.png)
A জন প্রিন্সেপ
B ক্যানিংহাম
C রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D এম হুইলার
2. প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস গ্রন্থ বলে গণ্য করা হয় যে গ্রন্থকে—
A রাসমালা
B রাজতরঙ্গিনী
C গৌড়বহো
D রামচরিত
3. কলহনের ‘ রাজতরঙ্গিনী ’ কোন সময়ে রচিত ?
A দশম শতাব্দী
B একাদশ শতাব্দী
C দ্বাদশ শতাব্দী
D ত্রয়োদশ শতাব্দী
4. মোগল সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল—
A অভিজাতদের মধ্যে দলাদলি
B জায়গিরদারি সংকট
C সাম্রাজ্যের বিশালতা
D সবগুলিই ঠিক
5. যে মোগল সম্রাটকে ‘ জিন্দাপির ’ বলা হত—
A বাবরকে
B আকবরকে
C জহাঙ্গির
D ঔরঙ্গজেবকে
6. হিন্দি কবি তুলসীদাস রচিত গ্রন্থের নাম—
A রামচরিত
B রামচরিতমানস
C রামচরিত কথা
D কোনোটাই নয়
7. শেরশাহের সমাধি নির্মিত হয়—
A দিল্লিতে
B আগ্রায়
C ফতেহপুর সিক্রিতে
D সাসারাম - এ
৪. যে সুলতান প্রচুর সংখ্যক ক্রীতদাস পোষণ করতেন—
A আলাউদ্দিন খলজি
B বলবন
C ফিরোজশাহ তুঘলক
D কেউ নয়
9. কোন্ দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ?
A হিন্দু মহাসভা
B কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া
C পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি
D সবগুলিই ঠিক
10. সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত লেট কনসোলিডেশন কমিটি থেকে কোন্ দল বেরিয়ে আসে ?
A র্যাডিক্যাল হিউম্যানিস্ট
B বিপ্লবী সমাজতন্ত্রী
C কমিউনিস্ট
D কোনোটিই নয়
11. নৌসেনাবিদ্রোহ কোথায় হয়েছিল ?
A বোম্বাইয়ের জুহুতে
B ‘ তলোয়ার নামে জাহাজে
C দিল্লির সামরিক ঘাঁটিতে
D কালিকট বন্দরে
12. বঙ্গভঙ্গের সময় যার প্রস্তাব অনুযায়ী সারাদেশে অরন্ধন পালিত হয়—
A আনন্দমোহন বসু
B রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
C কৃম্নকুমার মিত্র
D রবীন্দ্রনাথ ঠাকুর
13. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল—
A থিওসফিক্যাল সোসাইটি
B অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
C সত্যশোধক সমাজ
D কোনোটিই নয়
14. ‘ দেশভক্তি - ই ধর্ম এবং ধর্ম - ই ভারতপ্রেম ' উক্তিটি করেছেন—
A স্বামী বিবেকানন্দ
B বালগঙ্গাধর তিলক
C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D এঁদের কেউ নয়
15. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
A রামকৃষ্ণ পরমহংসদেব
B কেশবচন্দ্র সেন
C নরেন্দ্রনাথ দত্ত
D এঁদের কেউ নয়
16. দামিন - ই - কোহ বলতে বোঝায়—
A সাঁওতাল পরগনা
B সাঁওতালদের পরিবার
C সাঁওতাল কৃষক
D কোনোটিই নয়
17. দ্বিতীয় ইঙ্গ - শিখ যুদ্ধে নিম্নলিখিত কোন্টিতে রণাঙ্গন ছিল না ?
A চিলিয়ানওয়ালা
B রামনগর
C গুজরাট
D কোনোটিই নয়
18. যে যুদ্ধ বাংলার নবাবের ভবিষ্যৎ - কে রুদ্ধ করেছিল—
A পলাশির যুদ্ধ
B বক্সারের যুদ্ধ
C উদয়নালার যুদ্ধ
D কোনোটিই নয়
19. কলকাতা পত্তনের আগে বাংলায় ইংরেজদের সবচেয়ে বড়ো কুঠি ছিল—
A চন্দননগরে
B হুগলিতে
C ঢাকাতে
D মুরশিদাবাদে
20. নিম্নলিখিতদের মধ্যে যিনি আকবরের সমালোচক ছিলেন—
A আবুল ফজল
B বদায়ুনি
C ফৈজি
D শিরহিন্দ
21. এককথায় জায়গিরদার সংকট বলতে বোঝায়—
A জায়গিরের তুলনায় তার প্রাপকদের সংখ্যা বৃদ্ধি
B জায়গির দখলের জন্য সংঘর্ষ
C জায়গিরদারদের মধ্যে দুর্নীতি
D এগুলির কোনোটিই নয়
22. ভারতে মোগল শাসনের গোড়াপত্তন করেছিলেন—
A বাবর
B আকবর
C শাহজাহান
D ঔরঙ্গজেব
23. মোহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ নতুন রাজধানীটি ছিল—
A বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ
B আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ
C সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ
D এগুলির কোনোটিই নয়
24. কে বাংলার শেষ সেনরাজা ছিলেন ?
A লক্ষণ সেন
B বল্লাল সেন
C বিজয় সেন
D এঁদের কেউ নয়
25. গুপ্ত আমলের সবচেয়ে খ্যাতিমান সাহিত্যিক ছিলেন—
A কালিদাস
B বাণভট্ট
C বিশাখদত্ত
D কেউ নয়
26. কৌটিল্য কোন গ্রন্থটি রচনা করেন ?
A ইন্ডিকা
B অর্থশাস্ত্র
C রত্নাবলী
D মহাবংশ
27. মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল—
A মথুরা
B নালন্দা
C তক্ষশিলা
D পাটলিপুত্র
28. কোথায় মহাবীরের মৃত্যু হয়—
A কুশিনগরে
B বৈশালীতে
C রাজগৃহে
D পাবাপুরীতে
29. নিম্নলিখিত কোন্টি জৈনদের তিনটি রত্নের অন্যতম নয় ?
A সৎ কর্ম
B সৎ জ্ঞান
C সৎ ব্যবহার
D নির্বাণ
30. গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী ছিল ?
A সিদ্ধার্থ
B তথাগত
C গৌতম
D বোধায়ন
31. বৈদিক যুগে রাজাকে যে সম্প্রদায় সাহায্য করত তারা ছিল—
A পুরোহিত
B সেনানী
C গ্রামণী
D ব্রজপতি
32. নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোন্টিতে একটি জাহাজঘাটা আবিষ্কৃত হয়েছে ?
A লোথাল
B আমরি
C চানহুদারো
D হরপ্পা
33. ভারতের প্রথম কাপড়ের কল ছিল—
A শান্তিপুরের কাপড় কল
B বাউড়িয়া কটন মিল
C মোহিনী মিলস
D কোনোটিই নয়
34. পলাশির যুদ্ধ কোন্ বছর হয়েছিল ?
A 1756 খ্রিস্টাব্দে
B 1757 খ্রিস্টাব্দে
C 1758 খ্রিস্টাব্দে
D 1759 খ্রিস্টাব্দে
35. সিন্ধু সভ্যতার নগর চরিত্রের সবচেয়ে বড়ো প্রমাণ হল—
A বৃহৎ স্নানাগার
B বৃহৎ শস্যাগার
C নগর পরিকল্পনা
D কোনোটিই নয়
36. কোন্টি গ্রীক - রোমান - বৌদ্ধ শিল্পকলা নামে ! পরিচিত—
A মৌর্য
B মথুরা
C গান্ধার
D গুপ্ত
37. নিম্নের কোন্ দলটি সাইমন কমিশনের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল ?
A হিন্দু মহাসভা
B মুসলিম লিগ
C জাতীয় কংগ্রেস
D কোনোটিই নয়
38. জাতীয় কংগ্রেসের অগ্রদূত ছিল—
A ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি
B থিওসফিক্যাল সোসাইটি
C অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স
D হিন্দুমেলা
39. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন—
A হিউম
B উইলিয়াম জোন্স
C চার্লস উইলকিন্স
D ডিকেন্স
40. ডিরোজিয়ো পন্থীরা সমর্থন করতেন—
A স্বাধীন ও যুক্তিবাদী চিন্তা
B দেশকে স্বাধীন করার চেষ্টা
C ইংরেজি শিক্ষার বিস্তার
D মানুষকে শিক্ষিত করে তোলা
41. সিন্ধু সভ্যতাবাসীদের কোন্ ধাতুর ব্যবহার জানা ছিল না ?
A সোনা
B তামা
C লোহা
D রুপো
42. ‘ মৃতের স্তূপ ’ - এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত সেটির খননকার্য চালিয়েছিলেন ?
A দয়ারাম সাহানী
B রাখালদাস বন্দ্যোপাধ্যায়
C ভিনসেন্ট স্মিথ
D এরা কেউই নন
43. মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচকমণ্ডলী কোন্ করার আইনে প্রবর্তিত হয় ?
A 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
B 1892 খ্রিস্টাব্দের কাউন্সিল আইন
C মর্লে - মিন্টো আইন ( 1909 খ্রিস্টাব্দ )
D মন্টেগু - চেমসফোর্ড আইন
44. কোন্ বিপ্লবী নির্দেশিত সংস্থা যেটির সঙ্গে যুক্ত ছিলেন না ?
A সূর্য সেন — ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
B অনিল রায়— শ্রীসংঘ
C হেমচন্দ্র ঘোষ — বেঙ্গল ভলেন্টিয়ার্স
D শচীন্দ্রনাথ সান্যাল — যুগান্তর সমিতি
45. পি এন ঠাকুর কার ছদ্মনাম ?
A লালা হরদয়াল
B রাসবিহারী বসু
C বাঘাযতীন
D বিপিনবিহারী গাঙ্গুলি
46. সুভাষচন্দ্র বসু কখন সর্বসম্মতভাবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন ?
A 1934 খ্রিস্টাব্দের বোম্বাই কংগ্রেস অধিবেশনে
B 1936 খ্রিস্টাব্দের ফৌজপুর কংগ্রেস অধিবেশনে
C 1938 খ্রিস্টাব্দের হরিপুরা কংগ্রেস অধিবেশনে
D 1940 খ্রিস্টাব্দের রামগড় কংগ্রেস অধিবেশনে
47. 1919 খ্রিস্টাব্দে সংগঠিত ঘটনা প্রবাহের কোন্টি সবশেষে ঘটেছিল ?
A রাওলাট আইন
B জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
C নিখিল ভারত খিলাফত সম্মেলন
D 1919 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন
4৪. নির্দেশিত সংবাদপত্রগুলির কোন্টির সম্পাদক সঠিক নয় ?
A বন্দেমাতরম - অরবিন্দ ঘোষ
B নিউ ইন্ডিয়া - বিপিনচন্দ্র পাল
C যুগান্তর - ভূপেন্দ্রনাথ বসু
D সন্ধ্যা - বারীন্দ্রকুমার ঘোষ
49. কে বলেছিলেন — ' স্বরাজ আমার জন্মগত অধিকার ’ ?
A লোকমান্য তিলক
B অরবিন্দ ঘোষ
C বিপিনচন্দ্র পাল
D স্বামী বিবেকানন্দ
50. বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক শেষ রাজবংশের নাম কী ?
A হর্ষবর্ধন
B পাল
C চালুক্য
D চান্দেল্ল
51. গ্রিকরাজ সেলুকাস কোথাকার শাসক ছিলেন ?
A ম্যাসিডন
B গ্রিস
C সিরিয়া
D আফগানিস্থান
52. ' রামচরিত ' গ্রন্থের লেখক কে ছিলেন ?
A বাণভট্ট
B সন্ধ্যাকর নন্দী
C হলায়ুধ
D বিলহন
53. কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী রাজার খাসজমি যে নামে পরিচিত—
A ভাগ
B সীতা
C বলি
D গ্রামিক
54. কোন্ মোগল সম্রাটের আমলে সম্রাজ্ঞীর নাম খোদিত থাকত ?
A শাহজাহান
B জাহাঙ্গির
C বাহাদুর শাহ
D ঔরঙ্গজেব
55. বৈদিক যুগের একপ্রকার কর হল—
A বলি
B অৰ্ঘ্য
C নিষ্ক
D মনা
56. হরপ্পা সভ্যতার জনগণ কোন্ ধাতুর ব্যবহার জানত না ?
A তামা
B লোহা
C রুপা
D নিকেল
57. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন ?
A শীলভদ্র
B দীপংকর শ্রীজ্ঞান
C বীতপাল
D ধোয়ী
58. কোন্ সমসাময়িক মোগল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলেছিলেন ?
A নিয়ামাতুল্লা
B বদায়ুনি
C আব্বাস খান শেরওয়ানি
D নিজামুদ্দিন আহম্মদ
59. স্কুল বুক অব্ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
A উইলিয়াম জোন্স
B উইলিয়াম কেরি
C ডেভিড হেয়ার
D রামমোহন রায়
60. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A জে সি মার্শম্যান
B জেমস অগাস্টাস হিকি
C রামমোহন রায়
D হেনরি ডিরোজিয়ো
61. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় ?
A 1870 খ্রিস্টাব্দে
B 1875 খ্রিস্টাব্দে
C 1876 খ্রিস্টাব্দে
D 1883 খ্রিস্টাব্দে
62. ' A Nation in Making ' গ্রন্থের রচয়িতা কে ?
A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B দাদাভাই নওরোজি
C সুভাষচন্দ্র বসু
D রাজেন্দ্রপ্রসাদ
63. কে স্বরাজ্য দলের সভাপতি ছিলেন ?
A মদনমোহন মালব্য
B চিত্তরঞ্জন দাশ
C মোতিলাল নেহরু
D শ্রীনিবাস আয়েঙ্গার
64. কে বলেছিলেন— “ তোমরা আমাকে রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব । ”
A যতীন দাস
B লোকমান্য তিলক
C ভগৎ সিং
D সুভাষচন্দ্র বসু
65. অমৃতসরের স্বর্ণমন্দির কোন্ শিখ গুরুর সময় নির্মিত হয় ?
A গুরু অর্জুন
B গুরু নানক
C গুরু অঙ্গদ
D গুরু রামদাস
66 , ইংরেজ ও সিরাজ - উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি কবে সাক্ষরিত হয় ?
A 1757 , 5 ফেব্রুয়ারি
B 1757 , 9 ফেব্রুয়ারি
C 1757 , 12 মার্চ
D 1756 , 5 ফেব্রুয়ারি
67. প্রথম শিল্প আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয় ?
A 1881 খ্রিস্টাব্দে
B 1882 খ্রিস্টাব্দে
C 1884 খ্রিস্টাব্দে
D 1886 খ্রিস্টাব্দে
68. তৃতীয় শিখ গুরুর নাম কী ?
A গুরু অমরদাস
B গুরু নানক
C গুরু গোবিন্দ
D গুরু অঙ্গদ
69. 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন—
A মিরকাশিম
B সুজা - উদ্দৌলা
C দ্বিতীয় শাহ আলম
D সকলেই
70. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন ?
A ফারুকশিয়র
B দ্বিতীয় শাহ আলম
C বাহাদুর শাহ
D জাহাঙ্গির
71. ‘ ব্রিটিশ ভারতের ইতিহাস ' কে লিখেছেন ?
A দাদাভাই নওরোজি
B জেমস মিল
C চার্লস গ্রান্ট
D সুভাষচন্দ্র বসু
72. হরিষেণ রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে ?
A সমুদ্রগুপ্ত
B তৃতীয় কৃষ্ণ
C রাজরাজচোল
D মহামতি অশোক
73. চিরস্থায়ী বন্দোবস্ত করে প্রবর্তিত হয় ?
A 1784 খ্রিস্টাব্দে
B 1793 খ্রিস্টাব্দে
C 1804 খ্রিস্টাব্দে
D 1819 খ্রিস্টাব্দে
74 . ‘ অশোক মহাজাতির ধর্মগুরু ' উক্তিটি করেছেন—
A চার্লস বল
B ভিনসেন্ট স্মিথ
C রমেশচন্দ্র মজুমদার
D কৌটিল্য
75. ' নীলদর্পণ ' গ্রন্থের লেখক কে ?
A প্যারীচাঁদ মিত্র
B দীনবন্ধু মিত্র
C কালীপ্রসন্ন সিংহ
D রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
76. ' Discovery of India- এর লেখক হলেন—
A মহাত্মা গান্ধি
B অরবিন্দ ঘোষ
C সরোজিনী নাইডু
D জওহরলাল নেহরু
77 . কোন্ আন্দোলন পরিচালনার জন্য বল্লভভাই প্যাটেল ‘ সর্দার ’ উপাধিতে ভূষিত হন ?
A খেদা সত্যাগ্রহ
B বারদৌলি সত্যাগ্রহ
C লবণ সত্যাগ্রহ
D আইন অমান্য
78. কবে মিরাট ষড়যন্ত্র মামলায় শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয় ?
A 1927 খ্রিস্টাব্দে
B 1928 খ্রিস্টাব্দে
C 1929 খ্রিস্টাব্দে
D 1930 খ্রিস্টাব্দে
79. শ্রীমহাসামন্ত শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের পত্তন করেন—
A 602 খ্রিস্টাব্দে
B 603 খ্রিস্টাব্দে
C 606 খ্রিস্টাব্দে
D 608 খ্রিস্টাব্দে
80. বর্তমানে কোন্টি মৌলিক অধিকার নয় ?
A সমতার অধিকার
B সম্পত্তির অধিকার
C শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার
D বাকস্বাধীনতার অধিকার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন