কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টনের ব্যাপারে সারকারিয়া কমিশনের মূল সুপারিশগুলি ব্যাখ্যা করো।
1967 খ্রিস্টাব্দ থেকে কেন্দ্র-রাজ্যের সম্পর্কের পুনর্বিন্যাসের দাবি জোরদার আকার ধারণ করলে সেই দাবির কাছে নতি
স্বীকার করে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি 1983 খ্রিস্টাব্দে সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি আর এন সারকারিয়ার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন নিয়োগ করেন। যা সারকারিয়া কমিশন নামে পরিচিত। কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়ে এই কমিশনের মূল সুপারিশগুলি হল-
[i] আইন প্রণয়ন সংক্রান্ত সম্পর্কের ক্ষেত্রে সংবিধানের 246 নং ধারার পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই বলে কমিশন সুপারিশ করেছে। তবে সংবিধানের কিছু অংশের সংশোধন করা আবশ্যক বলে কমিশন মনে করে। যেমন-সংবিধানের 250 নং ধারানুযায়ী, জরুরি অবস্থার মধ্যেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে রাজ্যগুলির আইন প্রণয়নের অধিকার থাকবে। সপ্তম তালিকায় বর্ণিত কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংশোধন করা প্রয়োজন। যার উদ্দেশ্য হল অবশিষ্ট ক্ষমতাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা ইত্যাদি।
[ii] আন্তঃরাজ্য পরিষদ গঠনের জন্য বামপন্থী রাজ্য সরকার- গুলির যৌক্তিকতা স্বীকার করে নিয়েও কমিশন এর নতুন নামকরণ করেছে আন্তঃসরকারি পরিষদ। গঠন ও কার্যাবলি সম্পর্কে কমিশনের সুপারিশ হল-পরিষদের একটি সাধারণ সভা, একটি স্থায়ী কমিটি এবং একটি সচিবালয় থাকবে। প্রধানমন্ত্রী হবেন সাধারণ সভার সভাপতি। পরিষদ সাধারণভাবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্ন নিয়ে আলোচনা করার অধিকারী।
[iii] সারকারিয়া কমিশন অর্থনৈতিক পরিকল্পনার প্রক্রিয়া, পরিকল্পনা বা কমিশনের ভূমিকা এবং জাতীয় উন্নয়ন পর্ষদের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার সময় তাদের ত্রুটি-বিচ্যুতিগুলি দূর করার উদ্দেশ্যে সরকারি দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন সাধনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এইভাবে সারকারিয়া কমিশন একটি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছে।
[iv] রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও কমিশন রাজ্যপালদের নিয়োগ পদ্ধতি, ক্ষমতাবলি প্রভৃতি সংক্রান্ত বর্তমান সবকিছুকেই সমর্থন করেছে।
[v] সংবিধানের 352 নং ও 356 নং ধারায় বর্ণিত জরুরি অবস্থা সংক্রান্ত সাংবিধানিক বিধি ব্যবস্থার কোনো রকম পরিবর্তন সাধনের প্রয়োজনীয়তা আছে বলে কমিশন মনে করে না। তবে 356 নং ধারাটির ব্যবহার যাতে খুব বেশি করা না হয়। তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন