সংবিধান সংশোধন পদ্ধতির প্রয়োজনীয়তা কী? 73-তম সংবিধান সংশোধন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
রাষ্ট্র পরিচালনার জন্য নিয়মকানুনের সমষ্টিকে অর্থাৎ যেসব সুনির্দিষ্ট নীতি ও পদ্ধতির দ্বারা একটি দেশের শাসনকার্য পরিচালিত হয় তাকে 'সংবিধান' বলে অভিহিত করা হয়। দেশের পরিবর্তিত পরিস্থিতি ও অবস্থাসমূহের সঙ্গে সংবিধানকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। এজন্যেই সংবিধান সংশোধন অপরিহার্য হয়ে ওঠে। 73-তম সংবিধান সংশোধন (1992)-এর একটি প্রকৃষ্ট উদাহরণ।
[i] 73-তম সংবিধান সংশোধনী বিল 1992 খ্রিস্টাব্দে পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়ার পর 1993 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। এর ফলে দেশের পঞ্চায়েত ব্যবস্থার অবস্থানগত পরিবর্তন ঘটে। পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এতকাল যে গুরুত্বপূর্ণ বিষয়টি কেবল নির্দেশমূলক নীতিগুলির অন্তর্ভুক্ত থেকে বাধ্যতামূলক চরিত্রসম্পন্ন ছিল না, তার সাংবিধানিক স্বীকৃতি অর্জিত হল। সংবিধানের পঞ্চম অধ্যায় সংযোজন করে সেখানে 243A থেকে 243D পর্যন্ত ধাপ-ধারার ব্যবস্থা করে সুস্পষ্টভাবে পঞ্চায়েতের গঠন, ক্ষমতা ও কার্যাবলি লিপিবদ্ধ করা হয়েছে।
[ii] এ ছাড়াও-
[a] একাদশ তপশিল যোগ করে পঞ্চায়েত ব্যবস্থার এক্তিয়ারকে সুস্পষ্টভাবে গড়ে তোলা হয়।
[b] পঞ্চায়েত ব্যবস্থার কাঠামো সম্পর্কে একটি নিশ্চিত ও সুনির্দিষ্ট ব্যবস্থা তৈরি হয়েছে।
[c] নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত নির্বাচন বাধ্যতামূলক হয়েছে।
[d] মহিলাসহ সমাজের দুর্বলতার অংশের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
[e] পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা লিপিবদ্ধ করা হয়েছে।
[f] জনগণের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণেও জন্য স্থায়ীভাবে গ্রামসভা কায়েম করা হয়েছে।
[iii] এই সংশোধনী আইনে প্রতিটি রাজ্যে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা- পরিষদ) প্রবর্তন বাধ্যতামূলক করা হয়েছে। তবে যে- রাজ্যের জনসংখ্য 20 লক্ষের বেশি নয়, সেখানে পঞ্চায়েতের কোনো মধ্যবর্তী স্তর থাকে না। কেবল দ্বিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
[iv] এটি সারাদেশ পঞ্চায়েত ব্যবস্থার বিবর্তনের ইতিহাসে। একটি গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ। এটি তৃতীয় স্তরে সরকার প্রতিষ্ঠিত করেছে। জেলাস্তরের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মহিলাদের জন্য আসন সংরক্ষণ একটি মূল্যবান ও সুদূরপ্রসারী পদক্ষেপ। এ ছাড়াও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ নিঃসন্দেহে এক বৈপ্লবিক প্রচেষ্টা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন