বার্লিন প্রাচীর ভাঙার ফলে কি ঠান্ডা যুদ্ধের অবসান হয় ? ব্যাখ্যা করো।
উত্তর: ঠান্ডা যুদ্ধের চরম অবস্থায় সোভিয়েতের সাহায্য ও প্ররোচনায় জার্মানি ভেঙে দু-টুকরো হল। পূর্ব জার্মানি থাকল সোভিয়েত জোনে। পশ্চিম জার্মানিতে যথারীতি আমেরিকার প্রভাব থেকেই গেল। তখন বার্লিনের ওপর দিয়ে রাশিয়া এক বিশাল পাঁচিল তুলে দিল, যা বার্লিন প্রাচীর নামে পরিচিত। ঠান্ডা যুদ্ধের সমাপ্তির শেষ মুহূর্তে এই বার্লিন প্রাচীরকে দুই জার্মানির জনগণ ভেঙে ধূলিসাৎ করে দিল। এই ঐতিহাসিক ঘটনাকে 'দ্বিতীয় বিশ্ব' তথা ঠান্ডা যুদ্ধের অবসান বলে ধরা হয়।
1989 খ্রিস্টাব্দের অক্টোবরে সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভ ঘোষণা করেন যে, ওয়ারশ চুক্তিভুক্ত রাষ্ট্রগুলি তাদের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক তার পরের মাসেই অর্থাৎ, 9 নভেম্বরে বার্লিন প্রাচীরকে ভেঙে দুই জার্মানি আবার একত্রিত হয়ে গেল। যা বার্লিন প্রাচীর ভাঙন নামে পরিচিত। গর্বাচেভের ঘোষণার পরেই পনেরোটি রিপাবলিকের মধ্যে প্রথম লিথুয়ানিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1990 খ্রিস্টাব্দের জুন মাসে রাশিয়ান পার্লামেন্ট ঘোষণা করল, তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হবে। তারপরেই 1991 খ্রিস্টাব্দের ডিসেম্বরে সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভ পদত্যাগ করলেন। সোভিয়েত ইউনিয়নের বিভাজন সম্পূর্ণ হল। দেখা যাচ্ছে, বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পরেই এইসব ঘটনাগুলি দ্রুত ঘটে যায়। তাই, বার্লিন প্রাচীরের পতনকে ‘দ্বিতীয় বিশ্ব, দ্বিমেরুতা' এবং ‘ঠান্ডা যুদ্ধের' অবসানের প্রতীক বলা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন