সোভিয়েত ইউনিয়ন ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আলোচনা করো।
উত্তর: ভারত ও সোভিয়েতের বন্ধুত্ব বহুকালের। প্রকৃতপক্ষে ভারতের বিপদকালে সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে বিশ্বস্ত মিত্র। কাশ্মীর ইস্যুতে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের পক্ষে বহুবার রাশিয়া 'ভেটো' প্রয়োগ করে ভারতের বিরুদ্ধে নেওয়া প্রস্তাব বাতিল করে দিয়েছে।
স্বাধীনতার অব্যবহিত পরে ভারত তথা দক্ষিণ এশিয়ার দুর্বল ও সদ্যস্বাধীন দেশগুলি সম্পর্কে সোভিয়েত বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই তেমন গুরুত্ব দিত না এবং ভারত ও পাক বিতর্কে নিরপেক্ষতা অবলম্বন করত। পরিস্থিতির পরিবর্তন ঘটে 1954 খ্রিস্টাব্দে পাকিস্তানের সঙ্গে আমেরিকার গুরুত্বপূর্ণ চুক্তির পর, ফলে পাকিস্তান মার্কিন শিবিরে যোগ দেয়, এর কিছু পরেই সোভিয়েতের দুই সর্বোচ্চ নেতা বুলগানিন ও ক্রুশ্চেভ ভারত সফরে আসে। তাঁরা ভারতকে আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়ার জন্য শিল্পায়নের পথ দেখায়। সোভিয়েতের সাহায্যে বৃহৎ শিল্প, কলকারখানা গড়ে ওঠে। শুধু তাই নয়, কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান বিরোধে সোভিয়েত ইউনিয়ন সর্বদা ভারতের পাশে থাকবে, তা ঘোষণা করে।
1965 খ্রিস্টাব্দের যুদ্ধে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে সোভিয়েত ইউনিয়ন, তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হয়। ইতিমধ্যে আমেরিকা পাকিস্তানকে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র সরবরাহ করে। সেইসব অস্ত্র ভারতের বিরুদ্ধেই পাকিস্তান প্রয়োগ করে। ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন