ‘ যোগদর্শন ' গ্রন্থটির রচয়িতা

 A পতঞ্জলি

 B বিশ্বামিত্র

 C বশিষ্ট

 D জৈমিনি

 15. মহাকাব্য যুগের অন্যতম ব্যক্তিত্ব হলেন—

 A মহাদেব

 B শ্রীকৃষ্ণ

 C ইন্দ্র

 D বরুণ 

 16. ‘ কুরু ’ জনপদটি বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ?

 A দিল্লি ও তার সংলগ্ন এলাকা

 B হরিয়ানা

 C দিল্লি ও মিরাট

 D পাঞ্জাব ও জয়শলমির

 17. কাশ্মীরে কৈলাশনাথ মন্দির কে নির্মাণ করেন ?

 A মহেন্দ্ৰ বৰ্মন

 B রাজা সিংহবর্মন

 C নরসিংহ বর্মন

 D নন্দিবর্মন পল্লব মন্দির নির্মাণের

 18. নিম্নলিখিত কোন্ শৈলী ক্ষেত্রে লক্ষ করা যায় ?

 A মহেন্দ্ৰশৈলী ও মামল্লশৈলী

 B রাজসিংহ শৈলী

 C নন্দিবর্মন গোষ্ঠী শৈলী

 D সবগুলিই ঠিক

 19. “ অবহেলিত প্রদেশ , জাতি , ভাষা এবং বিভিন্ন বৃত্তির মানুষকে ‘ হোমরুল লিগ ’ শামিল করেছিল , ” উক্তিটি করেছেন

 A এইচ এফ আওয়েন

 B ভিনসেন্ট স্মিথ

 C রমেশচন্দ্র মজুমদার

 D অমলেশ ত্রিপাঠী

 20. মোগল যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন

 A সুরদাস

 B ফৈজি

 C তুলসীদাস

 D তানসেন

 21. যে মোগল সম্রাটের আমলকে ‘ সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়—

 A জাহাঙ্গির

 B আকবর

 C শাহজাহান

 D ঔরঙ্গজেব

 22. জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা ভাগ হয়ে যায়—

 A বোম্বাই

 B সুরাট

 C কলকাতা

 D লখনউ

 23. ‘ রায়তয়ারি ’ বন্দোবস্ত করা হয়

 A রায়ত ও চাষির সঙ্গে

 B জমির মালিকের সঙ্গে

 C প্রশাসনের সঙ্গে

 D জমিদারের সঙ্গে

 24. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—

 A 1800 খ্রিস্টাব্দে

 B 1814 খ্রিস্টাব্দে

 C 1817 খ্রিস্টাব্দে

 D 1900 খ্রিস্টাব্দে

 25. মাদ্রাজ , বোম্বাই ও কলকাতা — এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল—

 A ব্রিটিশ ব্যবস্থা

 B প্রেসিডেন্সি ব্যবস্থা

 C ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা

 D বিদেশি ব্যবস্থা

 26. লর্ড ওয়েলেসলির আগ্রাসী নীতিটি হল—

 A স্বত্ববিলোপ নীতি

 B অধীনতামূলক মিত্রতা নীতি

 C শ্বেতাঙ্গ নীতি

 D অন্ধকূপ হত্যা

 27. কলকাতা দখলের পর সিরাজ - উদদৌলা কলকাতার নাম রাখেন—

 A আলিপুর

 B আলিনগর

 C আলিগঞ্জ

 D আলিবাদ

 28. রানি দুর্গাবতীর সঙ্গে যুদ্ধের সময় মোগল বাহিনীর সেনাপতি ছিলেন

 A মোহম্মদ খাঁ

 B আসফ খাঁ

 C কুবলাই খাঁ

 D মোহম্মদ ইকবাল

 29. আকবরের পুত্র যুবরাজ সেলিম ( জাহাঙ্গির ) কোন্ নারীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তাঁর পিতা বিরোধিতা করেন

 A জাহানারা

 B নুরজাহান

 C জানুবাই

 D যোধাবাই

 30. গোঁড়া রক্ষণশীল মুসলিম সমাজ রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল কারণ—

 A প্রশাসনিক বিষয়ে দক্ষ ছিলেন না বলে

 B পুরুষের পোষাক পরে প্রকাশ্য দরবারে হাজির হতেন

 C শিকার করতেন না বলে

 D ঘোড়ায় চড়ার বিরোধী ছিলেন বলে

 31. ইলতুতমিসের মৃত্যুর পরে অভিজাতগণ সিংহাসনে বসান—

 A আসফ খাঁকে

 B নাসিরউদ্দিন মামুদকে

 C রুকনউদ্দিন ফিরোজ শাহকে

 D মুইজউদ্দিন আব্রাহামকে 

 32. রাজিয়ার সিংহাসনে বসার বিরোধিতা করেছিলেন—

 A নিজাম উল মূলক জুনাইদি

 B রকুনউদ্দিন ফিরোজ শাহ

 C ইলতুতমিস

 D জামালউদ্দিন

 33. অধ্যাগ্নি হল

 A হোমাগ্নির সামনে প্রদত্ত সম্পদ

 B পিতার দেওয়া সম্পদ

 C স্বামীর দেওয়া সম্পদ

 D সবগুলিই ঠিক

 34. মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন—

 A বিম্বিসার

 B অশোক

 C অজাতশত্রু

 D বিন্দুসার

 35. মহাবলীপুরমের রথমন্দিরের নির্মাণকার্য শুরু করেন কে ?

 A প্রথম নরসিংহ বর্মন

 B দ্বিতীয় নরসিংহ বর্মন

 C নন্দিবর্মন

 D গ্রহবর্মন

 36. পুলকেশী কথার অর্থ—

 A মহান সম্রাট

 B মহান সিংহ

 C কীর্তিমান রাজা

 D অত্যাচারি শাসক

 37. পাল রাজারা কোথায় বৌদ্ধধর্ম প্রচারের জন্য দূত পাঠিয়েছিলেন ?

 A কাশ্মীর

 B দক্ষিণ ভারত

 C সিংহল

 D তিব্বত

 38. গুপ্তবংশের শেষ শক্তিশালী সম্রাট—

 A কুমারগুপ্ত

 B রামগুপ্ত

 C স্কন্দগুপ্ত

 D সমুদ্রগুপ্ত

 39. ভারতের যে মন্দিরকে ‘ কৃষ্ণ প্যাগোডা ' বলা হয়—

 A পুরীর জগন্নাথ মন্দির

 B ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির

 C কোনারকের সূর্য মন্দির

 D মহাবলীপুরমের রথমন্দির

 40. হন আক্রমণ প্রতিহত করেন গুপ্তসম্রাট

 A দ্বিতীয় চন্দ্রগুপ্ত

 B সমুদ্রগুপ্ত

 C স্কন্দগুপ্ত

 D কুমারগুপ্ত 

41. নিম্নের প্রত্নতত্ত্ববিদদের নাম সময়ানুসারে সাজাও

 A জেমস ফার্গুসন

 B জেমস প্রিন্সেপ

 C আলেকজান্ডার ক্যানিংহাম

 D এডওয়ার্ড থমাস ( i ) B , A , D , C

 ( ii ) D , B , A , C

 ( iii ) C , D , B , A

 ( iv ) A , C , B , D

42. হরপ্পার সভ্যতায় সমাজের যে শ্রেণির মানুষদের প্রাধান্য বেশি ছিল—

 A জমিদার

 B কৃষিজীবী

 C ক্ষত্রিয়

 D পুরোহিত

 43. হরপ্পার সভ্যতায় বৃহৎ শস্যাগারের দৈর্ঘ্য ছিল—

 A 100 ফুট

 B 200 ফুট

 C 300 ফুট

 D 350 ফুট

 44. মেহেরগড় সভ্যতার একটি কেন্দ্র হল—

 A রুপার

 B লোথাল

 C রানা ঘুনডাই

 D হরপ্পা

 45. মহাবীর প্রয়াত হন

 A 67 বছর বয়সে

 B 69 বছর বয়সে

 C 72 বছর বয়সে

 D 79 বছর বয়সে

 46. হায়রোগ্লিফিক লিপিতে অক্ষর আবিষ্কৃত হয়েছে—

 A 240 টি

 B 250 টি

 C 260 টি

 D 270 টি

 47. গৌতম বুদ্ধ কোন্ বংশে জন্মগ্রহণ করেছিলেন ?

 A শাক্য

 B জ্ঞাতৃকা

 C কুরু

 D লিচ্ছবী 

 4৪. চারটি আর্যসত্য কি ?

 A পৃথিবী দুঃখে পরিপূর্ণ , দুঃখের কারণ হল আকাঙ্ক্ষা

 B আকাঙ্ক্ষা জয় করলে দুঃখ নিবারিত হয় ।

 C অষ্টমার্গ অনুশীলন

 D সবগুলিই ঠিক

 49. সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন—

 A অশোক

 B মহেন্দ্ৰ

 C বৃহদ্রথ

 D বিন্দুসার

 50. গৌতম বুদ্ধ যে অশ্বত্থ গাছের নীচে বসে সিদ্ধিলাভ করেছিলেন—

 A বোধিবৃক্ষ

 B নিমবৃক্ষ

 C তেঁতুলবৃক্ষ

 D আমবৃক্ষ

 51. কাশী রাজ্যটি কোন্ সম্রাটের রাজত্বকালে মগধের অন্তর্ভুক্ত হয় ?

 A বিম্বিসার

 B বিন্দুসার

 C অজাতশত্রু

 D অশোক

 52. চতুর্যাম প্রবর্তন করেন—

 A মহাবীর

 B পার্শ্বনাথ

 C বুদ্ধদেব

 ঋষভনাথ

 53. ‘ জিন ’ বা ‘ জিতেন্দ্ৰিয় ' বলা হয়—

  A বুদ্ধদেবকে

 B পার্শ্বনাথকে

 C আদিনাথকে

 D মহাবীরকে  

 54. কোন্ গুপ্তরাজা ‘ শকারি ’ উপাধি গ্রহণ করেন ?

 A দ্বিতীয় চন্দ্রগুপ্ত

 B প্রথম চন্দ্রগুপ্ত

 C সমুদ্রগুপ্ত

 D কুমারগুপ্ত

 55. অশোকের শিলালিপিতে কোন্ অক্ষর বেশি ব্যবহৃত হয়েছে ?

 A দেবনাগরী

 B আরবিক

 C খরোষ্ঠী

 D ব্রাহ্মী

56. মেগাস্থিনিস কোন্ দেশের অধিবাসী ছিলেন ?

 A সিরিয়া

 B মিশর

 C ম্যাসিডোনিয়া

 D এথেন্স

 57. কোন্ গুপ্ত সম্রাটের উপাধি ছিল ‘ মহেন্দ্ৰাদিত্য ’ ?

 A বিঘ্নগুপ্ত

 B রামগুপ্ত

 C বুদ্ধগুপ্ত

 D কুমারগুপ্ত

 58. সুলতানগঞ্জে প্রাপ্ত ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল কোন্ আমলে ?

 A গুপ্ত

 B মৌর্য

 C কুষান

 D মোগল

 59. কোন্ গুপ্ত সম্রাটের মুদ্রায় সম্রাটকে বীণাবাদনরত অবস্থায় দেখা যায় ?

 A দ্বিতীয় চন্দ্রগুপ্ত

 B কুমারগুপ্ত

 C সমুদ্রগুপ্ত

 D প্রথম চন্দ্রগুপ্ত

 60. সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে যতজন রাজাকে পরাজিত করেছিলেন—

 A ন - জন

 B দশজন

 C এগারোজন

 D বারোজন 

61. ‘ পরাক্রমাঙ্ক ’ ও ‘ কবিরাজ ’ কোন্ গুপ্তরাজার উপাধি ?

 A বিক্রমাদিত্য

 B রামগুপ্ত

 C কুমারগুপ্ত

 D সমুদ্রগুপ্ত 

62. ‘ কিরাতার্জুনিয়ম ’ গ্রন্থের রচয়িতা—

 A ভারবি

 B হর্ষবর্ধন

 C বাণভট্ট

 D কালিদাস

 63. ‘ আমি নতজানু হয়ে একখণ্ড রুটি চেয়েছিলাম , কিন্তু বিনিময়ে পেয়েছি পাথর ’ –গান্ধিজির এই উক্তিটি যে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?

 A চম্পারন

 B আইন অমান্য

 C অসহযোগ

 D ভারত ছাড়ো

 64. আবুল ফজল রচিত গ্রন্থের নাম—

 A বাবরনামা

 B হুমায়ুননামা

 C আকবরনামা

 D জাহাঙ্গিরনামা

 65. পেরিয়োসিদের প্রধান জীবিকা ছিল—

 A বিনিময় প্রথা

 B কৃষিকর্ম , শিল্প ও বাণিজ্য

 C প্রতিপালন ও পরিচর্যা করা

 D শাসনকার্য পরিচালনা 

 66. জাতি নির্ধারিত হয়

 A কর্মের ভিত্তিতে

 B জন্মের ভিত্তিতে

 C কৃষিকাজের ভিত্তিতে

 D যুদ্ধবিগ্রহের মাধ্যমে

 67. প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন

 A ফ্যারাও খুফুর স্ত্রী

 B ফ্যারাও আখেনাটেনের স্ত্রী

 C ফ্যারাও তুতেনখামেনের স্ত্রী

 D ফ্যারাও রামেসিসের স্ত্রী

 68. কোন্ মোগল সম্রাট নর্তকী ও গণিকাদের বিবাহ করে স্থায়ী সংসার প্রতিপালনের নির্দেশ দেন

 A বাবর

 B আকবর

 C শাহজাহান

 D ঔরঙ্গজেব

 69. রাজিয়া বিবাহ করেছিলেন—

 A আলতুনিয়াকে

 B ইয়াকুবকে

 C মইমুউদ্দিন আব্রাহামকে

 D ইয়াকত খাঁকে 

 70 . ‘ মুরশিদকুলি খাঁ - র অভ্যুদয় ’ প্রবন্ধ রচনা করেন—

 A জগদীশ নারায়ণ সরকার

 B যদুনাথ সরকার

 C রাখালদাস বন্দ্যোপাধ্যায়

 D রমেশচন্দ্র মজুমদার

 71. ‘ সিরাজ - উদদৌলা ' গ্রন্থের রচয়িতা ছিলেন—

 A অক্ষয়কুমার বড়াল

 B অক্ষয়কুমার মৈত্রেয়

 C অক্ষয়কুমার সিন্হা

 D অক্ষয়কুমার বিশ্বাস

 72. হায়দরাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল—

 A 1717 খ্রিস্টাব্দে

 B 1724 খ্রিস্টাব্দে

 C 1739 খ্রিস্টাব্দে

 D 1749 খ্রিস্টাব্দে

 73. সম্রাট মোহম্মদ শাহের কাছ থেকে ‘ বুরহান - উল ® মূলক ’ উপাধি লাভ করেন—

 A সফদরজং

 B সুজা - উদ্‌দৌলা

 C সাদাত খান

 D জগৎ শেঠ

 74. ‘ মহারাষ্ট্র পুরাণ ’ গ্রন্থের রচয়িতা হলেন

 A ফেলুরাম

 B গঙ্গারাম

 C তুকারাম

 D বলরাম

 75. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি গ্রাস করেন , তা হল—

 A পাঞ্জাব

 B মেবার

 C অযোধ্যা

 D হায়দরাবাদ

 76. 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল

 A বেসিনের চুক্তি

 B সলবাইয়ের চুক্তি

 C শ্রীরঙ্গপত্তমের চুক্তি

 D আলিনগরের চুক্তি

 77. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন—

 A স্যার এলিজা ইম্পে

 B স্যার উইলিয়াম জোন্স

 C বিটন সাহেব

 D উইলিয়াম কেরি

 78. কলিকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—

 A 1799 খ্রিস্টাব্দে

 B 1800 খ্রিস্টাব্দে

 C 1801 খ্রিস্টাব্দে

 D 1802 খ্রিস্টাব্দে

 79. গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ করেন—

 A লর্ড কর্নওয়ালিশ

 B লর্ড বেন্টিঙ্ক

 C লর্ড ওয়েলেসলি

 D লর্ড ডালহৌসি

 80. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন

 A হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়োদশী

 B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 C রাজা রামমোহন রায়

 D লালা লাজপত রায় 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...