নেহরু কেন মনে করতেন যে, বৈদেশিক সম্পর্ক হল স্বাধীনতার অন্যতম সূচক ? এই বক্তব্যটির সপক্ষে উদাহরণ- সহ দুটি যুক্তি উপস্থাপন করো ।
উত্তর: [i] সার্বভৌমিকতা রক্ষা : সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ হিসেবে ভারতের সার্বভৌম ক্ষমতা ও তার সার্বভৌমিকতাকে সুনিশ্চিতকরণ একান্ত জরুরি। তাই বৈদেশিক সম্পর্ক ও সুসম্পর্ক-এর মধ্যে দিয়েই দেশের সার্বভৌম ক্ষমতাকে অক্ষত রাখা সম্ভব। নেহরু নিজেই শাস্তি স্থাপনের পক্ষে ছিলেন এবং অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করাকে পছন্দ করতেন না। তাই নিজ উদ্যোগেই ঠান্ডাযুদ্ধ চলাকালীন বৈদেশিক নীতির অন্যতম উদাহরণ হিসেবে জোটনিরপেক্ষ নীতির কথা বলেন।
[ii] অর্থনৈতিক উন্নয়ন : যে-কোনো দেশের প্রধান ও শেষ লক্ষ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা। আর জাতীয় স্বার্থের পরিপূরক হিসেবে আর্থিক উন্নতির কথা প্রথমে বলতে হবে। কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নতি সেই দেশের প্রগতির একমাত্র ও অন্যতম বাহক হিসেবে কাজ করে। তাই বিদেশনীতি নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হল অর্থনৈতিক উন্নয়ন। দেশের মধ্যে দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার প্রভৃতি দূর করতে হলে প্রয়োজন হয় শক্ত অর্থনৈতিক কাঠামোর।
[iii] আন্তর্জাতিক মঞ্চে স্থান : নেহরুর উদ্দেশ্য ছিল বিদেশনীতির রূপকার হিসেবে আন্তর্জাতিক মহলে ভারতের সুনাম অর্জন, ভারতকে বিশ্বের দরবারে স্থাপন করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারত চাইছিল না, কোনো একটি নির্দিষ্ট ক্ষমতা গোষ্ঠীর সঙ্গে নিজেকে জড়িয়ে অন্যান্য ক্ষমতাগোষ্ঠীর সাহায্য থেকে বঞ্চিত হতে। তাই তিনি কৌশলে জোট-নিরপেক্ষ নীতি গড়ে তুলেছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন