How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
1নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'আমরা আদেশ করি'। A. পরমাদেশ B. বন্দি প্রত্যক্ষীকরণ C. উৎপ্রেষণ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- A. পরমাদেশ। 2নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'নিষেধ করা'। A. পরমাদেশ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- C. প্রতিষেধ। 3নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া? A. পরমাদেশ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. বন্দি প্রত্যক্ষীকরণ সঠিক উত্তর:- B. উৎপ্রেষণ। 4নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'কোন অধিকারে'? A. বন্দি প্রত্যক্ষীরণ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- D. অধিকার পৃচ্ছা। 5নংপ্রশ্ন. হাইকোর্ট সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে?কা A. 14 অনুচ্ছেদ B. 19 অনুচ্ছেদ C. 226 অনুচ্ছেদ D. 32 অনুচ্ছেদ সঠিক উত্তর:- C. 226 অনুচ্ছেদ। 6নংপ্রশ্ন. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়- A. ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন B. চরণ সিং প্রধানমন্ত্রী থাকাকালীন C. রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন D. মোরারজি দেশাই...