সম্রাট এবং তাদের ইতিহাস: মোগল দরবার (ষোড়শ-সপ্তদশ শতাব্দী)
নীচের প্রশ্নগুলি একটি শব্দে / পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 1
1. বাবরের আত্মজীবনীটির নাম করো।
উত্তর: বাবরের আত্মজীবনীটির নাম হল তুজুক-ই-বাবরি বা বাবরনামা।
2. কাকে, কেন 'জিন্দাপির' বলা হত ?
উত্তর: ঔরঙ্গজেবকে ‘জিন্দাপির' বলা হত, কারণ—তিনি ধর্মীয় অনুশাসন মেনে অনাড়ম্বর ও সংযমী জীবনযাপন করতেন।
3. কবে, কাদের মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তর: 1539 খ্রিস্টাব্দে মোগল সম্রাট হুমায়ুন ও বিহারের আফগান শাসক শের খাঁ-র মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয়।
4. বাবর কাবুল দখল করে কী উপাধি নিয়েছিলেন ?
উত্তর: বাবর কাবুল দখল করে ‘পাদশাহ' উপাধি নিয়েছিলেন।
5. 'চাঘতাই তুর্কি' কথাটির উদ্ভব কোথা থেকে ?
উত্তর: ‘চাঘতাই তুর্কি' কথাটি এসেছে মোঙ্গলবীর চেঙ্গিজ খানের পুত্র চাঘতাই-এর নাম থেকে।
6. স্ক্রিপটোরিয়াম বলতে কী বোঝো ?
উত্তর: স্ক্রিপটোরিয়াম হল এমন একটি স্থান যেখানে নতুন পাণ্ডুলিপি লেখা হত, পাণ্ডুলিপি নকল করা হত এবং সংগৃহীত পাণ্ডুলিপি রাখা হত।
7. 'নাস্তালিক' শৈলী কী ?
উত্তর: ‘নাসখ’ ও ‘তালিক' লিপির সংমিশ্রণে তৈরি এক ধরনের হস্তলিপি শৈলী, যেখানে খাড়া দাগগুলি ছোটো এবং অনুভূমিক দাগগুলি দীর্ঘ হত। সাধারণত ফরাসি সাহিত্যে এই শৈলী ব্যবহৃত হত।
৪. ক্যালিগ্রাফি (Calligraphy) কী ?
উত্তর: মোগল যুগে সুন্দর হাতের লেখা শিল্পের খুব চর্চা হত কারণ ছাপাখানার রেওয়াজ ছিল না। সেই হাতের লেখাকেই বলা হয় ক্যালিগ্রাফি বা হস্তলিপিশিল্প।
9. মোগল আমলের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম করো ।
উত্তর: মোগল আমলের বিখ্যাত চিত্রশিল্পীরা হলেন আবদুস সামাদ, বসাবন, ওস্তাদ মনসুর, আকা রিজা প্রমুখ।
10. রজমনামা গ্রন্থের অলংকরণ করেন কোন্ শিল্পী ?
উত্তর: রজমনামা গ্রন্থের অলংকরণ করেন শিল্পী দশবন্ত।
11. মিনিয়েচার কী ?
উত্তর: মোগল আমলে বইয়ের পাতা সাজানো হত সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোটো এই ছবিগুলিকে বলা হত মিনিয়েচার বা অণুচিত্র।
12. আবুল ফজলকে কে হত্যা করে ?
উত্তর: রাজকুমার সেলিমের নির্দেশে বীর সিং বুন্দেলা আবুল ফজলকে হত্যা করে ।
13. মাহজারনামা কী ?
উত্তর: 1579 খ্রিস্টাব্দে সম্রাট আকবর কর্তৃক জারি করা ঘোষণাপত্র ছিল মাহজারনামা; যার মাধ্যমে উলেমাদের শরিয়তি আইনের চূড়ান্ত ব্যাখ্যার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
14. তীর্থকর ও জিজিয়া কর কখন লোপ করা হয় ?
উত্তর: তীর্থকর 1563 খ্রিস্টাব্দে এবং জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে লোপ করা হয়।
15. সিজদা কী ?
উত্তর: সিজদা হল অভিবাদনের একটি পারসিক রীতি; এই রীতি অনুযায়ী সম্রাটের সামনে উপস্থিত হয়ে নতজানু হয়ে সম্মান জানাতে হত।
16. কোন্ মোগল সম্রাট কখন ফতেপুর সিক্রিতে রাজধানী স্থাপন করেছিলেন ?
উত্তরঃ মোগল সম্রাট আকবর 1570 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে রাজধানী স্থাপন করেন।
17. 'তাজভিজ' কী ?
উত্তর: কোনো ব্যক্তি রাষ্ট্রসেবার সঙ্গে যুক্ত হতে চাইলে, তাকে অভিজাতদের মাধ্যমে আবেদন করতে হত। অভিজাতরা প্রার্থীকে যোগ্য মনে করলে সেই আবেদনপত্র সুপারিশ হিসেবে সম্রাটের কাছে উপস্থাপন করা হত। এটি 'তাজভিজ' নামে পরিচিত ছিল।
18. 'ওয়াফিল'-এর কাজ কী ছিল ?
উত্তর: ওয়াফিল দরবারে আদালতের অধিবেশনের দিন, তারিখ রেকর্ড করে উচ্চ আদালতের সংবাদ শিরোনামে পেশ করতেন।
19. মনসারেট কে ছিলেন ?
উত্তরঃ মনসারেট ছিলেন একজন জেসুইট মিশনারি; যিনি মোগল সম্রাট আকবরের দরবারে প্রেরিত প্রথম জেসুইট মিশনের সদস্য ছিলেন।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন