নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ ও পদচ্যুতি সম্পর্কে উল্লেখ করো।
নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ ও পদচ্যুতি সম্পর্কে উল্লেখ করো।
অবশ্য এক্ষেত্রে পার্লামেন্ট প্রণীত আইনানুসারে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেন। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার-সহ অপর দুই নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ 6 বছর। তবে ওই সময়ের পূর্বেই যদি কোনো নির্বাচন কমিশনারের বয়স 65 বছর পূর্ণ হয়ে যায়, তাহলে তাঁকে 6 বছরের পূর্বেই অবসর নিতে হয়। পদমর্যাদা, বেতন প্রভৃতির দিক দিয়ে তাঁরা সুপ্রিমকোর্টের বিচারপতিদের সমতুল্য।
নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতার কথা চিন্তা করে সংবিধানের। 324(5) ধারায় বলা হয়েছে যে, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হলে সুপ্রিমকোর্টেও বিচারপতিগণকে যে কারণে এবং যে পদ্ধতিতে পদচ্যুত করা যায়, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ, প্রমাণিত অসামর্থ্য ও অসদাচারের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে পার্লামেন্টের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। নির্বাচন কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কমিশনারদেরও রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। তবে এক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ ব্যতীত তাদের পদচ্যুত করা যায় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন