ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি নিরঙ্কুশ?
ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি নিরঙ্কুশ 'নয়। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির ওপর যেসব বাধা- নিষেধ আরোপ করা হয়েছে, সেগুলি হল-[i] রাষ্ট্রীয় নিরাপত্তা, [ii] বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীবন্ধন, [iii] শান্তিশৃঙ্খলা রক্ষা, [iv] আদালত অবমাননা, [v] মানহানি, [vi] অপরাধমূলক কার্যে প্ররোচনা দান এবং [vii] অসদাচরণ ও অশালীনতা প্রভৃতি কারণে রাষ্ট্র মৌলিক অধিকারগুলি নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়াও বিশেষ অবস্থায় মৌলিক অধিকারগুলির ওপর নিম্নলিখিত বাধানিষেধ আরোপ করতে পারে-
ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার > রাষ্ট্রীয় নিরাপত্তা > বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীবন্ধন > শান্তিশৃঙ্খলা রক্ষা > আদালত অবমাননা > মানহানি > অপরাধমূলক কার্যে প্ররোচনা দান > অসদাচরণ ও অশালীনতা
[i] সাধারণ শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত বাহিনীর লোকেদের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলির প্রয়োগ সংক্রান্ত নিয়মাবলি সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে।
[ii] দেশে যদি সামরিক আইন বলবৎ থাকে, তবে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র বা রাজ্যের যে-কোনো কর্মচারীকে বরখাস্ত করার ক্ষমতা পার্লামেন্টের আছে।
[iii] রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করলে পার্লামেন্ট দেশের সামগ্রিক প্রয়োজনে যে-কোনো আইন প্রণয়ন করতে পারে।
[iv] 25তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছিল যে, 39(b) ও (c) নং ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে গিয়ে পার্লামেন্ট প্রণীত কোনো আইন সংবিধানের 14, 19 ও 31 নং ধারার বিরোধী বলে বাতিল হবে না। 1980 খ্রিস্টাব্দে মিনার্ভা মিল মামলায় সুপ্রীমকোর্ট 42 তম সংশোধনীর 4নং ও 55নং অনুচ্ছেদ দুটিকে বাতিল করে দিলেও 25তম সংশোধনীর পূর্বোক্ত অংশটিকে অপরিবর্তিত রেখে দিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন