General Awareness Questions in Bengali
Bangla General Awareness Questions Answers
Bangla General Awareness MCQ
History MCQ Answer Question.
1. হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল—
A কৃষি
B শিল্প
C ব্যাবসাবাণিজ্য
D খনিজ
2. নীচের কোন্ অঞ্চলে মৃতদেহ কফিনের মধ্যে রেখে সমাধিস্থ করা হত ?
A চানহুদারো
B লোথাল
C হরপ্পা
D ধোলাভিরা
3. সিন্ধু সভ্যতায় যে ধাতুর প্রচলন ছিল না—
A তামা
B লোহা
C সোনা
D রূপো
4. হরপ্পার বণিকদের বলা হত—
A পণি
B আর্য
C কুলপা
D গৃহপতি
5. পৃথিবীর প্রাচীনতম বন্দর হল—
A হরপ্পা
B মেহি
C কোয়েটা
D লোথাল
6. সিন্ধুবাসীরা যে জন্তুকে দেবতাজ্ঞানে পূজা করত—
A মহিষ
B গাধা
C ষাঁড়
D ঘোড়া
7. মহাবীর যে শালবৃক্ষের নীচে নির্বাণ লাভ করেছিলেন , সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
A সরস্বতী
B ঋজুপালিকা
C ভরদা
D রাভি
৪. মহাবীর প্রয়াত হন কোন্ স্থানে ?
A কুন্ডা
B বেনারস
C বৈশালী
D পাবা
9. যে সমস্ত জৈনরা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন তাঁদের প্রধান ছিলেন—
A স্থূলভদ্র
B হেমচন্দ্ৰ
C কন্ডাকুন্ড চরিয়া
D ভদ্রবাহু
10. কপিলাবস্তু কোন রাজ্যের রাজধানী ?
A মগধ
B শাক্য
C অঙ্গ
D বৃজি
11. গৌতমবুদ্ধ প্রয়াত হন—
A কুন্ডাতে
B কুশীনগরে
C গয়াতে
D উজ্জয়িনীতে
12. সম্রাট অশোকের পুত্র ও কন্যা যাঁরা বিদেশে বৌদ্ধধর্ম প্রচারে গিয়েছিলেন তাঁরা হলেন—
A মহেন্দ্র ও সংঘমিত্রা
B বিশাল ও ললিতা
C আনন্দ ও আয়েশা
D বিজয় ও দেবিকা
13. কোথায় চতুর্থ বৌদ্ধ মহাসংগীতি অনুষ্ঠিত হয় ?
A কাশ্মীর
B নালন্দা
C বলভী
D পাটলিপুত্র
14. ‘ যোগদর্শন ' গ্রন্থটির রচয়িতা—
A পতঞ্জলি
B বিশ্বামিত্র
C বশিষ্ট
D জৈমিনি
15. মহাকাব্য যুগের অন্যতম ব্যক্তিত্ব হলেন—
A মহাদেব
B শ্রীকৃষ্ণ
C ইন্দ্র
D বরুণ
16. ‘ কুরু ’ জনপদটি বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ?
A দিল্লি ও তার সংলগ্ন এলাকা
B হরিয়ানা
C দিল্লি ও মিরাট
D পাঞ্জাব ও জয়শলমির
17. কাশ্মীরে কৈলাশনাথ মন্দির কে নির্মাণ করেন ?
A মহেন্দ্ৰ বৰ্মন
B রাজা সিংহবর্মন
C নরসিংহ বর্মন
D নন্দিবর্মন পল্লব মন্দির নির্মাণের
18. নিম্নলিখিত কোন্ শৈলী ক্ষেত্রে লক্ষ করা যায় ?
A মহেন্দ্ৰশৈলী ও মামল্লশৈলী
B রাজসিংহ শৈলী
C নন্দিবর্মন গোষ্ঠী শৈলী
D সবগুলিই ঠিক
19. “ অবহেলিত প্রদেশ , জাতি , ভাষা এবং বিভিন্ন বৃত্তির মানুষকে ‘ হোমরুল লিগ ’ শামিল করেছিল , ” উক্তিটি করেছেন—
A এইচ এফ আওয়েন
B ভিনসেন্ট স্মিথ
C রমেশচন্দ্র মজুমদার
D অমলেশ ত্রিপাঠী
20. মোগল যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন—
A সুরদাস
B ফৈজি
C তুলসীদাস
D তানসেন
21. যে মোগল সম্রাটের আমলকে ‘ সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়—
A জাহাঙ্গির
B আকবর
C শাহজাহান
D ঔরঙ্গজেব
22. জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা ভাগ হয়ে যায়—
A বোম্বাই
B সুরাট
C কলকাতা
D লখনউ
23. ‘ রায়তয়ারি ’ বন্দোবস্ত করা হয়—
A রায়ত ও চাষির সঙ্গে
B জমির মালিকের সঙ্গে
C প্রশাসনের সঙ্গে
D জমিদারের সঙ্গে
24. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
A 1800 খ্রিস্টাব্দে
B 1814 খ্রিস্টাব্দে
C 1817 খ্রিস্টাব্দে
D 1900 খ্রিস্টাব্দে
25. মাদ্রাজ , বোম্বাই ও কলকাতা — এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল—
A ব্রিটিশ ব্যবস্থা
B প্রেসিডেন্সি ব্যবস্থা
C ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা
D বিদেশি ব্যবস্থা
26. লর্ড ওয়েলেসলির আগ্রাসী নীতিটি হল—
A স্বত্ববিলোপ নীতি
B অধীনতামূলক মিত্রতা নীতি
C শ্বেতাঙ্গ নীতি
D অন্ধকূপ হত্যা
27. কলকাতা দখলের পর সিরাজ - উদদৌলা কলকাতার নাম রাখেন—
A আলিপুর
B আলিনগর
C আলিগঞ্জ
D আলিবাদ
28. রানি দুর্গাবতীর সঙ্গে যুদ্ধের সময় মোগল বাহিনীর সেনাপতি ছিলেন—
A মোহম্মদ খাঁ
B আসফ খাঁ
C কুবলাই খাঁ
D মোহম্মদ ইকবাল
29. আকবরের পুত্র যুবরাজ সেলিম ( জাহাঙ্গির ) কোন্ নারীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তাঁর পিতা বিরোধিতা করেন—
A জাহানারা
B নুরজাহান
C জানুবাই
D যোধাবাই
30. গোঁড়া রক্ষণশীল মুসলিম সমাজ রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল কারণ—
A প্রশাসনিক বিষয়ে দক্ষ ছিলেন না বলে
B পুরুষের পোষাক পরে প্রকাশ্য দরবারে হাজির হতেন
C শিকার করতেন না বলে
D ঘোড়ায় চড়ার বিরোধী ছিলেন বলে
31. ইলতুতমিসের মৃত্যুর পরে অভিজাতগণ সিংহাসনে বসান—
A আসফ খাঁকে
B নাসিরউদ্দিন মামুদকে
C রুকনউদ্দিন ফিরোজ শাহকে
D মুইজউদ্দিন আব্রাহামকে
32. রাজিয়ার সিংহাসনে বসার বিরোধিতা করেছিলেন—
A নিজাম উল মূলক জুনাইদি
B রকুনউদ্দিন ফিরোজ শাহ
C ইলতুতমিস
D জামালউদ্দিন
33. অধ্যাগ্নি হল—
A হোমাগ্নির সামনে প্রদত্ত সম্পদ
B পিতার দেওয়া সম্পদ
C স্বামীর দেওয়া সম্পদ
D সবগুলিই ঠিক
34. মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন—
A বিম্বিসার
B অশোক
C অজাতশত্রু
D বিন্দুসার
35. মহাবলীপুরমের রথমন্দিরের নির্মাণকার্য শুরু করেন কে ?
A প্রথম নরসিংহ বর্মন
B দ্বিতীয় নরসিংহ বর্মন
C নন্দিবর্মন
D গ্রহবর্মন
36. পুলকেশী কথার অর্থ—
A মহান সম্রাট
B মহান সিংহ
C কীর্তিমান রাজা
D অত্যাচারি শাসক
37. পাল রাজারা কোথায় বৌদ্ধধর্ম প্রচারের জন্য দূত পাঠিয়েছিলেন ?
A কাশ্মীর
B দক্ষিণ ভারত
C সিংহল
D তিব্বত
38. গুপ্তবংশের শেষ শক্তিশালী সম্রাট—
A কুমারগুপ্ত
B রামগুপ্ত
C স্কন্দগুপ্ত
D সমুদ্রগুপ্ত
39. ভারতের যে মন্দিরকে ‘ কৃষ্ণ প্যাগোডা ' বলা হয়—
A পুরীর জগন্নাথ মন্দির
B ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির
C কোনারকের সূর্য মন্দির
D মহাবলীপুরমের রথমন্দির
40. হন আক্রমণ প্রতিহত করেন গুপ্তসম্রাট—
A দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B সমুদ্রগুপ্ত
C স্কন্দগুপ্ত
D কুমারগুপ্ত
41. নিম্নের প্রত্নতত্ত্ববিদদের নাম সময়ানুসারে সাজাও
A জেমস ফার্গুসন
B জেমস প্রিন্সেপ
C আলেকজান্ডার ক্যানিংহাম
D এডওয়ার্ড থমাস ( i ) B , A , D , C
( ii ) D , B , A , C
( iii ) C , D , B , A
( iv ) A , C , B , D
42. হরপ্পার সভ্যতায় সমাজের যে শ্রেণির মানুষদের প্রাধান্য বেশি ছিল—
A জমিদার
B কৃষিজীবী
C ক্ষত্রিয়
D পুরোহিত
43. হরপ্পার সভ্যতায় বৃহৎ শস্যাগারের দৈর্ঘ্য ছিল—
A 100 ফুট
B 200 ফুট
C 300 ফুট
D 350 ফুট
44. মেহেরগড় সভ্যতার একটি কেন্দ্র হল—
A রুপার
B লোথাল
C রানা ঘুনডাই
D হরপ্পা
45. মহাবীর প্রয়াত হন—
A 67 বছর বয়সে
B 69 বছর বয়সে
C 72 বছর বয়সে
D 79 বছর বয়সে
46. হায়রোগ্লিফিক লিপিতে অক্ষর আবিষ্কৃত হয়েছে—
A 240 টি
B 250 টি
C 260 টি
D 270 টি
47. গৌতম বুদ্ধ কোন্ বংশে জন্মগ্রহণ করেছিলেন ?
A শাক্য
B জ্ঞাতৃকা
C কুরু
D লিচ্ছবী
4৪. চারটি আর্যসত্য কি ?
A পৃথিবী দুঃখে পরিপূর্ণ , দুঃখের কারণ হল আকাঙ্ক্ষা
B আকাঙ্ক্ষা জয় করলে দুঃখ নিবারিত হয় ।
C অষ্টমার্গ অনুশীলন
D সবগুলিই ঠিক
49. সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন—
A অশোক
B মহেন্দ্ৰ
C বৃহদ্রথ
D বিন্দুসার
50. গৌতম বুদ্ধ যে অশ্বত্থ গাছের নীচে বসে সিদ্ধিলাভ করেছিলেন—
A বোধিবৃক্ষ
B নিমবৃক্ষ
C তেঁতুলবৃক্ষ
D আমবৃক্ষ
51. কাশী রাজ্যটি কোন্ সম্রাটের রাজত্বকালে মগধের অন্তর্ভুক্ত হয় ?
A বিম্বিসার
B বিন্দুসার
C অজাতশত্রু
D অশোক
52. চতুর্যাম প্রবর্তন করেন—
A মহাবীর
B পার্শ্বনাথ
C বুদ্ধদেব
D ঋষভনাথ
53. ‘ জিন ’ বা ‘ জিতেন্দ্ৰিয় ' বলা হয়—
A বুদ্ধদেবকে
B পার্শ্বনাথকে
C আদিনাথকে
D মহাবীরকে
54. কোন্ গুপ্তরাজা ‘ শকারি ’ উপাধি গ্রহণ করেন ?
A দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B প্রথম চন্দ্রগুপ্ত
C সমুদ্রগুপ্ত
D কুমারগুপ্ত
55. অশোকের শিলালিপিতে কোন্ অক্ষর বেশি ব্যবহৃত হয়েছে ?
A দেবনাগরী
B আরবিক
C খরোষ্ঠী
D ব্রাহ্মী
56. মেগাস্থিনিস কোন্ দেশের অধিবাসী ছিলেন ?
A সিরিয়া
B মিশর
C ম্যাসিডোনিয়া
D এথেন্স
57. কোন্ গুপ্ত সম্রাটের উপাধি ছিল ‘ মহেন্দ্ৰাদিত্য ’ ?
A বিঘ্নগুপ্ত
B রামগুপ্ত
C বুদ্ধগুপ্ত
D কুমারগুপ্ত
58. সুলতানগঞ্জে প্রাপ্ত ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল কোন্ আমলে ?
A গুপ্ত
B মৌর্য
C কুষান
D মোগল
59. কোন্ গুপ্ত সম্রাটের মুদ্রায় সম্রাটকে বীণাবাদনরত অবস্থায় দেখা যায় ?
A দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B কুমারগুপ্ত
C সমুদ্রগুপ্ত
D প্রথম চন্দ্রগুপ্ত
60. সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে যতজন রাজাকে পরাজিত করেছিলেন—
A ন - জন
B দশজন
C এগারোজন
D বারোজন
61. ‘ পরাক্রমাঙ্ক ’ ও ‘ কবিরাজ ’ কোন্ গুপ্তরাজার উপাধি ?
A বিক্রমাদিত্য
B রামগুপ্ত
C কুমারগুপ্ত
D সমুদ্রগুপ্ত
62. ‘ কিরাতার্জুনিয়ম ’ গ্রন্থের রচয়িতা—
A ভারবি
B হর্ষবর্ধন
C বাণভট্ট
D কালিদাস
63. ‘ আমি নতজানু হয়ে একখণ্ড রুটি চেয়েছিলাম , কিন্তু বিনিময়ে পেয়েছি পাথর ’ –গান্ধিজির এই উক্তিটি যে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?
A চম্পারন
B আইন অমান্য
C অসহযোগ
D ভারত ছাড়ো
64. আবুল ফজল রচিত গ্রন্থের নাম—
A বাবরনামা
B হুমায়ুননামা
C আকবরনামা
D জাহাঙ্গিরনামা
65. পেরিয়োসিদের প্রধান জীবিকা ছিল—
A বিনিময় প্রথা
B কৃষিকর্ম , শিল্প ও বাণিজ্য
C প্রতিপালন ও পরিচর্যা করা
D শাসনকার্য পরিচালনা
66. জাতি নির্ধারিত হয়—
A কর্মের ভিত্তিতে
B জন্মের ভিত্তিতে
C কৃষিকাজের ভিত্তিতে
D যুদ্ধবিগ্রহের মাধ্যমে
67. প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন—
A ফ্যারাও খুফুর স্ত্রী
B ফ্যারাও আখেনাটেনের স্ত্রী
C ফ্যারাও তুতেনখামেনের স্ত্রী
D ফ্যারাও রামেসিসের স্ত্রী
68. কোন্ মোগল সম্রাট নর্তকী ও গণিকাদের বিবাহ করে স্থায়ী সংসার প্রতিপালনের নির্দেশ দেন—
A বাবর
B আকবর
C শাহজাহান
D ঔরঙ্গজেব
69. রাজিয়া বিবাহ করেছিলেন—
A আলতুনিয়াকে
B ইয়াকুবকে
C মইমুউদ্দিন আব্রাহামকে
D ইয়াকত খাঁকে
70 . ‘ মুরশিদকুলি খাঁ - র অভ্যুদয় ’ প্রবন্ধ রচনা করেন—
A জগদীশ নারায়ণ সরকার
B যদুনাথ সরকার
C রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D রমেশচন্দ্র মজুমদার
71. ‘ সিরাজ - উদদৌলা ' গ্রন্থের রচয়িতা ছিলেন—
A অক্ষয়কুমার বড়াল
B অক্ষয়কুমার মৈত্রেয়
C অক্ষয়কুমার সিন্হা
D অক্ষয়কুমার বিশ্বাস
72. হায়দরাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল—
A 1717 খ্রিস্টাব্দে
B 1724 খ্রিস্টাব্দে
C 1739 খ্রিস্টাব্দে
D 1749 খ্রিস্টাব্দে
73. সম্রাট মোহম্মদ শাহের কাছ থেকে ‘ বুরহান - উল ® মূলক ’ উপাধি লাভ করেন—
A সফদরজং
B সুজা - উদ্দৌলা
C সাদাত খান
D জগৎ শেঠ
74. ‘ মহারাষ্ট্র পুরাণ ’ গ্রন্থের রচয়িতা হলেন—
A ফেলুরাম
B গঙ্গারাম
C তুকারাম
D বলরাম
75. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি গ্রাস করেন , তা হল—
A পাঞ্জাব
B মেবার
C অযোধ্যা
D হায়দরাবাদ
76. 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল—
A বেসিনের চুক্তি
B সলবাইয়ের চুক্তি
C শ্রীরঙ্গপত্তমের চুক্তি
D আলিনগরের চুক্তি
77. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন—
A স্যার এলিজা ইম্পে
B স্যার উইলিয়াম জোন্স
C বিটন সাহেব
D উইলিয়াম কেরি
78. কলিকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—
A 1799 খ্রিস্টাব্দে
B 1800 খ্রিস্টাব্দে
C 1801 খ্রিস্টাব্দে
D 1802 খ্রিস্টাব্দে
79. গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ করেন—
A লর্ড কর্নওয়ালিশ
B লর্ড বেন্টিঙ্ক
C লর্ড ওয়েলেসলি
D লর্ড ডালহৌসি
80. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন—
A হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়োদশী
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C রাজা রামমোহন রায়
D লালা লাজপত রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন