সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে যুক্তিগুলির উল্লেখ করো।
Vote শব্দের অর্থ নির্বাচন করা। কোনো রাষ্ট্রে বসবাসকারী নাগরিকরা জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী-দরিদ্র, শিক্ষিত- অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেককে ভোটাধিকার দেওয়ার নাম হল সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এই ব্যবস্থায় কেবলমাত্র বয়সের ভিত্তিকে (18 বছর) গ্রহণ করা হয়। অবশ্য বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া এবং বিদেশিদের ভোটাধিকার থাকে না।
সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে যুক্তি: রুশো, ল্যাস্কি, জেফারসন প্রমুখ চিন্তাবিদরা সার্বিক ভোটাধিকারের পক্ষে মত প্রকাশ করেছেন। তাঁদের যুক্তিগুলি হল-
[i] ভোটাধিকার নাগরিকদের জন্মগত অধিকার: জনগণই হল গণতান্ত্রিক শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই এই শাসন- ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের মধ্যেই নিহিত থাকে। রুশোর ভাষায় বলা যায় যে, জনগণের বাণী হল ঈশ্বরের বাণী। জনগণের হাতে ভোটাধিকার প্রদান করা না-হলে গণতন্ত্র বাস্তব রূপ পরিগ্রহ করতে পারে না। এই অর্থে ভোটাধিকার হল প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার।
[ ii] সাম্যনীতির প্রতিফলন: গণতন্ত্র সাম্যনীতিতে বিশ্বাসী। এর অর্থ হল সবাই সমান সুযোগসুবিধা পাবে। সুতরাং, কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
[ iii] সরকারের স্বৈরাচারিতা রোধ: সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ জনগণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সরকার পক্ষ যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে তখন জনগণ নির্বাচনের সময় উক্ত দলকে ভোেট না-দিয়ে অন্য কোনো বিরোধী দলকে ভোট দিয়ে ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত করতে পারে। এই কারণে সরকার স্বৈরাচারী হতে পারে না।
[iv] রাজনৈতিক শিক্ষার বিকাশ: ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। এই অধিকার প্রয়োগের জন্য জনগণ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে জ্ঞানলাভ করার ব্যাপারে আগ্রহী হয়। এইভাবে তাদের রাজনৈতিক শিক্ষার বিকাশ ঘটে।
[v] যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হওয়া উচিত: যেহেতু সরকারের আইনকানুন এবং শাসন সকলকে স্পর্শ করে, তাই প্রত্যেকেরই ভোটের অধিকার থাকা দরকার। অর্থাৎ, যা সকলকে স্পর্শ করে তা প্রত্যেকের দ্বারা নির্ধারিত হওয়া উচিত।
[vi] দাবিপূরণ: সাধারণত দেখা যায় যাদের ভোটাধিকার থাকে না, তাদের দাবির কথা কেউ শোনে না, তারা বিভিন্ন সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হয়-এই ব্যবস্থা গণতন্ত্রে কাম্য নয়। তাই প্রত্যেকের ভোটাধিকার থাকা উচিত।
[vii] রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা ও ঐক্যরক্ষা: প্রাপ্তবয়স্ক নাগরিকদের একাংশকে ভোটাধিকার প্রদান এবং অন্য অংশকে তাথেকে বঞ্চিত করলে সেই বঞ্চিত গোষ্ঠীর মনে সরকার বিরোধী মনোভাব দানা বাঁধতে পারে। তার ফলে রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা ও ঐক্য বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন