স্থায়িত্বশীল উন্নয়ন বলতে কী বোঝো ? এর লক্ষ্যগুলি আলোচনা করো ।
উত্তর: স্থায়িত্বশীল উন্নয়ন হল একটি আন্তঃসরকারি চুক্তি যা সরকারিভাবে Transforming Our World The 2030 Agenda for Sustainable Development নামে পরিচিত। 2015 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের 51নং প্রস্তাবে এই বিষয়টির অবতারণা করা হয়। 25-27 সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তা গৃহীত হয়।
এর মধ্যে ছিল 169টি টার্গেট এবং 17টি লক্ষ্য। ভবিষ্যতে আমরা কী চাই? তার ওপর ভিত্তি করে একটি ভবিষ্যতের স্থায়িত্বশীল উন্নয়নের কর্মসূচি গৃহীত হয়। পৃথিবী পারস্পরিক সহযোগিতা, শাস্তি মানব সম্পদ এই আলোচনায় স্থান পেয়েছে। 2030 খ্রিস্টাব্দের মধ্যে জাতিপুঞ্জের 193টি সদস্য রাষ্ট্রের উপরিউক্ত লক্ষ্যমাত্রাগুলি পূরণের কথা বলা হয়েছে।
• এই লক্ষ্যমাত্রাগুলি হল—
[i] দারিদ্র্যতার অবসান ঘটানো।
[ii] ক্ষুধা দূরীকরণ, খাদ্যে নিরাপত্তা প্রদান, পুষ্টির উন্নয়ন ঘটানো সর্বোপরি কৃষির উন্নয়ন ত্বরান্বিত করা।
[iii] পরিকাঠামো ও শিল্পের উন্নয়ন ঘটানো।
[iv] লিঙ্গগত বৈষম্য দূর করে মহিলা ও কন্যাদের মধ্যে ক্ষমতায়ন ঘটানো।
[v] সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো।
[vi] বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন।
[vii] মায়েদের বা হবু মায়েদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো।
[viii] শিশু মৃত্যুর হার হ্রাস করা।
[ix] ম্যালেরিয়া, ডেঙ্গি, HIV/AIDS ও আন্যান্য রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
[x] কর্মসংস্থান ও উৎপাদনশীল কাজের মাধ্যমে মানব সম্পদের যথাযথ ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো।
[xi] বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা করা।
[xii] শহর ও নগরে বাসস্থানের সমস্যা দূর করা ও নিরাপদ বাসস্থান সুনিশ্চিত করা।
[xiii] দেশের অভ্যন্তরে ও বিদেশের বিভিন্ন দেশের মধ্যে অসাম্য দূরীকরণ।
[xiv] আবহাওয়ার পরিবর্তন প্রতিরোধের জন্য সঠিক ও প্রয়োজনীয় কাঠামো তৈরি করা।
[xv] সহনযোগ্য উপায়ে সামুদ্রিক সম্পদের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা।
[xvi] উন্নয়নের জন্য একটি বিশ্বজনীন অংশীদারিত্ব গড়ে তোলা।
[xvii] উৎপাদন ও ব্যয়ের মধ্যে সহনযোগ্যতা নিশ্চিত করতে হবে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন