ভারতের Look East Policy-র (পূর্বে তাকাও নীতির) বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
.png)
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-এর সময়কালে 1992 খ্রিস্টাব্দে "Look East Policy' বা ‘পূর্বে তাকাও নীতি গৃহীত হয়। ঠান্ডাযুদ্ধের অবসানের পর উদারীকরণ, বেসরকারিকরণ, বিশ্বায়নের যুগে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশসমূহ বিশেষত দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন সাধনের মাধ্যমে ভারতের উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়ন ঘটানোকেই Look East Policy বা পূর্বের দিকে তাকাও নীতি বলে। এই নীতির প্রধান রূপকার হলেন ড. মনমোহন সিং। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর নতুন নামকরণ করেন 'Act East Policy' বা 'পূর্বে কাজের নীতি'। এই নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি হল—
[i] আসিয়ানভুক্ত 10টি দেশের সঙ্গে অর্থনৈতিক, অন্যান্য সহযোগিতা ও সংহতির উন্নতি ঘটানো। এর জন্য ভারত ও আসিয়ান-এর মধ্যে ATSI চুক্তি স্বাক্ষরিত হয়। 2015 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে এটি কার্যকরী হয়। পরবর্তীকালে ASEAN Regional Forum এবং East Asia Summit-এ ভারত সক্রিয় অংশ নেয়।
[ii] দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ভারতের সামরিক ও নিরাপত্তা বৃদ্ধি এই নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল। সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও আইন অনুসরণ করা এবং উপকূল ও আঞ্চলিক শান্তি সুনিশ্চিত করা।
[iii] দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের বিশেষত উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক কধন সুদৃঢ়করণ, সার্বিক পরিকাঠামো উন্নয়ন (সড়ক, বিমানবন্দর, তথ্যপ্রযুক্তি বা Tele-communication) ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া ছিল এই নীতির অন্যতম বৈশিষ্ট্য।
[iv] এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ বিশেষত আসিয়ানভুক্ত দেশসমূহ, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশগুলির সঙ্গে সামরিক, রাজনৈতিক, প্রতিরক্ষামূলক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা।
[v] Look East Policy-র অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন আঞ্চলিক সংস্থা, যেমন – BISTEC (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Co-operation), MGC (Mekong-Ganga Co-operation), ACD (Asia Co-operative Dialogue), IORA ( Indian Ocean Rim Association) ইত্যাদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কস্থাপন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন