রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারগুলির যে-কোনো চারটি পার্থক্য উল্লেখ করো।
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারগুলির পার্থক্য হল-
[i] মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কাজের ওপর বিধিনিষেধ আরোপ করে। অর্থাৎ, রাষ্ট্র কোন্ কোন্ কাজ করতে পারবে না, মৌলিক অধিকারগুলি তার নির্দেশ দেয়। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কোন্ কোন্ কাজ করা উচিত, সে সম্পর্কে ইতিবাচক নির্দেশ দান করে থাকে।
[ii] মৌলিক অধিকারগুলি এককভাবে কার্যকর হতে পারে। এগুলিকে কার্যকর করার জন্য আইনসভাকে কোনো আইন প্রণয়ন করতে হয় না। কিন্তু নির্দেশমূলক নীতি এককভাবে কার্যকর হতে পারে না। এগুলিকে কার্যকর করতে হলে আইন প্রণয়ন করা একান্ত প্রয়োজন।
[iii] সংবিধানের তৃতীয় অংশে বর্ণিত মৌলিক অধিকারগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য। সাধারণ অবস্থায় মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করা হলে সংবিধানের 32 নং ও 226 নং ধারার সাহায্যে আদালতে যাওয়া যায়। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়।
[iv] মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির বিরোধ বাধলে নির্দেশমূলক নীতিগুলি বাতিল হয়ে যায়। কিন্তু নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং তাদের পরিপূরক হিসেবে চলতে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন