যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তগুলি কী কী?
কোনো একটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সাফল্যলাভ করতে পারবে কি না, তা কতকগুলি বাস্তব অবস্থার ওপর নির্ভর করে। অনুকূল ওই বাস্তব অবস্থাকে যুক্তরাষ্ট্রের সাফল্যের শর্ত বলা যায়, এগুলি নিম্নে আলোচনা করা হল-
[i] ভৌগোলিক সান্নিধ্য: যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য অঙ্গরাজ্যগুলির মধ্যে ভৌগোলিক সান্নিধ্য থাকা একান্ত প্রয়োজন। ভৌগোলিক সান্নিধ্য না থাকলে অঙ্গরাজ্য- গুলির মধ্যে সহজে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ গড়ে ওঠে না, ফলে রাজ্যগুলির মধ্যে ঐক্যও বিনষ্ট হয়।
[ii] জাতীয়তাবোধ: যুক্তরাষ্ট্রের সাফল্য নির্ভর করে বিভিন্ন অঙ্গরাজ্যের অধিবাসীদের মধ্যে জাতীয়তাবোধের ওপর। অঙ্গরাজ্যগুলির অধিবাসীদের মধ্যে ভাষাগত, ধর্মগত বা সংস্কৃতিগত দিক থেকে পার্থক্য থাকতে পারে, কিন্তু ওরা যদি এক জাতীয়তাবোধে অনুপ্রাণিত না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। গভীর জাতীয়তাবোধই যুক্তরাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় করে।
[iii] আয়তন, জনসংখ্যা ও অর্থসম্পদে সমতা: যুক্তরাষ্ট্র গঠনে ইচ্ছুক রাজ্যগুলির মধ্যে আয়তন, জনসংখ্যা ও ধনসম্পদের দিক থেকে সমতা থাকা উচিত। বিশেষত জনসংখ্যা ও অর্থনৈতিক সমতা না থাকলে যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো একটি রাজ্য অন্যান্য রাজ্যগুলির অপেক্ষা বেশি শক্তিশালী হয়ে উঠবে, ফলে অন্যান্য রাজ্যগুলিকে এর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।
[iv] শাসনব্যবস্থার সাম্য: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির মধ্যে একই ধরনের শাসনব্যবস্থা প্রবর্তিত থাকা দরকার। কোনো রাজ্যে গণতন্ত্র, কোথাও বা একনায়কতন্ত্র প্রবর্তিত থাকলে এদের মধ্যে বিরোধ বাধবার আশঙ্কা থাকে, এতে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
[v] সামাজিক ব্যবস্থায় ঐক্য: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির মধ্যে সামাজিক রীতিনীতি, প্রথা ও সাংস্কৃতিক ব্যাপারে ঐক্য থাকবে। তা না হলে পরস্পরের মধ্যে বিরোধ বাধার আশঙ্কা থাকে।
[vi] আর্থিক সংগতি: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির মধ্যে যথেষ্ট আর্থিক সংগতি থাকা উচিত। উপযুক্ত পরিমাণ আর্থিক সংগতির অভাব হলে অঙ্গরাজ্যগুলির পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না, ফলে রাজ্য সরকারগুলি আর্থিক সাহায্য লাভের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
[vii] কেন্দ্রীয় আইনসভা ও মন্ত্রীসভার সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা: অঙ্গরাজ্যগুলির স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে বৈচিত্র্য ও বিভিন্নতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে এবং মন্ত্রীসভায় অঙ্গরাজ্য- গুলির সমান সংখ্যক প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকা উচিত, তা না হলে অপেক্ষাকৃত কমসংখ্যক প্রতিনিধি ও মন্ত্রী নেওয়া রাজ্যগুলির জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে।
এতে যুক্তরাষ্ট্রের সাফল্যের পথে অন্তরায় সৃষ্টি করবে।
[viii] নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত: যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও অঙ্গ- রাজ্যগুলির মধ্যে বিবাদ মীমাংসার জন্য একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে। কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির সব রকমের যুক্তরাষ্ট্রীয় বিরোধ মীমাংসার ক্ষেত্রে এই আদালত চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকে। যুক্তরাষ্ট্রের মধ্যে সবাইকে তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুক্তরাষ্ট্রীয় আদালতের রায় মেনে নেওয়া উচিত। ডাইসি যথার্থই বলেছেন যে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুক্তরাষ্ট্রীয় আদালতের রায় মেনে নেওয়া উচিত। তাঁর মতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল জনসমাজ ছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সাফল্যমন্ডিত হতে পারে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন