1977 খ্রিস্টাব্দের নির্বাচনে বিরোধী দল প্রথমবারের মতো কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এটি কী কারণে সম্ভব হয়েছিল বলে তুমি মনে করো।
1977 খ্রিস্টাব্দের নির্বাচনে বিরোধী দল প্রথমবারের মতো কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এটি কী কারণে সম্ভব হয়েছিল বলে তুমি মনে করো।
উত্তর: 1977 খ্রিস্টাব্দের নির্বাচনে জনতা দল তার জোটসঙ্গীকে নিয়ে বিপুলভাবে জয়ী হয়। স্বাধীনতার পর এই প্রথমবার কেন্দ্রে কংগ্রেস বিরোধী শক্তি ক্ষমতায় আসে। এই ঘটনার পশ্চাতে যে কারণগুলি দায়ী তা হল নিম্নরূপ:
[i] জনতা দলের মুখ্য নেতা জয়প্রকাশ নারায়ণের নির্বাচনি স্লোগান ছিল 'গণতন্ত্রকে রক্ষা করো। জরুরি অবস্থার বিরুদ্ধে তিনি জনগণের সম্মুখে এমন স্লোগান দেন যা খুব সহজেই সাধারণ মানুষকে প্রভাবিত করে।
[ii] বিরোধী দল জরুরি অবস্থার সময় যাবতীয় কংগ্রেসকৃত অগণতান্ত্রিক কর্মকাণ্ডকে জনসমাজে প্রচারের সময় তুলে ধরে।
[iii] প্রতিরোধমূলক বা নিবর্তনমূলক আটক আইনের যথেচ্ছ প্রয়োগ এবং বন্দি প্রত্যক্ষীকরণ লেখ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হওয়া বিষয়দুটিকেও নির্বাচনি প্রচারে জনসমক্ষে তুলে ধরেন বিরোধীরা।
[iv] জনতা দল অন্যান্য কংগ্রেস বিরোধী দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়, কংগ্রেসের ভোট ব্যাংককে রুখতে ।
[v] উত্তর ভারতের মধ্যবিত্তরা জরুরি অবস্থার অনেক আগে থেকেই কংগ্রেস মতাদর্শ থেকে আস্থা হারাচ্ছিল। এরকম জরুরি অবস্থায় কংগ্রেস সরকারের অগণতান্ত্রিক আচরণ আগুনে ঘৃতাহুতি দেয় 18 মাস ব্যাপী।
[vi] জরুরি অবস্থাই একমাত্র দায়ী নয় জনতা দলের জয়ী হওয়ার পশ্চাতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, ছাত্র আন্দোলন, রেল হরতাল, সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ ক্ষোভ-সহ বহু কারণই দায়ী ছিল কংগ্রেস বিরোধী সরকার গঠনের পশ্চাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন