ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কীভাবে বজায় রাখা হয়?
সংবিধানে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করার জন্য কতকগুলি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
[i] নির্বাচন কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি বা শাসক দল ইচ্ছামতো অপসারণ করতে পারে না। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের যে কারণে এবং যে পদ্ধতিতে অপসারণ করা যায়, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। এই পদ্ধতিটি বিশেষভাবে জটিল। তা ছাড়া, নির্বাচন কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কমিশনারদেরও রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ ছাড়া তাদের অপসারিত করতে পারেন না।
[ii] পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্তাদি ও কার্যকাল নির্ধারণ করেন।
[iii] নিয়োগের পর নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্ত, বেতন, ভাতা ইত্যাদি তাদের স্বার্থের বিরুদ্ধে পরিবর্তন করা যাবে না।
[iv] সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ প্রয়োজনীয় সংখ্যক সরকারি কর্মচারী সরবরাহ করবেন।
[v] সাধারণত প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের ভিতর থেকেই মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়ে থাকে।
[vi] নির্বাচন কমিশনের সদস্যদের বেতন ও ভাতা জনিত ব্যয় ভারতের সঞ্চিত তহবিলের (Consolidated Fund of India) ওপর ধার্য করা হয়েছে। পার্লামেন্টে প্রতিবছর এই ব্যয়কে অনুমোদন করতে হয় না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন