সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

মহেঞ্জোদাড়োর নিদর্শন কে আবিষ্কার করেন ? C রাখালদাস বন্দ্যোপাধ্যায়

General Knowledge and General Awareness in Bengali, General Awareness Question Answer, General Awareness MCQ, General Awareness Question 2022, General Awareness History.

1. মহেঞ্জোদাড়োর নিদর্শন কে আবিষ্কার করেন ?

 A জন প্রিন্সেপ

 B ক্যানিংহাম

 C রাখালদাস বন্দ্যোপাধ্যায়

 D এম হুইলার

 2. প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস গ্রন্থ বলে গণ্য করা হয় যে গ্রন্থকে

 A রাসমালা

 B রাজতরঙ্গিনী

 C গৌড়বহো

 D রামচরিত

 3. কলহনের ‘ রাজতরঙ্গিনী ’ কোন সময়ে রচিত ?

 A দশম শতাব্দী

 B একাদশ শতাব্দী

 C দ্বাদশ শতাব্দী

 D ত্রয়োদশ শতাব্দী  

 4. মোগল সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল

 A অভিজাতদের মধ্যে দলাদলি

 B জায়গিরদারি সংকট

 C সাম্রাজ্যের বিশালতা

 D সবগুলিই ঠিক

 5. যে মোগল সম্রাটকে ‘ জিন্দাপির ’ বলা হত

 A বাবরকে

 B আকবরকে

 C জহাঙ্গির

 D ঔরঙ্গজেবকে

 6. হিন্দি কবি তুলসীদাস রচিত গ্রন্থের নাম

 A রামচরিত

 B রামচরিতমানস

 C রামচরিত কথা

 D কোনোটাই নয়

 7. শেরশাহের সমাধি নির্মিত হয়—

 A দিল্লিতে

 B আগ্রায়

 C ফতেহপুর সিক্রিতে

 D সাসারাম - এ

 ৪. যে সুলতান প্রচুর সংখ্যক ক্রীতদাস পোষণ করতেন—

 A আলাউদ্দিন খলজি

 B বলবন

 C ফিরোজশাহ তুঘলক

 D কেউ নয়

 9. কোন্ দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ?

 A হিন্দু মহাসভা

 B কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া

 C পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি

 D সবগুলিই ঠিক

 10. সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত লেট কনসোলিডেশন কমিটি থেকে কোন্ দল বেরিয়ে আসে ?

 A র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট

 B বিপ্লবী সমাজতন্ত্রী

 C কমিউনিস্ট

 D কোনোটিই নয়

 11. নৌসেনাবিদ্রোহ কোথায় হয়েছিল ?

 A বোম্বাইয়ের জুহুতে

 B ‘ তলোয়ার নামে জাহাজে

 C দিল্লির সামরিক ঘাঁটিতে

 D কালিকট বন্দরে

 12. বঙ্গভঙ্গের সময় যার প্রস্তাব অনুযায়ী সারাদেশে অরন্ধন পালিত হয়—

 A আনন্দমোহন বসু

 B রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

 C কৃম্নকুমার মিত্র

 D রবীন্দ্রনাথ ঠাকুর

 13. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল

 A থিওসফিক্যাল সোসাইটি

 B অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ

 C সত্যশোধক সমাজ

 D কোনোটিই নয়

 14. ‘ দেশভক্তি - ই ধর্ম এবং ধর্ম - ই ভারতপ্রেম ' উক্তিটি করেছেন

 A স্বামী বিবেকানন্দ

 B বালগঙ্গাধর তিলক

 C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 D এঁদের কেউ নয়

 15. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?

 A রামকৃষ্ণ পরমহংসদেব

 B কেশবচন্দ্র সেন

 C নরেন্দ্রনাথ দত্ত

 D এঁদের কেউ নয়

 16. দামিন - ই - কোহ বলতে বোঝায়—

 A সাঁওতাল পরগনা

 B সাঁওতালদের পরিবার

 C সাঁওতাল কৃষক

 D কোনোটিই নয়

 17. দ্বিতীয় ইঙ্গ - শিখ যুদ্ধে নিম্নলিখিত কোন্‌টিতে রণাঙ্গন ছিল না ?

 A চিলিয়ানওয়ালা

 B রামনগর

 C গুজরাট

 D কোনোটিই নয়

 18. যে যুদ্ধ বাংলার নবাবের ভবিষ্যৎ - কে রুদ্ধ করেছিল—

 A পলাশির যুদ্ধ

 B বক্সারের যুদ্ধ

 C উদয়নালার যুদ্ধ

 D কোনোটিই নয়

 19. কলকাতা পত্তনের আগে বাংলায় ইংরেজদের সবচেয়ে বড়ো কুঠি ছিল

 A চন্দননগরে

 B হুগলিতে

 C ঢাকাতে

 D মুরশিদাবাদে

 20. নিম্নলিখিতদের মধ্যে যিনি আকবরের সমালোচক ছিলেন—

 A আবুল ফজল

 B বদায়ুনি

 C ফৈজি

 D শিরহিন্দ

 21. এককথায় জায়গিরদার সংকট বলতে বোঝায়—

 A জায়গিরের তুলনায় তার প্রাপকদের সংখ্যা বৃদ্ধি

 B জায়গির দখলের জন্য সংঘর্ষ

 C জায়গিরদারদের মধ্যে দুর্নীতি

 D এগুলির কোনোটিই নয়

 22. ভারতে মোগল শাসনের গোড়াপত্তন করেছিলেন—

 A বাবর

 B আকবর

 C শাহজাহান

 D ঔরঙ্গজেব

 23. মোহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ নতুন রাজধানীটি ছিল—

 A বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ

 B আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ

 C সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ

 D এগুলির কোনোটিই নয়

 24. কে বাংলার শেষ সেনরাজা ছিলেন ?

 A লক্ষণ সেন

 B বল্লাল সেন

 C বিজয় সেন

 D এঁদের কেউ নয়

 25. গুপ্ত আমলের সবচেয়ে খ্যাতিমান সাহিত্যিক ছিলেন—

 A কালিদাস

 B বাণভট্ট

 C বিশাখদত্ত

 D কেউ নয়

 26. কৌটিল্য কোন গ্রন্থটি রচনা করেন ?

 A ইন্ডিকা

 B অর্থশাস্ত্র

 C রত্নাবলী

 D মহাবংশ  

 27. মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল

 A মথুরা

 B নালন্দা

 C তক্ষশিলা

 D পাটলিপুত্র

 28. কোথায় মহাবীরের মৃত্যু হয়

 A কুশিনগরে

 B বৈশালীতে

 C রাজগৃহে

 D পাবাপুরীতে

 29. নিম্নলিখিত কোন্‌টি জৈনদের তিনটি রত্নের অন্যতম নয় ?

 A সৎ কর্ম

 B সৎ জ্ঞান

 C সৎ ব্যবহার

 D নির্বাণ

 30. গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী ছিল ?

 A সিদ্ধার্থ

 B তথাগত

 C গৌতম

 D বোধায়ন

 31. বৈদিক যুগে রাজাকে যে সম্প্রদায় সাহায্য করত তারা ছিল—

 A পুরোহিত

 B সেনানী

 C গ্রামণী

 D ব্রজপতি

 32. নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোন্‌টিতে একটি জাহাজঘাটা আবিষ্কৃত হয়েছে ?

 A লোথাল

 B আমরি

 C চানহুদারো

 D হরপ্পা

 33. ভারতের প্রথম কাপড়ের কল ছিল

 A শান্তিপুরের কাপড় কল

 B বাউড়িয়া কটন মিল

 C মোহিনী মিলস

 D কোনোটিই নয় 

34. পলাশির যুদ্ধ কোন্ বছর হয়েছিল ?

 A 1756 খ্রিস্টাব্দে

 B 1757 খ্রিস্টাব্দে

 C 1758 খ্রিস্টাব্দে

 D 1759 খ্রিস্টাব্দে

 35. সিন্ধু সভ্যতার নগর চরিত্রের সবচেয়ে বড়ো প্রমাণ হল

 A বৃহৎ স্নানাগার

 B বৃহৎ শস্যাগার

 C নগর পরিকল্পনা

 D কোনোটিই নয়

  36. কোন্‌টি গ্রীক - রোমান - বৌদ্ধ শিল্পকলা নামে ! পরিচিত—

 A মৌর্য

 B মথুরা

 C গান্ধার

 D গুপ্ত  

 37. নিম্নের কোন্ দলটি সাইমন কমিশনের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল ?

 A হিন্দু মহাসভা

 B মুসলিম লিগ

 C জাতীয় কংগ্রেস

 D কোনোটিই নয়

 38. জাতীয় কংগ্রেসের অগ্রদূত ছিল—

 A ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি

 B থিওসফিক্যাল সোসাইটি

 C অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স

 D হিন্দুমেলা

 39. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন—

 A হিউম

 B উইলিয়াম জোন্স

 C চার্লস উইলকিন্স

 D ডিকেন্স

 40. ডিরোজিয়ো পন্থীরা সমর্থন করতেন—

 A স্বাধীন ও যুক্তিবাদী চিন্তা

 B দেশকে স্বাধীন করার চেষ্টা

 C ইংরেজি শিক্ষার বিস্তার

 D মানুষকে শিক্ষিত করে তোলা 

41. সিন্ধু সভ্যতাবাসীদের কোন্ ধাতুর ব্যবহার জানা ছিল না ?

 A সোনা

 B তামা

 C লোহা

 D রুপো

 42. ‘ মৃতের স্তূপ ’ - এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত সেটির খননকার্য চালিয়েছিলেন ?

 A দয়ারাম সাহানী

 B রাখালদাস বন্দ্যোপাধ্যায়

 C ভিনসেন্ট স্মিথ

 D এরা কেউই নন

 43. মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচকমণ্ডলী কোন্ করার আইনে প্রবর্তিত হয় ?

 A 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন

 B 1892 খ্রিস্টাব্দের কাউন্সিল আইন

 C মর্লে - মিন্টো আইন ( 1909 খ্রিস্টাব্দ )

 D মন্টেগু - চেমসফোর্ড আইন

 44. কোন্ বিপ্লবী নির্দেশিত সংস্থা যেটির সঙ্গে যুক্ত ছিলেন না ?

 A সূর্য সেন — ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 B অনিল রায়— শ্রীসংঘ

 C হেমচন্দ্র ঘোষ — বেঙ্গল ভলেন্টিয়ার্স

 D শচীন্দ্রনাথ সান্যাল — যুগান্তর সমিতি

 45. পি এন ঠাকুর কার ছদ্মনাম ?

 A লালা হরদয়াল

 B রাসবিহারী বসু

 C বাঘাযতীন

 D বিপিনবিহারী গাঙ্গুলি

 46. সুভাষচন্দ্র বসু কখন সর্বসম্মতভাবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন ?

 A 1934 খ্রিস্টাব্দের বোম্বাই কংগ্রেস অধিবেশনে

 B 1936 খ্রিস্টাব্দের ফৌজপুর কংগ্রেস অধিবেশনে

 C 1938 খ্রিস্টাব্দের হরিপুরা কংগ্রেস অধিবেশনে

 D 1940 খ্রিস্টাব্দের রামগড় কংগ্রেস অধিবেশনে

 47. 1919 খ্রিস্টাব্দে সংগঠিত ঘটনা প্রবাহের কোন্‌টি সবশেষে ঘটেছিল ?

 A রাওলাট আইন

 B জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

 C নিখিল ভারত খিলাফত সম্মেলন

 D 1919 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন

 4৪. নির্দেশিত সংবাদপত্রগুলির কোন্‌টির সম্পাদক সঠিক নয় ?

 A বন্দেমাতরম - অরবিন্দ ঘোষ

 B নিউ ইন্ডিয়া - বিপিনচন্দ্র পাল

 C যুগান্তর - ভূপেন্দ্রনাথ বসু

 D সন্ধ্যা - বারীন্দ্রকুমার ঘোষ

 49. কে বলেছিলেন — ' স্বরাজ আমার জন্মগত অধিকার ’ ?

 A লোকমান্য তিলক

 B অরবিন্দ ঘোষ

 C বিপিনচন্দ্র পাল

 D স্বামী বিবেকানন্দ

 50. বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক শেষ রাজবংশের নাম কী ?

 A হর্ষবর্ধন

 B পাল

 C চালুক্য

 D চান্দেল্ল

 51. গ্রিকরাজ সেলুকাস কোথাকার শাসক ছিলেন ?

 A ম্যাসিডন

 B গ্রিস

 C সিরিয়া

 D আফগানিস্থান

 52. ' রামচরিত ' গ্রন্থের লেখক কে ছিলেন ?

 A বাণভট্ট

 B সন্ধ্যাকর নন্দী

 C হলায়ুধ

 D বিলহন

 53. কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী রাজার খাসজমি যে নামে পরিচিত—

 A ভাগ

 B সীতা

 C বলি

 D গ্রামিক

 54. কোন্ মোগল সম্রাটের আমলে সম্রাজ্ঞীর নাম খোদিত থাকত ?

 A শাহজাহান

 B জাহাঙ্গির

 C বাহাদুর শাহ

 D ঔরঙ্গজেব 

 55. বৈদিক যুগের একপ্রকার কর হল—

 A বলি

 B অৰ্ঘ্য

 C নিষ্ক

 D মনা

 56. হরপ্পা সভ্যতার জনগণ কোন্ ধাতুর ব্যবহার জানত না ?

 A তামা

 B লোহা

 C রুপা

 D নিকেল 

 57. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন ?

 A শীলভদ্র

 B দীপংকর শ্রীজ্ঞান

 C বীতপাল

 D ধোয়ী 

 58. কোন্ সমসাময়িক মোগল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলেছিলেন ?

 A নিয়ামাতুল্লা

 B বদায়ুনি

 C আব্বাস খান শেরওয়ানি

 D নিজামুদ্দিন আহম্মদ 

 59. স্কুল বুক অব্ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

 A উইলিয়াম জোন্স

 B উইলিয়াম কেরি

 C ডেভিড হেয়ার

 D রামমোহন রায়

 60. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

 A জে সি মার্শম্যান

 B জেমস অগাস্টাস হিকি

 C রামমোহন রায়

 D হেনরি ডিরোজিয়ো 

 61. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় ?

 A 1870 খ্রিস্টাব্দে

 B 1875 খ্রিস্টাব্দে

 C 1876 খ্রিস্টাব্দে

 D 1883 খ্রিস্টাব্দে

 62. ' A Nation in Making ' গ্রন্থের রচয়িতা কে ?

 A সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 B দাদাভাই নওরোজি

 C সুভাষচন্দ্র বসু

 D রাজেন্দ্রপ্রসাদ 

 63. কে স্বরাজ্য দলের সভাপতি ছিলেন ?

 A মদনমোহন মালব্য

 B চিত্তরঞ্জন দাশ

 C মোতিলাল নেহরু

 D শ্রীনিবাস আয়েঙ্গার

64. কে বলেছিলেন— “ তোমরা আমাকে রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব । ”

 A যতীন দাস

 B লোকমান্য তিলক

 C ভগৎ সিং

 D সুভাষচন্দ্র বসু   

 65. অমৃতসরের স্বর্ণমন্দির কোন্ শিখ গুরুর সময় নির্মিত হয় ?

 A গুরু অর্জুন

 B গুরু নানক

 C গুরু অঙ্গদ

 D গুরু রামদাস 

 66 , ইংরেজ ও সিরাজ - উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি কবে সাক্ষরিত হয় ?

 A 1757 , 5 ফেব্রুয়ারি

 B 1757 , 9 ফেব্রুয়ারি

 C 1757 , 12 মার্চ

 D 1756 , 5 ফেব্রুয়ারি

 67. প্রথম শিল্প আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয় ?

 A 1881 খ্রিস্টাব্দে

 B 1882 খ্রিস্টাব্দে

 C 1884 খ্রিস্টাব্দে

 D 1886 খ্রিস্টাব্দে

 68. তৃতীয় শিখ গুরুর নাম কী ?

 A গুরু অমরদাস

 B গুরু নানক

 C গুরু গোবিন্দ

 D গুরু অঙ্গদ

 69. 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন—

 A মিরকাশিম

 B সুজা - উদ্‌দৌলা

 C দ্বিতীয় শাহ আলম

 D সকলেই

 70. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন ?

 A ফারুকশিয়র

 B দ্বিতীয় শাহ আলম

 C বাহাদুর শাহ

 D জাহাঙ্গির

 71. ‘ ব্রিটিশ ভারতের ইতিহাস ' কে লিখেছেন ?

 A দাদাভাই নওরোজি

 B জেমস মিল

 C চার্লস গ্রান্ট

 D সুভাষচন্দ্র বসু

 72. হরিষেণ রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে ?

 A সমুদ্রগুপ্ত

 B তৃতীয় কৃষ্ণ

 C রাজরাজচোল

 D মহামতি অশোক

 73. চিরস্থায়ী বন্দোবস্ত করে প্রবর্তিত হয় ?

 A 1784 খ্রিস্টাব্দে

 B 1793 খ্রিস্টাব্দে

 C 1804 খ্রিস্টাব্দে

 D 1819 খ্রিস্টাব্দে

 74 . ‘ অশোক মহাজাতির ধর্মগুরু ' উক্তিটি করেছেন—

 A চার্লস বল

 B ভিনসেন্ট স্মিথ

 C রমেশচন্দ্র মজুমদার

 D কৌটিল্য

 75. ' নীলদর্পণ ' গ্রন্থের লেখক কে ?

 A প্যারীচাঁদ মিত্র

 B দীনবন্ধু মিত্র

 C কালীপ্রসন্ন সিংহ

 D রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 

76. ' Discovery of India- এর লেখক হলেন—

 A মহাত্মা গান্ধি

 B অরবিন্দ ঘোষ

 C সরোজিনী নাইডু

 D জওহরলাল নেহরু

 77 . কোন্ আন্দোলন পরিচালনার জন্য বল্লভভাই প্যাটেল ‘ সর্দার ’ উপাধিতে ভূষিত হন ?

 A খেদা সত্যাগ্রহ

 B বারদৌলি সত্যাগ্রহ

 C লবণ সত্যাগ্রহ

 D আইন অমান্য

78. কবে মিরাট ষড়যন্ত্র মামলায় শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয় ?

 A 1927 খ্রিস্টাব্দে

 B 1928 খ্রিস্টাব্দে

 C 1929 খ্রিস্টাব্দে

 D 1930 খ্রিস্টাব্দে

79. শ্রীমহাসামন্ত শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের পত্তন করেন—

 A 602 খ্রিস্টাব্দে

 B 603 খ্রিস্টাব্দে

 C 606 খ্রিস্টাব্দে

 D 608 খ্রিস্টাব্দে 

 80. বর্তমানে কোন্‌টি মৌলিক অধিকার নয় ?

 A সমতার অধিকার

 B সম্পত্তির অধিকার

 C শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার

 D বাকস্বাধীনতার অধিকার  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...