সার্ক সংগঠনে ভারতের ভূমিকা উল্লেখ করো ।
উত্তর: সার্ক সংগঠনে ভারতের ভূমিকা : 1985 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি নিয়ে সার্ক গড়ে ওঠে। এই সার্কভুক্ত দেশগুলির মধ্যে ভারত হল সর্ববৃহৎ রাষ্ট্র জনসংখ্যা ও আয়তনে। সার্কের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলি হল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান। 2007 খ্রিস্টাব্দে আফগানিস্তান সার্কভুক্ত হলে সার্কের সদস্য সংখ্যা দাঁড়ায় আট ।
[i] ভারতের উৎসাহ : সার্ক গঠনের শুরু থেকেই ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে শাস্তি সহযোগিতা এবং আর্থিক ও সামাজিক উন্নয়নে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। সার্কের জন্মলগ্নে বাংলাদেশের জিয়াউর রহমানের কর্মতৎপরতার পাশাপাশি তা বাস্তবায়নে নতুন দিল্লির ভূমিকাকে (বিশেষত কার্যপ্রণালী গঠনের ক্ষেত্রে) অস্বীকার করা যায় না।
[ii] সার্কের সাংস্কৃতিক তৎপরতায় ভারতের উদ্যোগ : 1992 খ্রিস্টাব্দে ভারতের উদ্যোগে সার্কভুক্ত দেশগুলির মধ্যে সাংস্কৃতিক উৎসব ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিটি সার্কভুক্ত রাষ্ট্রের সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা এই উৎসবে যোগদান করেন।
[iii] ৰাণিজ্য মেলা সংগঠনে ভারতের ভূমিকা : ভারতের উদ্যোগে 1996 খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে সর্বপ্রথম আন্তঃ সার্ক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এবং বাণিজ্যিক বিষয়ক নানা আলোচনা, মত বিনিময় সংগঠিত হয়। যার ফলে পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতার পথ প্রশস্ত হয়।
[iv] সন্ত্রাস দমনে ভারতের উদ্যোগ : বিশেষত দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমনে ভারত সর্বদাই তৎপরতা দেখিয়েছে। এই বিষয়ে 2004 এবং 2005 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বাদশ ও ত্রয়োদশ সার্ক সম্মেলনে The Regional Convention on Suppression of Terrorism 4 The Additional Protocol to the 1987 SAARC Convention on Terrorism উল্লেখ্য। এই দুটি সম্মেলনে সন্ত্রাসদমনে আইনগত পরিকাঠামো রচিত হয়।
[v] SAPTA ও SAFTA গঠনে ভারতের ভূমিকা : 1993 ও 2004 খ্রিস্টাব্দে SAPTA ও SAFTA গৃহীত হয়। এই চুক্তি দুটির ক্ষেত্রেই ভারতের উদ্যোগ ছিল সর্বাধিক। যার ফলে দক্ষিণ এশীয় অঞ্চলে মুক্ত বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হয়। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পায়।
[vi] দারিদ্র্য দূরীকরণে ভারতের উদ্যোগ : দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো সমস্যা হল দারিদ্র্য। 2004 খ্রিস্টাব্দে ইসলামাবাদে দ্বাদশ সম্মেলনে দারিদ্র্য দূরীকরণের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলারের Project - Poverty Aleviation হাতে নেওয়া হয়। এ ছাড়া ভারত Finance Fearibility Project ঘোষণা করে। সর্বোপরি দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে ও গঠনগত উন্নয়নে ভারত সর্বদাই কান্ডারির ভূমিকা পালন করে এসেছে। যদিও কতিপয় রাষ্ট্র যেমন— চিন, পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে ভারতের এই অতি তৎপরতাকে একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠার অপচেষ্টা বলে সমালোচনা করে থাকে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন