সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

GK Computer

  1নংপ্রশ্ন. CPU-এর অ্যারিথম্যাটিক এবং লজিক্যাল কার্য সম্পাদন করে- A. ALU B. RAM C. CU D. ROM সঠিক উত্তর:- A. ALU। 2নংপ্রশ্ন. পঞ্চম প্রজন্মের কম্পিউটারে থাকবে- A. লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স C. ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট D. ট্রানজিস্টার সঠিক উত্তর:- B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 3নংপ্রশ্ন. DOS-এর সম্পূর্ণ রূপ হল- A. Directory Operating System B. Digital Operating System C. Disk Operating System D. Direct Opening System সঠিক উত্তর:- C. Disk Operating System। 4নংপ্রশ্ন. একটি মিনি কম্পিউটারের উদাহরণ হল- A. অ্যাবাকাস B. আই বি এম-390 C. পিসি D. ভ্যাক্স সঠিক উত্তর:- D. ভ্যাক্স। 5নংপ্রশ্ন. অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হল- A. ইসিজি সিস্টেম B. ভ্যাক্স C. পার্সোনাল কম্পিউটার D. আই বি এম এস/390 সঠিক উত্তর:- A. ইসিজি সিস্টেম। 6নংপ্রশ্ন. মনিটরের পর্দার ক্ষুদ্রতম একক কী? A. inch B. kg C. pixel D. bit সঠিক উত্তর:- C. pixel। 7নংপ্রশ্ন. DBMS-এর সম্পূর্ণ রূপ হল- A. Device Base Management System B. Data Base Management System C. Disk Bite Managi...

Computer GK

  1নংপ্রশ্ন. VIRUS কথাটির সম্পূর্ণ রূপ হল— A. Vital Information Resources Under Seize B. Visual Information Resources Under Seize C. Visual Information Recycling Under Seize D. Vital Informing Resources Under Seize সঠিক উত্তর:- A. Vital Information Resources Under Seize। 2নংপ্রশ্ন. মার্কিন প্রতিরক্ষা দফতর ইনটারনেটের প্রথম নামকরণ করেছিল যে-নামে- A. ইনটারকানেক্টেড নেট B. নেটওয়ার্ক C. আর্পানেট D. মার্কিন ইনটারকানেকশন সঠিক উত্তর:- C. আর্পানেট। 3নংপ্রশ্ন. ISP-এর সম্পূর্ণ রূপ হল- A. Internet System Provider B. Internet Service Provider C. Internet Service Producer D. Inter Service Provider সঠিক উত্তর:- B. Internet Service Provider। 4নংপ্রশ্ন. OS-এর সম্পূর্ণ রূপ কী? A. Only Save B. Online Search C. Only Service D. Operating System সঠিক উত্তর:- D. Operating System। 5নংপ্রশ্ন. ID-এর সম্পূর্ণ রূপ হল- A. Instruction Decoder B. Initial Document C. Internal Decoder D. Input Data সঠিক উত্তর:- A. Instruction Decoder। 6নংপ্রশ্ন. Wordpad হল একটি- A. ডিবাগার B. এডিটর C. লিংকবার D. লোকেটর সঠিক উত্তর:...

Computer A to Z mcq Question Answer

1নংপ্রশ্ন. টাইটেল বারের ডানদিকে ক-টি কন্ট্রোল বাটন আছে? A. 2টি B. 4টি C. 3টি D. 5টি সঠিক উত্তর:- C. 3টি। 2নংপ্রশ্ন. SMPS-এর সম্পূর্ণ রূপ হল Switch Mode Power Supply। এটি কম্পিউটারের কোন অংশে যুক্ত থাকে? A. হার্ডডিস্কে B. জিপ ড্রাইভে C. মাদার বোর্ডে D. মনিটরে সঠিক উত্তর:- C. মাদার বোর্ডে। 3নংপ্রশ্ন. এমিউলেটর কী? A. একটি সফটওয়্যার B. একটি হার্ডওয়্যার C. একটি অনুবাদক প্রোগ্রাম D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয় সঠিক উত্তর:- D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয়। 4নংপ্রশ্ন. BASIC, COBOL, PASCAL, FORTRAN ইত্যাদি উচ্চস্তরের ভাষাগুলি কোন প্রজন্মের উদাহরণ? A. প্রথম B. দ্বিতীয় C. তৃতীয় D. চতুর্থ সঠিক উত্তর:- C. তৃতীয়। 5নংপ্রশ্ন. কম্পিউটারের ভাষাকে যে-পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তাদের বলা হয়- A. ভাষার প্রজন্ম B. ভাষার শ্রেণিবিভাগ C. ভাষাবিভাগ D. ভাষা বিভক্তিকরণ সঠিক উত্তর:- A. ভাষার প্রজন্ম। 6নংপ্রশ্ন. Assembly Language-কে কোন প্রজন্মের উদাহরণ বলা হয়? A. প্রথম B. তৃতীয় C. দ্বিতীয় D. চতুর্থ সঠিক উত্তর:- C. দ্বিতীয়। 7নংপ্রশ্ন. PROLOG অর্থাৎ Programming in Logic Language-কে কোন প্রজন্মের কম...

Computer GK Questions and answers, Computer Class

1নংপ্রশ্ন. WAN-এর সম্পূর্ণ রূপ হল- A. World Area Network B. Width Area Network C. Wide Area Network D. World Association Network সঠিক উত্তর:- C. Wide Area Network। 2নংপ্রশ্ন. যখন কম্পিউটার গুলি একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত থাকে, তখন তাকে কী বলে? A. পে কম্পিউটার মিডিয়া B. কম্পিউটার নেটওয়ার্কিং C. অ্যানালগ কম্পিউটার D. ওয়েব ব্রাউজার সঠিক উত্তর:- B. কম্পিউটার নেটওয়ার্কিং। 3নংপ্রশ্ন. কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত কত প্রকারের হয়? A. দু-প্রকারের B. তিন প্রকারের C. চার প্রকারের D. পাঁচ প্রকারের সঠিক উত্তর:- B. তিন প্রকারের। 4নংপ্রশ্ন. যখন কোনো ছোটো জায়গার মধ্যে অর্থাৎ বাড়ি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন তাকে কীরূপ নেটওয়ার্ক বলা হয়? A. LAN (Local Area Network) B. MAN (Metropolitan Area Network) C. WAN (Wide Area Network) D. TN (Telephone Network) সঠিক উত্তর:- D. TN (Telephone Network)। 5নংপ্রশ্ন. কোন Network-এর সাহায্যে পৃথিবীর যে-কোনো প্রান্তের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়? A. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক B. লোকাল এরিয়া নেটওয়ার্ক C. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক D. কম্পি...

Computer GK Questions and Answers Bengali, Computer A to Z mcq

1নংপ্রশ্ন. LOGO-র ভাষাতে বিভিন্ন নির্দেশাবলি সঠিকভাবে লেখার জন্য যেরূপ নিয়ম মেনে চলতে হয়, তাকে বলে- A. System B. Procedure C. Technique D. Syntax সঠিক উত্তর:- C. Technique। 2নংপ্রশ্ন. এই কমান্ডের সাহায্যে স্ক্রিনের সমস্ত আঁকা মুছে ফেলা যায় এবং মোছার পর টার্টলটি আবার স্ক্রিনের মাঝখানে ফিরে আসে এবং ওপরের দিকে মুখ করে থাকে- A. CLEAR SCREEN B. CLEAN C. FORWARD D. HOME সঠিক উত্তর:- A. CLEAR SCREEN। 3নংপ্রশ্ন. স্যামুর পেপার্ট নামে এক বৈজ্ঞানিক কত খ্রিস্টাব্দে LOGO (Logic Oriented Graphic Oriented) প্রস্তুত করেন? A. 1962 খ্রিস্টাব্দে B. 1964 খ্রিস্টাব্দে C. 1967 খ্রিস্টাব্দে D. 1970 খ্রিস্টাব্দে সঠিক উত্তর:- C. 1967 খ্রিস্টাব্দে। 4নংপ্রশ্ন. মাইক্রোসফট কর্পোরেশন কত খ্রিস্টাব্দে Windows Operating System তৈরি করে? A. 1975 খ্রিস্টাব্দে B. 1976 খ্রিস্টাব্দে C. 1980 খ্রিস্টাব্দে D. 1985 খ্রিস্টাব্দে সঠিক উত্তর:- D. 1985 খ্রিস্টাব্দে। 5নংপ্রশ্ন. Windows-এর প্রথম ভার্সন (version) বা সংস্করণটি কী ছিল? A. 1.0 B. 2.0 C. 3.0 D. 4.0 সঠিক উত্তর:- A. 1.0। 6নংপ্রশ্ন. Windows-এর বর্তমান সংস্করণগুলি ...

Computer GK Questions and Answers Bengali

1নংপ্রশ্ন. একটি এম এস ওয়ার্ড ফাইল বলতে কোন এক্সটেনশন বোঝায়? A. .doc B. .txt C. .xls D. .jpg সঠিক উত্তর:- A. .doc। 2নংপ্রশ্ন. VDU বা Visual Display Unit কাকে বলা হয়? A. কী বোর্ডকে B. মনিটরকে C. মাদার বোর্ডকে D. সফটওয়্যারকে সঠিক উত্তর:- B. মনিটরকে। 3নংপ্রশ্ন. যাঁরা চোখে দেখতে পান না তাদের জন্য ভারতের আহমেদাবাদে ব্রেইল ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে প্রথম কত খ্রিস্টাব্দে ব্রেইল কম্পিউটার তৈরি হয়েছিল? A. 1999 খ্রিস্টাব্দে B. 2000 খ্রিস্টাব্দে C. 2003 খ্রিস্টাব্দে D. 2007 খ্রিস্টাব্দে সঠিক উত্তর:- C. 2003 খ্রিস্টাব্দে। 4নংপ্রশ্ন. কম্পিউটার চালু করার প্রদত্ত কোন পদ্ধতিগুলি সঠিক? A. Power supply এবং UPS সুইচ অন B. CPU-এর সুইচ অন C. মনিটরের সুইচ অন D. সবগুলিই সঠিক সঠিক উত্তর:- D. সবগুলিই সঠিক। 5নংপ্রশ্ন. ড্রয়িং বোর্ড এবং হরাইজনটাল স্কুলবারের নীচে অনেক রঙিন বাক্স দেখা যায়, একে কী বলা হয়? A. প্যালেট B. স্ট্যাটাস বার C. পেন্ট প্রোগ্রাম D. ড্রয়িং বক্স সঠিক উত্তর:- A. প্যালেট। 6নংপ্রশ্ন. পেন্ট উইন্ডোর ওপরদিকে Title বারে Untitled Paint লেখাটি দেখা যায় কেন? A. পেন্ট প্রোগ্রামের উইন্ডো নয় বলে B. পেন্ট প্রোগ...

Current Affairs Bengali

  1নংপ্রশ্ন. সংকল্প পরিকল্পনাটি কী দূরীকরণের সঙ্গে যুক্ত? A. নিরক্ষরতা B. পোলিয়ো C. বেকারত্ব D. AIDS সঠিক উত্তর:- D. AIDS. 2নংপ্রশ্ন. ভারতের কোন রাজ্যসরকার রাজ্যের কৃষকদের 'পি এম কিষান প্রকল্প'-এ নাম নথিভুক্ত করার জন্য ইন্ডিয়া পোস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? A. উত্তরাখণ্ড B. মণিপুর C. গোয়া D. পশ্চিমবঙ্গ সঠিক উত্তর:- C. গোয়া। 3নংপ্রশ্ন. 2016 খ্রিস্টাব্দের 8 নভেম্বর ভারতে কী কী নোট। বাতিল বলে ঘোষিত হয়? A. 500 টাকা ও 1000 টাকা B. 100 টাকা ও 2000 টাকা C. 50 টাকা ও 500 টাকা D. 200 টাকা 1000 টাকা সঠিক উত্তর:- A. 500 টাকা ও 1000 টাকা। 4নংপ্রশ্ন. ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন রাজ্যের কৃষকদের জন্য 'কিষান সূর্যোদয় যোজনা' চালু করেছে A. গুজরাট B. ওড়িশা C. কেরল D. পাঞ্জাব সঠিক উত্তর:- A. গুজরাট। 5নংপ্রশ্ন. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলা আছে- A. 939 জন B. 943 জন C. 940 জন D. 950 জনা সঠিক উত্তর:- B. 943 জন। 6নংপ্রশ্ন. 1998 খ্রিস্টাব্দে কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন? A. কৈলাস সত্যার্থী B. পন্ডিত রবিশঙ্কর C. ড. এ ...

ভারতীয় সংবিধান gk question answer bengali

  1নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'আমরা আদেশ করি'। A. পরমাদেশ B. বন্দি প্রত্যক্ষীকরণ C. উৎপ্রেষণ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- A. পরমাদেশ। 2নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'নিষেধ করা'। A. পরমাদেশ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- C. প্রতিষেধ। 3নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া? A. পরমাদেশ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. বন্দি প্রত্যক্ষীকরণ সঠিক উত্তর:- B. উৎপ্রেষণ। 4নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'কোন অধিকারে'? A. বন্দি প্রত্যক্ষীরণ B. উৎপ্রেষণ C. প্রতিষেধ D. অধিকার পৃচ্ছা সঠিক উত্তর:- D. অধিকার পৃচ্ছা। 5নংপ্রশ্ন. হাইকোর্ট সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে?কা A. 14 অনুচ্ছেদ B. 19 অনুচ্ছেদ C. 226 অনুচ্ছেদ D. 32 অনুচ্ছেদ সঠিক উত্তর:- C. 226 অনুচ্ছেদ। 6নংপ্রশ্ন. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়- A. ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন B. চরণ সিং প্রধানমন্ত্রী থাকাকালীন C. রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন D. মোরারজি দেশাই...

Upcoming Exam Tripura High Court GK QUESTION WITH ANSWER BENGALI

  1নংপ্রশ্ন. ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? A. 14-18 ধারায় B. 19-22 ধারায় C. 23-24 ধারায় D. 25-28 ধারায় সঠিক উত্তর:- D. 25-28 ধারায়। 2নংপ্রশ্ন. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? A. 14-18 ধারায় B. 19-22 ধারায় C. 29-30 ধারায় D. 32 ধারায় সঠিক উত্তর:- C. 29-30 ধারায়। 3নংপ্রশ্ন. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? A. 19 ধারায় B. 20 ধারায় C. 21 ধারায় D. 32 ধারায় সঠিক উত্তর:- D. 32 ধারায়। 4নংপ্রশ্ন. সংবিধানের কোন ধারায় 'অস্পৃশ্যতা'-কে নিষিদ্ধ করা হয়েছে? A. 14 ধারায় B. 17 ধারায় C. 20 ধারায় D. 21 ধারায় সঠিক উত্তর:- B. 17 ধারায়। 5নংপ্রশ্ন. সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না- A. 14 ও 15 ধারা B. 16 ও 17 ধারা C. 20 ও 21 ধারা D. 29 ও 30 ধারা সঠিক উত্তর:- C. 20 ও 21 ধারা। 6নংপ্রশ্ন. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়- A. জাতীয় জরুরি অবস্থা জারি হলে B. সমস্ত রকম জরুরি অবস্থা জারি হলে C. সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে D. যুদ্ধ ঘোষিত হলে সঠিক উত্তর:- A. জাতীয় জরুরি অবস্...

GK QUESTION WITH ANSWER BENGALI

  1নংপ্রশ্ন. একটি সমাজবদ্ধ জীব হল- A. মাছ আর B. মৌমাছি C. মুরগি D. বোলতা সঠিক উত্তর:- B. মৌমাছি। 2নংপ্রশ্ন. মৌচাক তৈরি হয়- A. লালাগ্রন্থির ক্ষরণ দিয়ে B. মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে C. মকরন্দ গ্রন্থি দিয়েও D. দুটিই সঠিক উত্তর:- B. মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে। 3নংপ্রশ্ন. মধুতে যে-শর্করাটি থাকে না, সেটি হল- A. গ্লুকোজ B. ফ্রুক্টোজ C. ল্যাকটোজ D. গ্যালাকটোজ সঠিক উত্তর:- C. ল্যাকটোজ। 4নংপ্রশ্ন. মৌমাছিদের থাকার জায়গাকে বলা হয়- A. এপিয়ারি B. ফিশারি C. গোটারি D. ডেয়ারি সঠিক উত্তর:- A. এপিয়ারি। 5নংপ্রশ্ন. স্বাদু জলের মাছ নয়- A. রুই B. বাটা C. পমফ্রেট D. কাতলা সঠিক উত্তর:- C. পমফ্রেট। 6নংপ্রশ্ন. কার্প হল- A. উপকূলীয় অঞ্চলের B. মিঠে জলের C. A ও B দুটিই D. কোনোটিই নয় সঠিক উত্তর:- B. মিঠে জলের। 7নংপ্রশ্ন. কোনটি মাইনর কার্প নয়? A. বাটা B. পুঁটি C. মৃগেল D. মৌরলা সঠিক উত্তর:- C. মৃগেল। 8নংপ্রশ্ন. মাছের প্রধান খাদ্য উপাদান হল- A. শর্করা B. ভিটামিন C. প্রোটিন D. লিপিড সঠিক উত্তর:- C. প্রোটিন। 9নংপ্রশ্ন. রুই মাছ ও গ্রাসকার্প খাদ্যগ্রহণ করে জলের- A. মাঝের স্তর থেকে B. নীচের স্তর থেকে C. ওপরের স্তর থেকে D. কোনো...

GK questions answers bengali

  1নংপ্রশ্ন. জননগ্রন্থি নিঃসৃত হরমোন নয়- A. সোমাটোস্ট্যাটিন B. প্রোজেস্টেরন C. ইস্ট্রোজেন D. টেস্টোস্টেরন সঠিক উত্তর:- A. সোমাটোস্ট্যাটিন। 2নংপ্রশ্ন. গলা ফুলে ওঠে যে-হরমোনের বেশি ক্ষরণের প্রভাবে- A. ইনসুলিন B. থাইরক্সিন C. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন D. অ্যাড্রিনালিন সঠিক উত্তর:- C. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3নংপ্রশ্ন. স্ত্রীদেহ থেকে ক্ষরিত হয় না- A. HCG B. ইস্ট্রোজেন C. প্রোজেস্টেরন D. টেস্টোস্টেরন সঠিক উত্তর:- D. টেস্টোস্টেরন। 4নংপ্রশ্ন. নীচের কোনটি বয়ঃসন্ধিকালে দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য? A. প্রোটিন B. কার্বোহাইড্রেট ও ভিটামিন C. প্রোটিন, খনিজ পদার্থ D. জল সঠিক উত্তর:- C. প্রোটিন, খনিজ পদার্থ। 5নংপ্রশ্ন. বয়ঃসন্ধির বয়সকাল- A. 10-19 বছর B. 13-19 বছর C. 18-19 বছর D. 6-10 বছর সঠিক উত্তর:- A. 10-19 বছর। 6নংপ্রশ্ন. জীবনকুশলতা শিক্ষার অন্তর্ভুক্ত নয়- A. সৃজনশীল কাজে যুক্ত থাকা B. অকারণে আবেগতাড়িত হওয়া C. আত্ম-উপলব্ধি করে যথার্থ মানুষ হওয়া D. কোনোটিই নয় সঠিক উত্তর:- B. অকারণে আবেগতাড়িত হওয়া। 7নংপ্রশ্ন. আন্তর্জাতিক বনবর্ষ হল- A. 2011 খ্রিস্টাব্দ B. 1911 খ্রিস্টাব্দ C. 2012 খ্রিস্টাব্দ D...

GK QUESTION ANSWER

  1নংপ্রশ্ন. অতিমাত্রার আম্লিক সমুদ্রের জলে নষ্ট হয়ে যায় প্রাণীদের- A. খোলক B. তাপ নিরোধক ক্ষমতা C. রেচন ক্ষমতা D. জনন ক্ষমতা সঠিক উত্তর:- A. খোলক। 2নংপ্রশ্ন. ফণীমনসার কাঁটা হল- A. রূপান্তরিত পাতা B. রূপান্তরিত কান্ড C. রূপান্তরিত উপপত্র D. রূপান্তরিত পুষ্প সঠিক উত্তর:- A. রূপান্তরিত পাতা। 3নংপ্রশ্ন. পিঁপড়ের হুলে কোন ধরনের অ্যাসিড থাকে? A. অ্যামিনো অ্যাসিড B. ল্যাকটিক অ্যাসিড C. সাইট্রিক অ্যাসিড D. ফর্মিক অ্যাসিড সঠিক উত্তর:- D. ফর্মিক অ্যাসিড। 4নংপ্রশ্ন. খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে (O₂) দেহের দূরতম প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে- A. শ্বসন B. পুষ্টি C. সংবহন D. গমন সঠিক উত্তর:- C. সংবহন। 5নংপ্রশ্ন. দেহে উৎপন্ন বর্জ্য পদার্থটিকে সংশ্লিষ্ট দেহ থেকে বার করে দেওয়ার পদ্ধতিকে কী বলে? A. সংবহন B. রেচন C. শ্বসন D. গমন সঠিক উত্তর:- B. রেচন। 6নংপ্রশ্ন. বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়কারী কলা হল- A. আবরণী কলা B. ক্ষরণকারী কলা C. পেশিকলা D. যোগকলা সঠিক উত্তর:- D. যোগকলা। 7নংপ্রশ্ন. আবরণী কলার বিশেষ কাজ হল- A. সংকোচন করা B. ক্ষরণ করা C. ভারবহন করা D. প্রসারণ করা সঠিক উত্তর:- B. ক্ষরণ করা। 8নংপ্র...

ভারতীয় সংবিধানের তৃতীয় অংশ (Part-III)

 ভূমিকা ভারতীয় সংবিধানের তৃতীয় অংশ (Part-III)-এ 12-35নং ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু মৌলিক অধিকার বলতে কী বোঝায় তা এককথায় বলা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। সাধারণত নাগরিকদের অধিকারগুলির মধ্যে যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত প্রয়োজন বলে বিবেচিত হয়, সেগুলিকে মৌলিক অধিকার বলা হয়। এ ছাড়াও শাসন বিভাগ ও আইন বিভাগের কর্তৃত্বের বাইরে এইসব অধিকারগুলি রয়েছে বলে এগুলিকে মৌলিক অধিকার বলা হয়। মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের। পার্থক্যসমূহ মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের পার্থক্যগুলি হল নিম্নরূপ- *[1] দেশের সাধারণ আইন নাগরিকদের সাধারণ আইনগত অধিকারগুলিকে সংরক্ষণ করে, কিন্তু মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সংবিধানের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। [II] মৌলিক অধিকার সংবিধানের দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয় বলে আইন বিভাগ দ্বারা প্রণীত কোনো আইন ও শাসন বিভাগের কোনো আদেশ, নির্দেশ এগুলির বিরোধী হলে আদালত সেগুলিকে বাতিল করে দিতে পারে। কিন্তু সাধারণ অধিকারের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। [III] মৌলিক অধিকারগুলির পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন। কি...

Food, General Knowledge and General Awareness Question Answer Bengali GK

1নংপ্রশ্ন. মাছ, মাংস বা ফলে (Food) নুন মাখিয়ে রাখার পদ্ধতিকে কী বলে? A. Canning B. Sundrying C. Salting D. Pickling সঠিক উত্তর:- C. Salting. 2নংপ্রশ্ন. কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করার পদ্ধতিকে কী বলে? A. Canning B. Adding sugar C. Salting D. Pickling সঠিক উত্তর:- D. Pickling. 3নংপ্রশ্ন. নিম্নের কোনটি সম্ভাব্য সফল করোনা প্রতিরোধক ভ্যাক্সিন? A. কোভ্যাক্সিন B. ফাইজার C. মডার্না D. সবগুলিই ঠিক সঠিক উত্তর:- D. সবগুলিই ঠিক। 4নংপ্রশ্ন. ভেসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? A. পিটুইটারি B. শুক্রাশয় C. ডিম্বাশয় D. থাইরয়েড সঠিক উত্তর:- A. পিটুইটারি। 5নংপ্রশ্ন. অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়- A. অ্যাড্রিনালিন B. ইস্ট্রোজেন C. থাইরক্সিন D. ইনসুলিন সঠিক উত্তর:- A. অ্যাড্রিনালিন। 6নংপ্রশ্ন. গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় যে-গ্রন্থি থেকে, তার নাম কী? A. পিটুইটারি B. অগ্ন্যাশয় C. থাইরয়েড D. অ্যাড্রিনাল গ্রন্থি সঠিক উত্তর:- B. অগ্ন্যাশয়। 7নংপ্রশ্ন. 100 ml রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত থাকে? A. 60-80 mg B. 80-120 mg C. 120-160 mg D. 20-40 mg সঠিক উত্তর:- B. 80-120 mg। 8নংপ্রশ...

GK Question Answer

1 nambarপ্রশ্ন. প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে নিষাদকে কোন্ জাতি বলা হয়? সঠিক উত্তর     অনার্য 2nambarপ্রশ্ন. ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল- সঠিক উত্তর     ঋগ্‌বৈদিক যুগে 3nambarপ্রশ্ন. হোমারের যুগে ক্রীতদাস বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়- সঠিক উত্তর     অ্যানড্রোপোডন 4nambarপ্রশ্ন. 'ভারত পথিক' নামে পরিচিত ছিলেন- সঠিক উত্তর    রাজা রামমোহন রায় 5nambarপ্রশ্ন. নুরজাহানের পিতা ছিলেন- সঠিক উত্তর     মির্জা গিয়াস বেগ 6nambarপ্রশ্ন. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর পরিবর্তে 23 বছর করতে হবে, এই দাবি ছিল- সঠিক উত্তর     নরমপন্ধীদের 7nambarপ্রশ্ন. পুরন্দরের সন্ধি (জয়সিংহ ও শিবাজির মধ্যে) স্বাক্ষরিত হয়- সঠিক উত্তর     1665 খ্রিস্টাব্দে 8nambarপ্রশ্ন. বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল- সঠিক উত্তর     1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর 9nambarপ্রশ্ন. অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকারী ছিলেন শ্লাভ এবং- সঠিক উত্তর     অস্ট্রিয়ার প্রজা 10nambarপ্রশ...

ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো।

ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো। মার্কিন, ফরাসি ও আইরিশ সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে সংবিধান রচয়িতারা ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করেছেন। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। তাদের মধ্যে অন্যতম হল সাম্যের অধিকার (14-18নং ধারা)। সাম্যের অর্থ: সাম্য বলতে বোঝায় ধনী-নির্ধন, স্ত্রী-পুরুষ, জাতিবর্ণধর্মনির্বিশেষে প্রত্যেক মানুষকে তার আত্মবিকাশের সমান সুযোগসুবিধা প্রদান। শ্রেণিবিভাগ: ভারতের সংবিধানে 14নং থেকে 18নং- এই পাঁচটি ধারায় সাম্যের অধিকারকে লিপিবদ্ধ করা হয়েছে। [i] আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার: ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারের প্রাণ হল 14নং ধারা। এই ধারায় বলা হয়েছে-ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে-প্রথমত, Equality before the law, অর্থাৎ, আইনের দৃষ্টিতে সমতা এবং দ্বিতীয়ত, Equal protection of the laws, অর্থাৎ, আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। ব্যতিক্রম: এই ধারার কিছু ব্যতিক্রম আছে। সেগুলি হল: [a] রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...