সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকারগুলির মধ্যে কোন্ মৌলিক অধিকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো।
সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকারগুলির মধ্যে কোন্ মৌলিক অধিকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো। এই অধিকারের এলাকাগুলি সংক্ষেপে উল্লেখ করে দেখাও যে, কেন এটি গুরুত্বপূর্ণ?
ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হল স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার বলতে বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, ভারতের যে-কোনো স্থানে বসবাস করার, যে-কোনো বৃত্তি ও পেশা অবলম্বন করার অধিকার বোঝায়। এ ছাড়াও স্বাধীনতার অধিকারের মধ্যে যথার্থভাবেই ব্যক্তির ব্যক্তিস্বাধীনতা রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 20নং ধারায় বলা হয়েছে যে, কোনো ব্যক্তিকে প্রচলিত আইনভঙ্গের অপরাধের জন্য শাস্তি দেওয়া যায় না এবং প্রচলিত আইনভঙ্গের জন্য প্রচলিত আইনানুসারেই শাস্তিপ্রদান করতে হবে। আবার 21 নং ধারানুসারে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। সংবিধান সংশোধনীর মাধ্যমে বর্তমানে শিক্ষার অধিকারটি অন্যতম মৌলিক অধিকারে = পরিণত হয়েছে। 22 নং ধারানুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও আটক করা হলে তাকে গ্রেফতার করার কারণ জানাতে হবে এবং আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। এইভাবে সংবিধানের 19নং ধারার মাধ্যমে সংবিধান নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা রক্ষার ব্যবস্থা করেছে একইসঙ্গে ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক নিরাপত্তার মধ্যে সমন্বয় স্থাপন করার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন