সার্ক (SAARC) কখন কী উদ্দেশ্যে গঠিত হয় ? সার্ক-এর মূল নীতিগুলি উল্লেখ করো ।
উত্তর: দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 1985 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর বাংলাদেশের ঢাকা শহরে প্রথম শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে সার্ক-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সার্ক মূলত বাংলাদেশের তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মস্তিষ্কপ্রসূত সংগঠন। এর সদস্য সংখ্যা জন্মলগ্নে ছিল 7টি। যথা—ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ । সম্প্রতি আফগানিস্তান নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে।
সার্ক সংবিধানের 1 নং ধারায় এর উদ্দেশ্য লিপিবদ্ধ করা হয়েছে। উদ্দেশ্যগুলিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। সার্কের উদ্দেশ্যগুলি হল—
[i] আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে দক্ষিণ এশীয় জনগণের উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নত করা।
[ii] অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি, সাংস্কৃতিক বিকাশ।
[iii] যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা।
[iv] সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও সদস্য রাষ্ট্রগুলির পারস্পরিক সমস্যা সমাধানে সাহায্য করা।
[v] আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সক্রিয় সহযোগিতা।
[vi] দক্ষিণ এশিয়ার বাইরে উন্নয়নশীল (Developing) দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা।
[vii] সার্কের মতো একই স্বার্থ সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সহযোগিতা করা।
[viii] সার্কের অনুরূপ লক্ষ্য ও উদ্দেশ্য যাদের আছে, এমন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন