How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
1নংপ্রশ্ন. CPU-এর অ্যারিথম্যাটিক এবং লজিক্যাল কার্য সম্পাদন করে- A. ALU B. RAM C. CU D. ROM সঠিক উত্তর:- A. ALU। 2নংপ্রশ্ন. পঞ্চম প্রজন্মের কম্পিউটারে থাকবে- A. লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স C. ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট D. ট্রানজিস্টার সঠিক উত্তর:- B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 3নংপ্রশ্ন. DOS-এর সম্পূর্ণ রূপ হল- A. Directory Operating System B. Digital Operating System C. Disk Operating System D. Direct Opening System সঠিক উত্তর:- C. Disk Operating System। 4নংপ্রশ্ন. একটি মিনি কম্পিউটারের উদাহরণ হল- A. অ্যাবাকাস B. আই বি এম-390 C. পিসি D. ভ্যাক্স সঠিক উত্তর:- D. ভ্যাক্স। 5নংপ্রশ্ন. অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হল- A. ইসিজি সিস্টেম B. ভ্যাক্স C. পার্সোনাল কম্পিউটার D. আই বি এম এস/390 সঠিক উত্তর:- A. ইসিজি সিস্টেম। 6নংপ্রশ্ন. মনিটরের পর্দার ক্ষুদ্রতম একক কী? A. inch B. kg C. pixel D. bit সঠিক উত্তর:- C. pixel। 7নংপ্রশ্ন. DBMS-এর সম্পূর্ণ রূপ হল- A. Device Base Management System B. Data Base Management System C. Disk Bite Managi...