1970-এর দশকের প্রথম দিকে ইন্দিরা গান্ধি পরিচালিত সরকারের জনপ্রিয়তার পেছনে কী কী কারণ ছিল ?
.png)
উত্তরঃ 1971 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনের প্রাককালে 1969 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরে সিন্ডিকেট বনাম ইন্দিরা গান্ধির রাজনৈতিক মতাদর্শগত বিরোধ প্রকট হয়। উভয় পক্ষের মতান্তর রাষ্ট্রপতির নির্বাচনকে জটিল ও উত্তপ্ত করে তোলে। উভয় পক্ষই তাদের মনোনীত প্রার্থী দেয় এবং ইন্দিরা গান্ধি সমর্থিত প্রার্থী ভি ভি গিরি জয়ী হন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিবাদ চরম আকার ধারণ করে এবং সিন্ডিকেট ও ইন্দিরা সমর্থিত কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়। এর পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ইন্দিরা সমর্থিত নতুন কংগ্রেস দলকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়। এমতাবস্থায় ইন্দিরা গান্ধিকে বিশেষ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হয়, যা ইন্দিরা গান্ধির জনপ্রিয়তাকে বৃদ্ধি করে। সেগুলি হল নিম্নরূপ :
[i] ইন্দিরা গান্ধি সচেতনভাবেই তার সমাজতান্ত্রিক পরিচয়কে কেন্দ্র করে উদ্যোগগুলি গ্রহণ করেন। নেহরুর আদর্শের মধ্যে যে-সমাজতান্ত্রিক ভাবনার উদয় হয়েছিল তা ইন্দিরা গান্ধি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাই তাঁর জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
[ii] ভূমিসংস্কার : ইন্দিরা গান্ধি নেত্রী হিসেবে রাজনীতির মধ্যমণি হয়ে ওঠার মূল কারণ বলা যেতে পারে তার ভূমিসংস্কারের উদ্যোগ গ্রহণ। এই সময়কালেই ইন্দিরা গান্ধি ভূমিসংস্কার সংক্রান্ত চলমান আইনগুলিকে সঠিকভাবে কার্যকর করার ক্ষেত্রে বিশাল প্রচারাভিযান শুরু করেন। এ ছাড়া জমির মালিকানার ক্ষেত্রে জমির ন্যূনতম কিংবা সর্বোচ্চসীমা নির্ধারণের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে সচেষ্ট হন।
[iii] জনমুখী কর্মসূচি : ইন্দিরা গান্ধির জনপ্রিয়তার শীর্ষে ওঠার অন্যতম কারণ হিসেবে বলা যায়, তাঁর বিভিন্ন জনমুখী নীতি নির্ধারণ। 1967 খ্রিস্টাব্দে ‘দশ দফা কর্মসূচি ও 1975 খ্রিস্টাব্দে 20 দফা কর্মসূচি যা মূলত দারিদ্র্য দূরীকরণে সাহায্য করে। সমাজের দরিদ্র শ্রেণির মানুষের কাছে তার জনপ্রিয়তা বৃদ্ধি বজায় রাখার উদ্দেশ্যে তিনি 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লোকসভা ভেঙে দেওয়ার জন্য সুপারিশ করেন। এটি তার বিস্ময়কর, সাহসী ও বিতর্কিত পদক্ষেপ।
[iv] ‘গরিবি হঠাও' কর্মসূচি : ইতিবাচক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিখ্যাত স্লোগান চালু করেন, তা ছিল 'গরিবি হঠাও'। এর মাধ্যমে তিনি বঞ্চিত জনগণ, বিশেষ করে ভূমিহীন, শ্রমজীবী মানুষ, দলিত আদিবাসী, সংখ্যালঘু, মহিলা এবং বেকারদের সমর্থন আদায়ের জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। ‘গরিবি হঠাও' স্লোগান এবং উল্লিখিত কর্মসূচিগুলি ছিল ইন্দিরা গান্ধির রাজনৈতিক কৌশল।
[v] সবশেষে এ কথা বলতেই হবে যে, ইন্দিরা গান্ধির জনপ্রিয়তা তাঁর জনমুখী কর্মসূচি ও জনগণের প্রতি ভাবনা, ভালোবাসা থেকে প্রকাশিত হয়েছে। ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিত্বকে আরও সুদৃঢ় করতে সাহায্য করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন