ভারতের প্রতিবেশী দেশ মনে করে তাদের অভ্যন্তরীণ বিষয়ের ওপর ভারত হস্তক্ষেপ করে—তোমার মতামত দাও।
উত্তরঃ না, এই চিন্তাধারা সঠিক নয়। এটি একটি ভ্রান্ত প্রচার এবং ভুল বোঝাবুঝির ফল। দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত বৃহত্তম রাষ্ট্র। তার আয়তন ও প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলের সমস্ত রাষ্ট্রগুলির যোগফলের তিনগুণ। আর্থিক ও সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম মহাশক্তিধর রাষ্ট্র। তার মানব সম্পদ (জনসংখ্যা) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর বর্তমান পৃথিবীতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি সর্বদাই বন্ধুত্বপূর্ণ সাহায্যকারী সম্পর্ক বজায় রেখে চলেছে। প্রথম থেকেই ভারতের নীতি ও আদর্শ শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক। কিন্তু ভারতের প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রসমূহের অভিযোগ, তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে। এই চিন্তাধারা প্রতিবেশী ছোটো রাষ্ট্রগুলির মধ্যে সাম্প্রতিক কালে প্রবলভাবে দেখা দিয়েছে। এর নেপথ্য কারণ কী?
ভারতের বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচারের নেপথ্যে আছে কয়েকটি ভারত-বিরোধী বিদেশি শক্তি। নাম করে বলতে হয় চিন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভুল ধারণার অবসান হয়েছে। কারণ সে মনে করত ভারত আসলে সোভিয়েত শিবিরের সমর্থক কিন্তু বর্তমানে তার সেই ধারণার অবসান হয়েছে।
বর্তমানে পাকিস্তান এবং চিন এই অঞ্চলে ভারত-বিরোধী প্রচারের প্রধান মুখপাত্র। দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে চিন এই ষড়যন্ত্র চালিয়েছে। চিন প্রচার করেছে ভারত ছোটো ছোটো প্রতিবেশী রাষ্ট্রগুলিকে নানাভাবে সাহায্যের অছিলায় তাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করছে, তাদের প্রভাবিত করেছে। অথচ ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির দুর্যোগ ও দুঃখের দিনে সবার আগে সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন—শ্রীলঙ্কা থেকে কয়েক হাজার তামিল জঙ্গি যখন মালদ্বীপ আক্রমণে যাত্রা করে তখন মালদ্বীপের আবেদনে ভারত দ্রুত বিমানবাহিনী প্রেরণ করে সেই আক্রমণ ধ্বংস করে দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা আজ ইতিহাস হয়ে গেছে। ওই সময়ে ভারত এক কোটি বাংলাদেশী শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তা ছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয়ে ভারত বার বার সাহায্য করেছে। শ্রীলঙ্কার উন্নয়নে এবং জাতি-দাঙ্গা সমস্যা সমাধানে, নেপাল ও ভুটানের আর্থিক উন্নয়নে, খাদ্যপণ্য এবং পরিকাঠামো গড়ে দেওয়াতে ভারত সর্বদাই অগ্রগণ্য ও আন্তরিক। আফগানিস্তানের গৃহযুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে ভারত। কয়েক বছর আগে নেপালের ভূমিকম্পে ভারতের উদ্ধার কাজ ও সাহায্য সহযোগিতা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক করোনা ভাইরাসে আক্রান্ত প্রতিবেশী রাষ্ট্রগুলিকে পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ও কিট সরবরাহ করেছে। কয়েক লক্ষ টাকা দিয়ে ভারত এর জন্য একটি তহবিলও গড়ে দিয়েছে। তথাপি দুঃখের বিষয় প্রতিবেশী রাষ্ট্রগুলিতে চিনের প্রভাব বৃদ্ধি পাবার ফলে ভ্রান্ত ধারণাগুলি দূর হতে সময় লাগছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন